-
ভাগ্যে না থাকলে সবার কপালে সব কিছু জোটে না। আমাদের ভাগ্য পূর্ব নির্ধারিত। কেননা আল্লাহ বলেছেন তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুতেই বিরাজমান। তাই ভাগ্য আমাদের গলায় এসে ঝুলে পড়বে না। এটি আমাদের কর্মের সাথে জড়িত। প্রফিট সম্পূর্ণ আমাদের দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে।
-
প্রফিট করা ভাগ্যের ব্যাপার না। ফরেক্স থেকে ভালো প্রফিট করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং ফরেক্সে ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে হবে। ফরেক্স একটি ব্যবসা যেখানে লাভ ও লস ভাগ্যের উপর ছেড়ে দিলে তুমি ভুল করবে তুমাকে সব সময় সফল হওয়ার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।
-
না . তা হবে কেন। আপনি যদি মনে করেন প্রফিট করা ভাগ্যের ব্যপার তবে আমার মনে হয় এখনও সময় আছে ফরেক্স ছেড়ে দিয়ে আলুপটলের ব্যবসা করেন। এখানে আপনি এনালাইসিস করে মার্কেট সেন্টিমেন্ট যাচাই করে তার পরে সেল বা বাই দিচ্ছেন। এখানে যদি আপনি ভাবেন কয়েন এ টস করে বাই বা সেল করবেন তবে লস আপনার পিছু ছাড়বেনা লিখে রাখতে পারেন।
-
কথায় আছে ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে । আমি বিশ্বাস করি ভাগ্যে না থাকলে সবার কপালে সব কিছু জোটে না। আমাদের ভাগ্য পূর্ব নির্ধারিত। কেননা আল্লাহ বলেছেন তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুতেই বিরাজমান। তাই বলে আমাদের ভাগ্যের জন্য অপেক্ষা করা ঠিক হবেনা । সঠিক পরিকল্পনা আর অধ্যবসায় থাকলে দেখবেন ভাগ্য আপনার সহায় হবেনই হনশা আল্লাহ্ ।
-
প্রফিট করা ভাগ্যের ব্যাপার নয় সর্ম্পূণ দক্ষতার উপর । যে ট্রেডারের যত বেশী দক্ষতা অর্জন করতে পারে সে তত বেশী লাভবান হতে পারে । সুতরাং আমরা সর্বদা অভিজ্ঞতা অর্জন করব তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারব ।
-
ভাগ্য কখনো নিজে নিজেই বর্তায় না। কর্মের মাধ্যেমে তা আসে এবং ভাল কিছুও কর্মের মাধ্যমেই অর্জন করতে হয় । ভুল করে কোন কর্ম সাধন করলে তার ফল আপনার উপরই বর্তাবে । ভাল এবং মন্দের উপর নির্ভর করেই তা নির্ধারিত হবে । আর ফরেক্স মার্কেটে প্রফিট করাটা একটা স্কিল এর ব্যাপার । যেখানে ভাগ্য বলতে কিছু নেই ।
-
ফরেক্স এ প্রফিট মোটেই ভাগ্যের উপর নির্ভর করে না। হ্যা তবে ভাগ্য বলতে একটা কথা আছে। কিন্তু তার আগে আপনাকে ফরেক্স ভালো করে শিখতে আপনাকে ভালো এনালাইসিস করা জনাতে হবে। আপনি যদি ভালো এনালাসিস করতে পারেন তবে অবশ্যই ফরেক্স এ প্রফিট করতে পারবেন।
-
অনাকেই ফরেক্সকে গ্যাম্বলিং এর সাথে তুলনা করে থাকেন।ফরেক্স করা আর জুয়া খেলা নাকি এএক ককথা।কিন্তু আমার মতে ফরেক্স বিজনেস কোন গ্যাম্বলিং না।সব ধরনের এনালাইসিস করে ট্রেড করতে পারলে অবস্যই প্রফিট করা সম্বভ।
-
ফরেক্স বিজনেসে কোন কিছুই ভাগ্যের উপর নির্ভর করে না। এখানে সবকিছুই কৌশলের উপর নির্ভর করে। তাই ফরেক্স মার্কেটে সবকিছু যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। অভিজ্ঞতা,দক্ষতা,সফলতা কোন কিছুই ভাগ্যের উপর ভর করে আসে না। পরিশ্রম করে এসব কিছুই অর্জন করতে হয়। ঠিক তেমনি ফরেক্স মার্কেটে প্রফিট করতে হলে পরিশ্রম করতে হবে। ভাগ্যের উপর নির্ভর করে থাকলে কোনদিন প্রফিট করা যাবে না।
-
যারা ফরেক্স সমন্ধে না জেনেই ট্রেড করে তাদের জন্য প্রফিট ভাগ্যর ব্যাপার।। আর যারা ফরেক্স বুঝে বাজার আনালাইসিস করে ট্রেড সব সময় ঈ প্রফিট করে।।। কিন্ত কিছু কিছু সময় হয়ত লস হতে পারে যা সবার ঈ হয়।।।