-
ফরেক্স মার্কেট করতে যেমন সঠিক সিদ্ধন্ত নেওয়া উচিত তেমনি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একটি সঠিক ব্রোকার নির্বাচন করা উচিত। যে ব্রোকার গুলো ভাল করে ট্রেড করারা সু্যোগ সুবিধা দেয় এবং টাকা উত্তোলনের জন্য ভাল সুযোগ সুবিধা দিয়ে থাকে সেখনেই একাউন্ট করা ভাল।
-
আমি মনে করি যে, ফরেক্স ট্রেডিং করতে হবে ব্রোকারের আওতায়।যেহেতু আপনার পুজি ব্রোকারের আওতায় পরিচালিত হবে সেহেতু সেই ব্রোকার ভালো নাকি মন্দ নাকি স্ক্যাম এসব দিকগুলো জানতে হবে সর্বোপরি ভালো ব্রোকার নির্বাচনের চেষ্টা করতে হবে।ভালো ব্রোকার নির্বাচনের ক্ষেত্রে কতিপয় বিষয় বিবেচনায় করতে হবে যেমন - স্প্রেড,পেমেন্ট মেথড,রিকোটস কম না বেশি ইত্যাদি অনেক বিষয়ই বিবেচনা করতে হবে।
-
বর্তমান সময়ে ফরেক্স অনেক বেশি জনপ্রিয়তা লাভ করছে । যার কারণে এখানে কাজের পরিধিও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে । তাই ফরেক্স করতে হলে আমাদের সবারই সঠিক ব্রোকার নির্বাচন করতে হবে । একটা ভাল ব্রোকারের উপর অনেক কিছু নির্ভর করছে । আপনি যত বেশি মানসম্পন্ন ব্রোকার বাছাই করতে পারবেন তত বেশি আপনারই মঙ্গল হবে । কারণ একটা ভাল ব্রোকারের ভাল ট্রেড সুবিধা পাওয়া যায় । তাই ফরেক্স এর ক্ষেত্রে সঠিক ব্রোকার নির্বাচন করা ট্রেড এর একটা গুরুত্বপূর্ণ দিক ।কারন আপনি যদি ইনভেস্ট করে আয় না করতে পারেন অথবা টাকা উঠাতে না পারেন তাহলে ফরেক্স ট্রেডিং করে ভাল কি?তাই ভাল ব্রোকার নির্বাচন করুন আর প্রয়োজনে সিনিয়র ভায়েদের কাছ থেকে পরামর্শ নিন।
-
এটা সত্য যে ফরেক্স মার্কেট ট্রেড করার আগে আপনাকে অবশ্যই ভাল ব্রোকার নির্বাচন করতে হবে।ফরেক্স মার্কেট এখন নতুন নতুন অনেক ব্রোকার আছে তবে আমার কাছে ইনেস্টা ফরেক্স ভাল বলে মনে করি আমি সর্বপ্রথম ইন্সটা ফরেক্স ট্রেড করি এবং এখন ও করতেছি।তাই রিয়েল ইনভেস্ট করার আগে ভাল ব্রোকার বেচে নিন।
-
বর্তমানে ফরেক্সের প্রসার দিন দিন বেড়েই চলেছে। তরুন দের মাঝে ফরেক্স জনপ্রিয় হচ্ছে। এর কারন কম্পিউটার এবং নেট কানেকশন থাকলে ঘরে বসেই ফরেক্সে ট্রেড করা যায়। তবে ফরেক্সে ট্রেড করলে ভালো দেখে একটা ব্রোকার বেছে নিতে হবে। কারন ব্রোকারের মাঝেই অনেক কিছু নির্ভর করে। তাদের পেমেন্ট, স্প্রেড, ট্রেডিং বান্ধব পরিবেশ ইত্যাদি দেখে নিতে হবে।
-
এটা সত্য যে ফরেক্স মার্কেট ট্রেড করার আগে আপনাকে অবশ্যই ভাল ব্রোকার নির্বাচন করতে হবে।ফরেক্স মার্কেট এখন নতুন নতুন অনেক ব্রোকার আছে তবে আমার কাছে ইনেস্টা ফরেক্স ভাল বলে মনে করি আমি সর্বপ্রথম ইন্সটা ফরেক্স ট্রেড করি এবং এখন ও করতেছি।তাই রিয়েল ইনভেস্ট করার আগে ভাল ব্রোকার বেচে নিন।
-
ফরেক্স ব্যবসাটি যেহেতু একটি ব্রোকারের মাধ্যমে করতে হয় তাই একটি ভাল ব্রোকার নির্বাচন করা আবশ্যক যেখানে ক্যাপিটাল ইনভেস্ট করলে যাতে ক্যাপিটাল সুরক্ষিত থাকে এবং সেখান থেকে ভাল অফার পাওয়া যায় । যে ব্রোকার যত বেশী পপুলার তার সিকিউরিটি সিস্টেম এবং কাস্টমার সেটিসফেকশন রেট তত ভাল । তাই ব্রোকার নির্বাচনের সময় এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে ।
-
ব্রোকার -যে কোম্পানির সাথে আপনি একাউন্ট খুলবেন অর্থাৎ যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কারেন্সি মাকের্টে লেনদেন করে তাকে ব্রোকার বলে।২প্রকার ব্রোকার বেশী ব্যবহার করা হয়-ডিলিং ডেস্ক ব্রোকার এবং নো ডিলিং ব্রোকার। অনেক ব্রোকার আছে তবে তার মধ্যে থেকে আপনার সুবিধামতো ব্রোকার বেছে নিতে হবে।ভালো ব্রোকার খুজেঁ বের করা সহজ নয়।আর সঠিক
ব্রোকার নির্বাচনও ট্রেডিংযের অন্যতম একটি গুরুত্বপূর্ন কাজ। আপনি ব্রোকারের কাছ থেকে কিধরনের সার্ভিস পাবেন,কোন প্রকার সম্যা হরে আপনি ততক্ষনাত ব্রোকারের কাছ থেকে কিভাবে দ্রুত সমাধান পাবেন আদো ব্রোকার আপনাকে আন্তরিকতার সাথে সমাধান দিবে কিনা,ব্রোকার কেমন কমিশন আপনার কাছ থেকে প্রতি ট্রেডে নিবে ইত্যাদি বিষয় সমূহ ভাল ভাবে যাচাই বাচাই করে তার পরই ব্রোকার নির্বাচন করা উচিত বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে একটা ভাল ব্রোকার নির্বাচন করতে হয়। ভাল ব্রোকার নির্বাচন করতে প্রথমে দেখতে হয় ১ ব্রোকার রেগুলেটেট। ২ আমাদের দেশে সাপোর্ট সেন্টার আছে কিনা। ৩ স্পীড কমিশন কেমন কাটে। আরো ফনেক কিছু দেখে আমরা ব্রোকার নির্বাচন করি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক ব্রকার পাওয়া জায় তবে সব ব্রকারে ট্রেড করা ভাল না কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব সময় একটি ভাল ব্রকার দেখে ট্রেড করতে হবে তাহলে কন প্রকার সমসায় পরতে হবে না তাই খেয়াল রাখতে হবে ভাল একটি ব্রকার নিরবাচন করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ব্রকার জেন রেগুলিটেড ব্রকার হয় ।