-
আমি যখন ফরেক্সে ট্রেড করে প্রফিটের পরিবর্তে লস করতাম সেই সময় আমার মনে অবস্থা খুবই খারাপ থাকত কিন্তু তার পরও আমি কখনও ভেঙ্গে পরিনি সব সময় আমি ফরেক্সে লস করার সাথে সাথে লসের প্রকৃত কারন কি ছিল তা অননুসন্ধান করে বের করতে চেষ্টা করেছি এবং ঐ ভূল থেকে শিক্ষা গহন করে
-
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
-
প্রতিটা ব্যবসায় লাভ লস আছে সেটা কম হোক বা বেশি । ফরেক্সের ক্ষেত্রেও তেমনি লাভ বা লস আছে । ফরেক্সে যখন লাভ করা হয় তখন অনেক ভাল লাগে আর যখন লস হয় তখন এটা মেনে নিতে অনেক কষ্ট হয় । ফরেক্সে লস হয় বিভিন্ন কারনে যেমন - না বুঝে ট্রেড করলে , বেশি লাভের আশায় বেশি ট্রেড ওপেন করলে ফরেক্সে লস হয় । ফরেক্সের লস থেকে বেচে থাকতে হলে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে ও বুঝে ফরেক্সে ট্রেড করতে হবে । তাহলে আশা করা যায় ফরেক্স থেকে ভালো কিছু পাওয়া যাবে ।
-
যখন কোনো ট্রেডার লস খাবে তখন লস কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে। গুলো ব্রোকার পাবে।আর আমরা যে ট্রেড ওপেন করি সেখানে কমিশনের কারণে প্রথমে ট্রেড লসে যায়। সেই কমিশন গুলো ব্রোকারে যাবে।
-
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
-
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
আসলে লস আমরা কেউ প্রত্যশা করি না । আর যে জিনিসটা আমাদের প্রত্যশার বিপরীতে হয় সে জিনিসটাকে আমরা সহজে গ্রহণ করতে পারি না । তখন ওই অপ্রত্যশিত জিনিসের কারণে আমাদের মানসিকতার উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে । তাই আমি মনে করি যে লসের ব্যাপারটাও ঠিক তেমনি । কেননা লস আমাদের সবারই অপ্রত্যশিত থাকে । আর সে কারনেই লস হলে মানসিক অবস্থা্ কিছুটা খারাপ হয় ।
-
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
-
ভাই বাবসাই লাভ লস থাকবে আর ফরেক্স এমন একটি বাবসা যেখানে লাভ লস আছে | আমরা যে কাজ করিনা কেন লস হতেই পারে আর আমাদের মানশিক অবস্তা খুব খারাপ হই | আমি মনে করি আপনি ফরেক্স করেন এবং ফরেক্স সম্পরকে জানেন তবে আপনার লস চেয়ে লাভ হতে পারে আর আপনার মানসিক্তা ভাল থাকবে|