-
আপনি লক্ষ করে দেখবেন ফরেক্স ট্রেডিংয়ে টার্মিনালে আমাদের ব্যালেন্স, মার্জিন, ভলিউম ইত্যাদি দেখতে পায়। আমরা যে মূলধন বিনিয়গ করি তা আমাদের ক্যাপিটাল বা প্রাথমিক ব্যালেন্স।তারপর আমরা যদি কোন ট্রেড করি তবে ঐ ট্রেড ক্লোজ করে লাভ লস যোগ বিয়োগ করে আবার ব্যালেন্স দেখতে পায়।যদি আমরা ৫০০$ ডিপোজিট করি এবং ট্রেড করে ২০$ লসে ক্লোজ করি তবে আমাদের ব্যালেন্স দাড়াবে ৪৮০ ডলারে।
-
আমি মনে করি যে কোন ব্যবসাতেই মূলধন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারন হলো আপনার মূলধন যতো বেশি প্রফিটও ততই বেশি। আর ফরেক্সে ব্যলেন্স বলতে এখানে আপনি দুই ভাবে বিনিয়োগ করতে পারেন একটি হলো নিজের মুলধন অপরটি হলো ফোরামের মাধ্যমে যে বোনাস পাবেন তা। এখানে আপনি যদি নিজেই মূলধন বিনিয়োগ করেন তাহলে ট্রেড করার পরে যা লাভ হবে তা এবং চাইলে আপনার মূলধনও উড্রো করতে পারবেন। আর ফোরামের বোনাস দিয়ে ট্রেড করলে ফোরামের বোনাস বাদে যে প্রফিট করবেন কেবল মাত্র তাই আপনি উঠাতে পারবেন। ধন্যবাদ
-
যে কোন ব্যবসা করতে হলে মূলধনের অবশ্যই প্রয়োজন আছে। মূলধন ব্যতীত কোন ব্যবসা করা যায় না। ফরেক্স মার্কেটে কাজ করার জন্য আমরা যে পরিমাণ টাকা ইনভেস্ট বা ডিপোজিট করে থাকি ওটা কে ব্যালেন্স বলে। ফরেক্স মার্কেটে কাজ করার জন্য ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। কেননা ব্যালেন্স এর উপরে নির্ভর করে আপনি কি পরিমাণে ও কত লটে ট্রেড করতে পারবেন। যত বেশি ট্রেড করতে পারবেন আপনার লাভ হওয়ার সম্ভাবনা তত বেশি। আর আপনার বেশি ট্রেড করতে গেলে বেশি ব্যালেন্স এর প্রয়োজন হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমরা, যা ডিপোজিট করে থাকি তাকে আমরা ব্যালেন্স বলি,তাই আমাদের ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে আমাদের ব্যালেন্স থাকতে হবে,যদি ট্রেডিং করে প্রফিট করতে পারি তাহলে সেই প্রফিট আমাদের ব্যালেন্স হবে,তাই যদি লস করি আমাদের ব্যালেন্স কমে যাবে
-
ফরেক্স ব্যালেন্স হচ্চে আপনার মূল ইনভেস্ট সহ টেড এর লাভ ক্ষতির যোগ বিয়োগের ফলাফল
ধরুন ১০০০ব্যালেন্স টেড এ প্রপিট ১০০ডলার ১০০০+১০০=১১০০ ডলার আবার লস =১০০০-১০০=৯০০ডলার।
-
ফরেক্স এর ব্যালেন্স বলতে আমরা বুঝি ফরেক্স এর মূলধন,আর মূলধন হয়ছে আপনি যা ডিপোজিট করবেন ব্যবসা টি করার জন্য,ফরেক্স,মার্কে ট এ ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ,আপনি ব্যালেন্স ছাড়া এই বিজিনেস করতে পারবেন না,ব্যালেন্স আপনাকে এই বিজিনেস এ ট্রেড করতে সহয়তা করবে।
-
যে কোন ব্যবসা শুরু করার জন্য মূলধন বিনিয়োগের প্রয়োজন হয় মূলধন ছাড়া ব্যবসা শুরু বা ব্যবসা করা সম্ভব নয়। ঠিক তেমনি ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে আর বিনিয়োগ করার জন্য আপনাকে মূলধন এর প্রয়োজন হবে। ফরেক্সে ব্যালেন্স বলতে ট্রেড করার জন্য আমরা যে বিনিয়োগ করি সেটাকেই বুঝায় এক কথা মুলধন। আপনি বিনিয়োগের মাধ্যমে ব্যালেন্স করে তারপরে সেটা দিয়ে ট্রেড করতে পারবেন যেটা লাভ হবে সেটা আপনি উত্তোলন করতে পারবেন।
-
ফরেক্সে ব্যালেন্স বলতে মূলধনকে বোঝায়। কোন ব্যবসা করতে হলে মূলধনের প্রয়োজন হয়, মূলধন ছাড়া কোন ব্যবসা করা যায় না। ফরেক্স যেহেতু একটা ব্যবসা তাই ফরেক্সেও মূলধনের প্রয়োজন। আর কার কি পরিমাণ মূলধন রয়েছে তা মুদ্রায় প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাই হল ব্যালেন্স। যেমন কারো মূলধন 100 ডলার থাকতে পারে কারো 500 আবার কারো 1000 ডলার। ফরেক্স মার্কেটে যার যত মূলধন বেশি তার ইনকামও তত বেশি। তাই ফরেক্স মার্কেট থেকে বেশি বেশি প্রফিট অর্জন করতে হলে বেশি বেশি মূলধন বা ব্যালেন্স থাকতে হবে।
-
ফরেক্স এর ব্যালেন্স বলতে বুঝায় যে আপনি কত ইনভেস্ট করছেন ফরেক্স মার্কেটে। ফরেক্স মার্কেট এ আপনার মূলধন বা বিনিয়োগের পরিমাণকে ব্যালেন্স বলে। আর আপনি সেইটা দিয়ে ট্রেড করে যে লস বা লাভ করবেন সেই টার যোগফল। ট্রেড এর শেষে আপনার কত ব্যালেন্স থাকল সেইটা। উদাহরণ স্বরূপ কেউ যদি ২০০ ডলার দিয়ে ট্রেড করে ৫০ ডলার লাভ করে তাহলে তার ব্যালেন্স হবে মোট ২৫০ ডলার। আর যদি বিনিয়োগ করার পর কোন ট্রেড না করে থাকেন তবে বিনিয়োগের টাকা টাই হবে আপনার মূল ব্যালেন্স।
-
যেহেতু ফরেক্স একটি ব্যবসা, তাই ফরেক্সে ব্যালেন্স বলতে বলতে বোঝানো হয়েছে,অর্থাৎ আপনি যে পরিমাণ মূলধন নিয়ে বা যে পরিমাণ মূলধন ডিপোজিট করে ট্রেডিং শুরু করেছেন সেটাই হচ্ছে আপনার ব্যালেন্স, এবং এই ব্যালেন্সের পরিমাণ আপনার লাভ এবং লস করার এর উপর নির্ভর করে থাকে।ধরে নিন আপনি 100 ডলার ব্যালেন্স নিয়ে ট্রেডিং শুরু করেছেন এবং ট্রেড ওপেন করার পরে 20 ডলার প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দিয়েছেন ওই মুহূর্তে আপনার টোটাল ব্যালেন্স হবে 120 ডলার, ঠিক তেমনি যদি কোন ট্রেড করে লস করে থাকেন তাহলে আপনার ব্যালেন্সের পরিমাণ কমতে থাকবে।