-
যে কোন ক্ষেত্রে নিজেকে সেরাদের সেরা হিসেবে প্রতিষ্টিত করতে চাইলে থাকতে হবে নিদ্দিষ্ট লক্ষ্য । আমি ফরেক্স করি আমি কি সারা জীবন শুধু একজন সাধারণ ট্রেডার হিসেবে কাটিয়ে দিব নাকি আমি আগামি দু বছর কিংবা আরে কিছূর সময় পর নিজেকে সেরা ট্রেডারদের কাতারে নিয়ে যাব ? এভাবে নিজেকে প্রশ্ন করতে হবে । নিজের অবস্থা ও ভবিষ্যত অবস্থান নিয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে । স্বপ্ন হতে হবে আকাশ ছোঁয়ার ।
-
আসলে আমি ফরেক্স করি কারন আমি চাই ফরেক্স করে নিজে কে স্বাবলম্বী করার জন্য। আমি জানি ফরেক্স করে সবাই লাভ করতে পারে না কারন ফরেক্স অনেক রিস্ক একটা বেবসা,তাই এতে লাভ ও অনেক আবার লস ও অনেক।আমি ফরেক্স করে নিজে কে একটা ভাল জায়গায় নিয়ে যেতে চাই।
-
আপনি ফরেক্স এ এসেই ট্রেড করবেন এটা কিন্তু ঠিক নই।ফরেক্স না আপনি যে কাজই করতে যান না কেন আপনি একবারে সাফলতা পাবেন না।আপনকে যথেষ্ট পরিশ্রম করতে হবে।মার্কেট সম্বন্ধে আপনাকে ভালভাবে জানতে হবে এবং ট্রেড করতে হবে।তবে ফরেক্স এ আপনি বার বার লাভ করবেন তা কিন্তু না লসও হতে পারে।
-
আমি অবশ্যই ফরেক্স ব্যবসা করব । অামি আগে ফরেক্স ব্যবসা ডেমো দিয়ে শুরু করতে হবে । আমি যদি ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করব তাহলে অবশ্যই আমরা সফল ব্যবসায়ী হিসেবে পরিগণিত হতে পারব । সুতরাং আমার ইচ্ছা এই ব্যবসা দিয়ে আমি লাভবান হতে চাই । অাপনারাও যদি ইচ্ছা করনে ধৈর্য্যের সহিত এই ব্যবসা করেন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
ব্যক্তিগতভাবে আমি আমি ফুল টাইম এবং প্রফেশনাল ট্রেডার হতে চাই । আমি চাই ভাল একজন ফরেক্স বিশ্লেষক হতে । বিশেষ করে বিভিন্ন ধরনের সংবাদ এবং তার সম্ভাব্য ইফেক্ট এর উপর কাজ করতে চাই । আমি আসে একজন ভাল ফান্ডামেন্টাল এনালাইজার হতে চাই । আশা করি আমার সপ্ন পূরন হবে।
-
আমি ফরেক্স করবো বলেই ফক্সেসে ফোরাম পোষ্টিং করে বোনাস পয়েন্ট আয় করছি । যেহেতু ফরেক্স মার্কেট ট্রেড করতে হলে অনেক বেশী জানতে হয় তাই এখন পর*্যন্ত শিখার দিকে গুরুত্ব দিয়ে যাচ্ছি এবং দক্ষ হওয়ার চেষ্টা করাছি । এর পর ডেমো ট্রেড করা শিখে নিয়ে রিয়ার ট্রেড করবো । আশা করি এক সময় ভাল ট্রেডার হতে পারবো ।
-
একেক জনের মতামত একেক রকম থাকাটাই স্বাভাবিক। তবে আমার মত হল আমি ফরেক্স করছি এবং করতে চাই। যদি তা না চাইতাম তাহলে ৪/৫ বছর এর অধিক সময় ফরেক্স এ ব্যয় করতাম না। এখনো ফরেক্স এ টিকে আছি আর ভবিষ্যতেও টিকে থাকতে চাই। আমি চাই ফরেক্স হতে নিয়মিত আয় করতে। এবং নিজের জীবন ধারাকে পাল্টে ফেলতে।
-
আমরা আসলে সবাই অনেক আশা নিয়ে ফরেক্স এ এসেছি । আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমিও হয়ত এর কোন একটি বেছে নেব । কারন আমার ও কিছু স্বপ্ন আছে , আমারও কিছু গোপন ইচ্ছা আছে যা আমি পুরন করতে চাই । আর আমি যদি আমার ইচ্ছার কথা সবার সাথে শেয়ার করি আমি মনে করি আমার ইচ্ছা নষ্ট হবে না । তাই আমি ফরেক্স কে আমার কাজের মূল অংশেই রেখেছি ।
-
আমি ফরেক্স ট্রেড করছি এবং সারাজীবন করতে চাই। আর ফরেক্স ব্যবসা টি সবচেয়ে মজার বিষয় হলো এটি আমরা ঘরে বসে বা যেকোন জায়গা থেকে করতে পারি। ফরেক্স করে অনেকে প্রচুর টাকাও আয় করছে। ট্রেডাররা ফুল টাইম ও ফরেক্স করতে পারে।
-
ফরেক্স এ রিয়েল ট্রেড করার আগে আপনাকে ভাল করে ফরেক্স এর কাজ শিখতে হবে তা ছাড়া আপনি ফরেক্স এ টিকে থাকতে পারবেন না। আমি ফরেক্স এর কাজ মতামুটি শিখে ফেলছি। আর আমি আসলেই ফরেক্স ট্রেড করতে চাই আজীবন করতে চাই।