-
যারাই ধর্জব্ন তারাই লাভবান. কারণ ফরেক্স মার্কেট অনেক সময় ই অস্থিতিশীল থাকে, এই সময় আমাদের মার্কেট এ লস খাওয়াটা স্বাভাবিক, এই লস খাবার পর, আমরা হতাশ হইয়ে পরি, কিন্তু ইটা মতেই উচিত না । অনেক বেশি অনুশীলনে নিজেকে নিয়োজিত করবেন। তার পরেও দেখা যায় অনেকেই ফরেক্সে নতুন অবস্হায় এসে অনেক বিষয় বুঝে উঠতে না পেরে লস করে এবং মার্কেট ছেড়ে চলে যায় আসলে আপনার ভিতর ধৈয্য যদি না থাকে তাহলে আপনি যতই দক্ষ হন না কেন আপনি এখানে টিকে থাকতে পারবেন না। তাই ফরেক্সে ভাল করতে হলে দক্ষতার সাথে সাথে অবশ্যই আপনাকে ধৈয্যশীল হতে হবে।
-
ধৈর্যশীল না হলে ফরেক্স মার্কেটে টিকে ঠাকা যায় না । কারন ফরেক্স মার্কেট ট্রেন্ড বোঝা খুব কঠিন । তাই বলি ফরেক্স ব্যবসা করতে আসলে আগে ধৈর্যশীল হতে হবে । যে ধৈর্যশীল না তার ফরেক্স ব্যবসা ছেড়ে দেওয়া উচিত । আমার অনেক ধৈর্য আছে তাই আমি ফরেক্স ব্যবসায় টিকে আছি এবং অনেক প্রফিট ও করে থাকি প্রতিদিন ।
-
ফরেক্স মার্কেটে ধৈর্যশীল হওয়ার মূল্য অনেক বেশি , যারা ফরেক্স মার্কেটে ধৈর্য ধরে কাজ করতে পারে তাদের জন্য ফরেক্স অনেক ভালো । ফরেক্স থেকে অনেক লাভ করা যায় বলে ফরেক্স সবাই কাজ করার জন্য আসে কিন্তু ফরেক্সে টিকে থাকতে পারে না । ফরেক্সে যে টিকে থাকতে পারবে সে অনেক লাভ করতে পারবে । ফরেক্সে টিকে থাকার জন্য ধৈর্য অনেক জরুরি । ধৈর্য ধরে কাজ করতে পারলে ফরেক্স থেকে অনেক লাভ করা যায় । ফরেক্সে টিকে থাকা টায় সব ।
-
ধৈর্য্যশীলতা এমন একটা মহান মানবিক গুণ যে কেউ চাইলেই হঠাৎ করে এ গুণ অর্জন করতে পারে না । আর ধৈর্য্যশীল হতে গেলেও অধ্যাবসায়ের প্রয়োজন হয় । কেননা ধৈয্য্ দিয়ে মানুষ অনেক কিছু জয় করতে পারে । যদি ধৈর্য্যর মুহুর্ত খুব বেশি কষ্টকর হলেও এর ফল দীর্ঘস্থায়ী । ফরেক্সে মার্কেটে বিশেষ করে নতুন ট্রেডাররা অনেক কষ্ট করতে হয় যে ধৈর্য্য ধরে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে সে বুঝে ধৈর্য্যর ফল মধুর চাইতেও মিষ্টি বেশি ।
-
বিপদেও ধৈর্য্য ধারন করা বুদ্ধিমনের কাজ।ফরেক্সে এসে প্রথম প্রথম অনেকে লস করে থাকে। এই অতি লসের কারনে অনেকে ফরেক্স ছেড়ে চলে যায়, ফরেক্সে টিকে থাকতে পারেনা। ধৈর্যহারা হয় বলেই পারেনা।কিন্তু এই ফরেক্স থেকেই অনেক আয় করা সম্ভব।আর তারাই এই আয় করতে পারে যারা ধৈর্য্য রাখতে পারে।
-
ধৈর্যশীল ফল যে কত আনন্দের এটা একমাএ তারাই বুঝতে পারে যারা ধৈর্যশীল হওয়ার পর তারা তাদের কাংকিত ফল পেয়েছে। ফরেক্স মাকেট এ ও আপনাকে ধৈর্যশীল হতে হবে। কারন এই মাকেট এ আপনি অনেক লস করবেন, আর এই লস কাটিয়ে উঠে লাভের মুখ দেখতে হলে আপনাকে অবশ্যই
ধৈর্যশীল হতে হবে। আর ধৈর্যশীল না হতে পারলে ফরেক্স দেশি দিন টিকে থাকতে পারবেন না।
-
ধৈয্য এমন একটা জিনিস যে আমরা যে কোন কিছু করতে গেলে তা আমাদের সফলতা এনে দেয়। ঠিক ফরেক্স এর ক্ষেত্রে ধৈয্য আর উত্তম। ফরেক্স থেকে আমাদের ভাল সফলতা পেতে হলে ধৈয্যের বিকল্প নেই। ফরেক্স এ লাভ করতে হলে আমাদের অনেকটা ধৈয্য ধরে থাকতে হয় এবং ধৈয্য ধরে কাজ করতে হয়। তাই ফরেক্স থেকে সাফলতা পেতে হলে ধৈয্য ধরে কা্জ করতে হবে।
-
ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ধোয্যশিল হতে হবে ।ধোয্য ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না। ফরেক্স থেকে দ্রুত অনেক টাকা আয় করতে হবে এই প্রবনতা থেকে বের হতে হবে।ফরেক্স এ কাজ করার জন্য জানার ও শেখার কোন বিক্লপ নায়। ফরেক্স এ বুজে শুনে কাজ করলে আপনি সফল হতে পারবেন বলে আমি মনে করি।
-
যেকোন ব্যাবসাতেই ধৈর্য্য অমূল্য যা সফলতার চাবিকাঠি।তেমনি ফরেক্স মার্কেট এ সফলতা পেতে হলে আপনাকে ধৈর্যশীল হয়ে খুব ভালো ভাবে এগোতে হবে । কেউ রাতা রাতি সফলতা অর্জন করতে পারে না । তাই আপনাকে ধৈর্যশীল হয়ে সঠিক ট্রেডিং করতে হবে । ফরেক্স মার্কেট এ লোভ এর বসে কখনো ভুল ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না । একটি ট্রেড এন্ট্রি নিতে হলে আপনাকে সঠিক এনালাইসিস করে ট্রেডটি এন্ট্রি নিতে হবে । তাই ধৈর্যশীল হয়ে আপনাকে ফরেক্স মার্কেট এ সফলতা অর্জন করতে হবে ।
-
ফরেক্সে ধৈর্য্যশীল হতে পারাটা অমূল্য । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারি । আর যে ব্যাক্তি যত বেশি পরিমাণে ট্রেড করবে সে তত বেশি পরিমাণে এগিয়ে যেতে পারবে । এর মধ্য হয়ত অনেক লস করতে পারে তথাপি লসকে মেনে নিয়েই আমাদের ট্রেডিং এর সাথে লেগে থাকতে হবে । লেগে থাকা মানেই ধৈর্য্যর সাথে এগিয়ে যাওয়া ।