-
আমার মতে আবেগকে নিয়ন্ত্রন করতে হলে আপনাকে বাস্তববাদী হতে হবে। বাস্তববাদী হওয়ার অন্যতম উপায় হচ্ছে ডেমো একাউন্টে ট্রেড করা। ডেমো একাউন্টে ট্রেড করলে আপনি শিখে যাবেন কোন পরিস্থিতিতে লাভ হয় কোন পরিস্থিতিতে লস হবার সম্ভবনা থাকে। আপনার এই বাস্তবিক জ্ঞান একসময় আপনার আবেগকে নিয়ন্ত্রনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
-
নতুনদের ক্ষেত্রে ইমোশন কন্ট্রোল করতে হলে:
১। অনেকদিন ধরে ডেমো ট্রেড করতে হবে।
২। বেশি পরিমাণে ট্রেড করতে হবে যাতে লাভ ও লস দুটিতেই অভ্যস্ত হয়।
৩। রিয়াল ট্রেডে টেক প্রফিট ও স্টপ লস দিয়ে ট্রেডকরতে হবে এবং ট্রেড দিয়ে আপডেট না দেখাই ভাল।
৪। ট্রেডে লস হলে ঐদিনের মত ট্রেড করা বন্ধ করতে হবে।
৫। ট্রেডে লস হলে ঘরে বসে না থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই ভাল।
-
সারাদিন ফরেক্স করার ফলে আমরা বোরিং হয়ে পড়ি।এতে আমরা বিভিন্ন সময় মানসিক চাপে ভুগি।এই মানসিক চাপ আমাদের ফরেক্স ট্রেডে অমনোযোগী করে তুলতে পারে।তাই মাঝে মাঝে অন্য কাজে ব্যস্ত থাকা প্রয়োজন।খেলাধূলা করুন।অন্য কাজে নিজেকে নিযুক্ত রাখুন ।এতে আপনার মনোযোগ আরো ভাল করে কাজ করবে ।
-
ফরেক্স এ নতুনদের ইমোশন সবসময় একটু বেশি থাকে । ফরেক্স মার্কেট এ আবেগ , ইমোশন , লোভ এই সব খুব খারাপ কারন এগুলো থাকলে কখনো ফরেক্স মার্কেট এ লাভ করা সম্ভব নয়। যারা নতুন তারা আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কারন ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মুদ্রা ক্রয় বিক্রয়ের মার্কেট । এখানে কোন প্রকার ইমোশন থাকলে হবে না । ইমশন কমাতে হলে ডেমো সম্পর্কে জানতে হবে, ডেমো প্রাকটিস করতে হবে । টাইম মেইন্টেন করতে হবে । ঠিক সময় বুঝে ট্রেড করতে হবে , লোভ করা যাবে না , না বুঝে ট্রেড করা যাবে না । এভাবে নতুনরা তাদের ইমোশন কন্ট্রোল করতে পারবে বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেট এ যারা নতুন ফরেক্স ট্রেডার তাদের ইমোশনাল হয়ে ট্রেডিং করে থাকে,তাদের ইমোশনাল কমানোর জন্য আমাদের ফরেক্স মার্কেট নিয়ে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স মার্কেট নিয়ে ট্রেডিং করার পাশাপাশি মাঝে মাঝে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করা হতে বিরত থাকতে হবে,
-
যারা নতুন ফরেক্স ট্রেডার তাদের ইমোশনাল কন্ট্রোল করা খুব কঠিন কাজ । আমি নিজেও প্রথম প্রথম পারিনি । এখনো যে ১০০ % পারি তা না । মাঝে মাঝে আমারও ইমোশনাল কাজ করে । আমর মতে ইমোশনাল কন্ট্রোল করার সবথেকে বড় অস্ত্র হলো কোন একটা নিয়মের ভিতর চলে আসা । ধরুন আপনার প্রতিদিনের টার্গেট হলো ১০ ডলার প্রফিট । ১০ ডলার প্রফিট করার পরও যদি দেখেন আরো প্রফিট করতে পারবেন তারপরও ট্রেড ওপেন করবেন না । এভাবেই ইমোশনাল কন্ট্রোল করতে হবে ।
-
যারা নতুন ফরেক্সে ট্রেড করে তাদের ইমোশন একটু বেশি থাকে।আমিও যখন প্রথম ট্রেড করি তখন ইমোশন এর পাল্লায় পরে অনেক লস করেছি।একজন নতুন ট্রেডার অবশ্যই কারও কাছ থেকে হেল্প নিবে।সব চেয়ে ভাল হয় একজন অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে হেল্প নেয়া।ডেমো একাউন্টে ট্রেড করাও বেশ উপকারি একজন নতুন ট্রেড্রারের জন্য।
-
ফ*রেক্স এক*টি বড় মা*র্কেট মা*র্কেট প্লেছ এ জন্য নতুন*দের প্রথম তা*দের*কে অর্থ উপারজন করার কথা মাথায় না এ*নে ম*নো*যোগ সহকা*রে কাজ করার দি*কে ঝু*কে পড়*তে হ*বে এং অবশ্যই তা*কে ইমশন কন্টল ক*রে রাখ*তেই হ*বে। তাহ*লে নতুরা কাজ ক*রেতে পার*বে।
-
যে কোন কিছুবকরতে গিয়ে যদি আপনি ইমোশনাল হয়ে জান তাহলে দেখবেন যে আপক্নার কাজটি সেই মত করে করতে পারবেন না। তাই ফরেক্স মার্কেটে একজন ট্রেডার যদি ইমোশন নিয়ে ট্রেড করে তবে তার ইমশন্টা তার ক্ষতির কারন হতে পারে। তাই নতুনদের ইমোশন যে করেও হোক তা পরিহার করতে হবে।
-
ফরেক্স এ নতুন ট্রেডারা বেশি ক্ষতি গ্রস্ত হয়। তাই নতুন ফরেক্স ট্রেডার দের উচিত ভালো ভাবে ট্রেডিং শিখা। তারপর প্রচুর সমায় নিয়ে ভালো ভাবে এনালাইসিস করে দিনে শুধু একটা ট্রেড ওপেন করা। সবসময় লোভ থেকে দুরে থাকতে হবে।