-
আমার মতে একটি নির্দিষ্ট ট্রেডিং স্ট্রাটেজি থাকা উচিত যার দ্বারা ভালো করে সঠিক নিয়মে ট্রেড করা যেতে পারে। আমি সবসময়ই একটি নির্দিষ্ট রেশিওতে ও মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করার আগে ভালো করে এনালাইসিস করে ট্রেড করা। কাজের প্রতি সময় দিতে চাই না ।মুল কথা হল কাজের প্রতি আমরা যদি সময় না দিই থাহলে আমাদের জিবনে কন দিন সফলতা আসবে ন। ট্রেড নেওয়ার পূর্বে ট্রেড কতটা যুক্তি সংগত সেটা ভাবতে হবে।
-
শুরু করার পূর্বে প্রতিটা ট্রেড সম্পর্কে সঠিকভাবে স্টাডি করতে হবে । এবং প্রতিটা ট্রেডের প্রফিটের সম্ভাব্যতা জানতে হবে । কেননা আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা জানি যে এই মার্কেটে আন্দাজে ট্রেড কররে মুহূর্তেই একাউন্ট জিরো হয়ে যেতে পারে যে কোন মুহূর্তে । তাই সর্বদা নিজের একাউন্ট এর ব্যালেন্স সম্পর্কে সঠিক ও যথার্থ জ্ঞান করতে হবে । ফরেক্সে দক্ষতা ব্যাতিত উন্নতি অসম্ভব ।যখনই ট্রেড করি আমরা চাই যে আয় করি এবং তা প্রতিটা ট্রেড এ। প্রতিটা ট্রেড এ আমরা আয় করতে চাই। কিন্তু আমরা সেই চিন্তা করি না যে মার্কেট এ কোন পজিশন এ হিট করবে এবং ট্রেড শুরু হবে কখন এবং প্রাইজ মুভমেন্ট করবে কত পিপস এবং শেষ হবে কতটুকুতে। এগুলো আমরা না দেখেই ট্রেড করে বসি। এতে দেখা যায় যে সঠিক ট্রেড পরে না এতে আমরা সল করে থাকি। এছাড়া ট্রেড চলা কালিন যখন দেখি মার্কেট এ লাভের দিকে আসবেই কিন্তু এই চিন্তা করে করে দেখা যায় যে লস এর দিকে যাচ্ছে এবং একাউন্ট ব্যালেন্স এর জিরো দিকে চলে যাচ্ছে। আর এর জন্যই আমাদের একাউন্ট জিরো করে ফেলি এবং আমরা লস করে থাকি।
-
এরকম ভাবনার সম্মুখীন আমি ২/৩ বার হয়েছি। এবং দুবার আমার একাউন্ট জিরো ও হয়ে গেছে। আসলে ট্রেড করার সফলতা বেশিরভাগ সময়ই প্লানিং এর উপর নির্ভর করে। অতিরিক্ত রিস্ক নিলেই এরকম সমস্যার সম্মুখীন হতে হয় বার বার। আগে মানি ম্যানেজমেন্ট বুঝতাম না। তাই বার বার বিপর্যয়ের সন্মুখীন হতে হত। এখন আর এসব নিয়ে চিন্তা করতে হয় না। যাস্ট পিপ ইনকামের দিকে ফোকাস রাখি।আমি প্রথম ফরেক্সে এসে এমন ব্যপারের সম্মুক্ষীন হয়েছিলাম। ট্রেড করতে গিয়ে আমার একাউন্ট প্রায় জিরো হয়ে যাচ্ছে, আর একটা দুইটা ট্রেড লস খেলেই আমার একাউন্ট জিরো হবে। সেবার জিরো হয়েছিলোও। তারপরেও আরেকবার এমন ব্যপারের সম্মুক্ষীন হয়েছিলাম। সেবারও আমার একাউন্ট জিরো হয়েছিল। তবে লাস্ট টাইম আমি এমন পরিস্থিতি থেকে রিকভার করতে পেরেছিলাম।
-
বাংলাদেশে যুবক রা অনেক অলস অরা দাবি করে আমরা সব কাজ পারি অথচ কাজঙ্করতে গেলে কিছুই পারে না ।কাজের প্রতি সময় দিতে চাই না ।মুল কথা হল কাজের প্রতি আমরা যদি সময় না দিই থাহলে আমাদের জিবনে কন দিন সফলতা আসবে ন। কঠর কাজ এর জন্য জিবনে সফলতা আসে ।আমরা যখনই ট্রেড করি আমরা চাই যে আয় করি এবং তা প্রতিটা ট্রেড এ। প্রতিটা ট্রেড এ আমরা আয় করতে চাই। কিন্তু আমরা সেই চিন্তা করি না যে মার্কেট এ কোন পজিশন এ হিট করবে এবং ট্রেড শুরু হবে কখন এবং প্রাইজ মুভমেন্ট করবে কত পিপস এবং শেষ হবে কতটুকুতে। এগুলো আমরা না দেখেই ট্রেড করে বসি। এতে দেখা যায় যে সঠিক ট্রেড পরে না এতে আমরা সল করে থাকি। এছাড়া ট্রেড চলা কালিন যখন দেখি মার্কেট এ লাভের দিকে আসবেই কিন্তু এই চিন্তা করে করে দেখা যায় যে লস এর দিকে যাচ্ছে এবং একাউন্ট ব্যালেন্স এর জিরো দিকে চলে যাচ্ছে। আর এর জন্যই আমাদের একাউন্ট জিরো করে ফেলি এবং আমরা লস করে থাকি।
-
একটি ট্রেড শুরু করার আগে, চিন্তা করুন: বাজার বিশ্লেষণ করুন, ঝুঁকি মূল্যায়ন করুন, একটি কৌশল নির্ধারণ করুন, আর্থিক প্রভাব বিবেচনা করুন, আবেগ নিয়ন্ত্রণ করুন এবং বাজারের খবর সম্পর্কে অবগত থাকুন। চিন্তাশীল পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণের উন্নতি করে এবং ট্রেডিং ফলাফল উন্নত করে।