আসলে ফরেক্স মার্কেট হচ্ছে জটিল একটা মার্কেট। ফরেক্স মার্কেটে নিয়মিত ট্রেড করতে পারলে একজন ট্রেডার ভালবাবেই শিখতে পারবে। কারন মানুষ গাইতে গাইতে গাইন আর বাজাতে বাজাতে বাইন হয়।আপনি ফরেক্স ট্রেড করতে করতেই একদিন দক্ষ ট্রেডার হবেন এটাই সাবাবিক।
Printable View
আসলে ফরেক্স মার্কেট হচ্ছে জটিল একটা মার্কেট। ফরেক্স মার্কেটে নিয়মিত ট্রেড করতে পারলে একজন ট্রেডার ভালবাবেই শিখতে পারবে। কারন মানুষ গাইতে গাইতে গাইন আর বাজাতে বাজাতে বাইন হয়।আপনি ফরেক্স ট্রেড করতে করতেই একদিন দক্ষ ট্রেডার হবেন এটাই সাবাবিক।
ফরেক্স শিখাটা একটা প্রক্রিয়া বলা যায় । আর প্রক্রিয়া হলো কাজের ধারাবাহিক সমষ্টি । আপনি ফরেক্স শিখার জন্য অনেক বেশি ডিটারমাইনিং সেই পর্যায় থেকে শুরু করে আপনি অনেক বেশি ইনমপ্রুভ করবেন সেই লেবেল পর্যন্ত আপনাকে অনেক বেশি পরিমাণে ধৈর্য্যসহকারে পরিশ্রম করতে হবে । যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি পরিমাণে শিখতে পারবে । আর দক্ষতাটাই হলো ফরেক্স আয়ের ক্ষেত্রে মেইন ফ্যাক্টর ।
ফরেক্স এ লাভ ও লস দিয়ে ট্রেড করতে হয় এবং যখন আমরা লস খাই তখন তা সঠিক ভাবে বিশ্লেষন করি না এবং পূনরায় ট্রেড করতে শুরু করি কিন্ত আমরা যদি সঠিক ভাবে বিশ্লেষন করি এবং তা নোট করে সমাধান করার চেষ্টা করি তবে আমার ফরেক্স অব্যশই একজন সফল ট্রেডার হতে পারবো্
ফরেক্স মার্কেট এর গতিবিধি ১০০% বোঝা আসলে খুভ কষ্ট সাধ্য। সারা জীবন ফরেক্স মার্কেট এ কাজ করে গেলে ও এর গতিবিধি ১০০% বোঝা সম্বব না। তাই যার কাছেই শোনা হোক না কেন সে বলবে ভাল করে বুঝার চাষ্টা করছি । তবে আমরা যারা নিয়মিত ট্রেড করি তারা ফরেক্স এর গিতিবিধি মোটামুটি বুজতে পারি আর আমি ম্নে করি এই জ্ঞান নিয়ে কাজ করে গেলে আমরা সফল হব।
ব্যবসায় লাভ বা লস থাকেই। নিয়মিত ট্রেড করে লাভ করা সফল ট্রেডারদের কাজ। কিন্তু যারা প্রতিনিয়ত লস করছে তারা কি পারছে তাদের লস কমাতে। আমাদের লস করলে কস্টে অর্জিত টাকা হারাবো। প্রফিট করার কৌশল জানতে হবে। প্রয়োজনে কোর্স করতে হবে।
ফরেক্স ব্যবসা বুঝতে সত্যই অনেক অনেক সমায় ব্যয় করতে হয়।ফরেক্স মার্কেটে আসার পর থেকে লস ছাড়া লাভ করতে পারিনাই তারপরও ফরেক্স কে এখনো আমার কাছে সপ্ন কারন ফরেক্স শিখতে অনেক সময় লাগে এ ব্যবসা সত্যিকার অর্থে নিয়মতি করতে হয়।যে ট্রেডারগণ এই ব্যবসা নিয়মিত করবে সে অবশ্যই সফলকাম হতে বেশী সময় লাগবে না।সুতরাং আমরা এই ব্যবসা নিয়মিত করার চেষ্টা করব।
ফরেক্স কাজ করা আমি মনে করি এটা একটা চ্যালেঞ্জিং কাজ! ইচ্ছে করলেই যে কেউ এখানে সফল হতে পারেনা। তাই এখানে সম্পূর্ণ ভাবে কাজ করতে হলে দরকার অনেক অনেক ষ্টাডি করা আর মার্কেট এনালাইসিস করা। আমরা আসলেই এই মার্কেট সম্পর্কে এখনো ভাল ভাবে শিখতে পারি নি। আমাদের উচিৎ আরও সময় নিয়ে কাজ করা তাহলে ভাল করার আশা করা যায়।
আমরা ফরেক্সে ট্রেড করে এত ভাল প্রফিট রোজ আয় করছি এটি নিশ্চই অদক্ষতার বলে হচ্ছে না অবশ্যই এর পেছনে দক্ষতা এবং অভিজ্ঞতা কাজ করছে তা না হলে ভাল প্রফিট কখনই আমরা লাভ করতে পারতাম না।তবে হ্যা শত দক্ষতা এবং অভিজ্ঞতার ফরেও মাধ্যে মধ্যে আমাদের অধিক প্রফিটের লোভ আমাদেরকে লসের মুখে নিয়ে গিয়ে ফেলছে।
সত্যি ফরেক্স এ লোভের কোন স্থান নেই আমার মতে যে ট্রেডার লোভ করবে তার পতন ঘটবে। সে এই মার্কেটে টিকে থাকতে পারবে না। একজন ভাল ট্রেডার সে লোভ করবে না। সে তার আয়ের উপর সে সন্তুুষ্ট থাকবে। এটা তার একটা গুন।
সফল ও পেশাদার ফরেক্স ট্রেডার হতে হলে অনেক লস দিতে হয়,দীর্ঘ সময়ও ব্যায় করতে হয়-এটাই নিয়ম৷এর পরেও 95% ট্রেডার লস দিতে দিতে হারিয়ে যাবে আর বাকী মাত্র 5% ট্রেডারই এখানে টিকে থাকবে এবং প্রতিষ্ঠিত ট্রেডার হবে৷নিজেদেরকে প্রশ্ন করুন-আমরা কে কোন দলে আছি ? 95% লুজার ট্রেডারদের দলে না কী 5% প্রতিষ্ঠিত ট্রেডারদের দলে ?