-
ফরেক্স হচ্ছে মুদ্রা কেনা-বেচার অনেক বড় একটি মার্কেট প্লেস । এখানে প্রতিনিয়তও বিভিন্ন দেশের ডলার কেনাবেচা হয় এবং এ বাজার সম্পর্কে ভাল করে জেনে শুনে অভিজ্ঞতা অর্জন করে বিনিয়োগ করলে ভাল আয় করা যায় । ফরেক্স মার্কেট বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে কারণ আপনি অন্য পেশার পাশাপাশি ঘরে বসে এই বিসনেস করতে পারছেন ।
-
ফরেক্স একটি আন্তজাতিক মাকেট যেখানে বৈদেশিক মুদ্রা ক্রয় ও বিক্রয় করা হয়।ফরেক্স মাকেটের পরিধি অনেক ব্যাপক এটি নিউইয়েকের স্টক মাকেট হতে ২৫ গুন বড়।ফরেক্স করে আমরা নিজেদের ভাগ্য পরিবতন করা যায়।ফরেক্স মাকেটে ট্রেড করে আপনি টাকা ইনকাম করে জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবেন।
-
ফরেক্স এক ধরনের ব্যবসা যেখানে পন্য হল বিভিন্ন দেশের কারেন্সি।একদেশের কারেন্সির বিপরীতে যখন অন্য দেশের কারেন্সির মুল্য পরিবর্তন হয়ে তখন বাই সেল করে প্রফিট করা যায়।আশা করি বুঝতে পেরেছেন।
-
ফরেক্স মার্কেট হচ্ছে মুদ্রা কেনাবেচার মার্কেট। এখানে বিভিন্ন দেশের ডলার কেনাবেচা । এখানে মানুষ নিজের মেধা বুদ্ধি শ্রম দিয়ে কাজ করে। দিন যতই যাচ্ছে ফরেক্স মানুষ করতে ততই আগ্রহী হচ্ছে।
-
ফরেক্স মার্কেট হচ্ছে বিভিন দেশের মুদ্রার বিনিময়ের মাধ্যম। এর মাধ্যমে ফরেক্স মার্কেটে বিদেশি মুদ্রার বেচ কিনা হয়ে থাকে। আর এই ব্যবসা করে অনেক অনেক টাকা ইনাকাম করে থাকে। এখানে ব্যবসা করতে হলে আপনাকে ভাল করে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান লাভ করা উচিত।
-
ফরেক্স হলো আন্তর্জাতিক বিনিময় বাজার। এখানে বিভিন্ন মূদ্রা পেয়ারে বিনিময় হয়। যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এইউডি ইউএসডি, এনযেডডি ইউএসডি, ইউএসডি সিএডি ইত্যাদি। এছাড়াও বিভিন্ন মেটাল যেমন গোল্ড, সিলভার আবার ডায়মন্ড, অয়েল ইত্যাদিও বিনিময় হয়।
-
ফরেক্স মার্কেট হল মুদ্রা কেনা বেচা করার এক্তি আন্তর্জাতিক বাজার।জেখানে সারা দুনিয়ার মানুশ ঘরে বসে ইন্টারনেট এর মাধ্যমে মুদ্রা কেনা বেচা করে।এটি সম্পুরন নিরাপদ,হালাল একটি ব্যবসা। এর প্রধান শুবিধা হল ঝান থেকে ইচ্ছা সেখানে বসেই এই ব্যবসা করা যায়।
-
ফরেক্স মার্কেট হচ্ছে মুদ্রা কেনাবেচার মার্কেট এখানে বিভিন্ন দেশের ডলার কেনাবেচা হয় এখানে মানুষ নিজের মেধা বুদ্ধি শ্রম দিয়ে কাজ করে দিন যতই যাচ্ছে ফরেক্স মানুষ করতে ততই আগ্রহী হচ্ছে ফরেক্স মার্কেটে ভালভাবে জেনেশুনে নিজের মেধা বুদ্ধি খাটিয়ে এই বেবশা করা যায় তাহলে আমরা এই ফরেক্স মার্কেট থেকে অনেক লাভবান হতে আমাদের অনেক সাহায্য করবে।
-
ফরেক্স মার্কেট হল ইন্টারনেট ব্যাবহার করে অনলাইনের মাধ্যমে অর্থ ইনকামের জন্য ভাল মাধ্যম,তাই বলি এই ব্যাবসাতে মুদ্রা লেনদেন করা হয়,তাই ফরেক্স মার্কেট নিয়ে অনেক বেশি করে জানতে হবে তাহলে অনেক বেশি করে প্রফিট করা যাবে,মুদ্রার দাম উঠানামা করে তাই ফরেক্স থেকে প্রফিট করা যায়।
-
ফরেক্স একটা আন্তর্জাতিক মুদ্রাবাজার এবং এখানে মুদ্রাজোড়ের ক্রয়-বিক্রয় হয়ে থাকে এবং এই ক্রয়-বিক্রয় এর মাধ্যমে প্রফিট করে নিতে হবে।ফরেক্সে দৈনিক প্রায় চার ট্রিলিয়নের অর্থের লেনদেন হয়ে থাকে যা সারা বিশ্বের যেকোন মার্কেটের লেনদেনের চাইতে বেশি। বর্তমানে সারাপৃথিবীতে ফরেক্স ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সকল দেশে কমবেশি ফরেক্স ট্রেডার রয়েছে।