চার ঘন্টার লাইমফ্রেম অবশ্যই ভাল তবে সেটি লং টাইমফ্রেম আর লং টাইফ্রেমে ট্রেড করলে ঝুকি কিছুটা কম থাকে। তবে আমি মনে করি নতুন ফরেক্স ট্রেডারদের অবশ্যই এই ধরনের টাইফ্রেমে ট্রেড করা উচিত তাতে করে লসের ভয় অনেকাংশেই লাঘব করা যায়।
Printable View
চার ঘন্টার লাইমফ্রেম অবশ্যই ভাল তবে সেটি লং টাইমফ্রেম আর লং টাইফ্রেমে ট্রেড করলে ঝুকি কিছুটা কম থাকে। তবে আমি মনে করি নতুন ফরেক্স ট্রেডারদের অবশ্যই এই ধরনের টাইফ্রেমে ট্রেড করা উচিত তাতে করে লসের ভয় অনেকাংশেই লাঘব করা যায়।
ট্রেড করার জন্য আমরা বিভিন্ন ধরনের টাইমফ্রেম ব্যবহার করে থাকি। একেকজন একেক ধরনের টাইম ফ্রেম ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করে। টাইমফ্রেমের মাধ্যমে নির্দিষ্ট সময় গুলোতে কি পরিমান মার্কেট উঠেছিল এবং কী পরিমান নেমেছিল তার সম্পর্কে গাণিতিক সঠিক চার্ট তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়।
আমি এইচ ফোর ব্যবহার করে থাকি। আমার মতো এমন অনেকেই রয়েছে যারা এই এইচ ফোর টাইমফ্রেম ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছে। এই টাইমফ্রেমের মাধ্যমে লং টাইমের জন্য সবচাইতে পারফেক্ট টাইম ফ্রেম।
নতুন কিংবা পুরানো এটি বিষয় নয় প্রত্যেকটি মানুষ টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেড করে থাকেন এবং একেকজন একেক টাইমফ্রেম নিয়ে সন্তুষ্ট তাই নতুন কিংবা পুরনো এই বিষয়টির সাথে টাইম ফ্রেম সম্পর্ক আছে কিনা তা আমার অজানা কিন্তু আমি বলতে পারি সকল ট্রেডারদের উচিত h-one কিংবা h4 টাইমফ্রেম ব্যবহার করে ট্রেডিং করা উচিত কারণ এটি মার্কেটকে খুব ভালোভাবে ইন্ডিকেট করে এবং অনেক কিছু বুঝতে সহায়তা করে
নতুন ট্রেডারদের অবশ্যই ছোট টাইমফ্রেম ইউজ করা উচিৎ। সেক্ষেত্রে ৪ ঘন্টার টাইমফ্রেম হলেই ভালো হয়। নতুনদের লং টাইমফ্রেম ব্যবহার না করাই ভালো। তবে ভালো করে বুঝতে হলে আমি বলবো সব ধরনের টাইমফ্রেম এনালাইসিস করে দেখা যেতে পারে। ১ ঘন্ট, ৪ ঘন্টা, দিন, সপ্তাহ এমনকি মাসের টাইমফ্রেম ফলো করা যেতে পারে। এটা নির্ভর করে আপনার ট্রেডিং স্ট্রাটেজি কতোটা স্ট্রং। আপনার ট্রেডিং স্ট্রাটেজি যত স্ট্রং হবে আপনি ততো লং টাইমফ্রেম ইউজ করতে পারেন।
ফরেক্সে একজন নতুন ট্রেডার, একটা পাখির বাচ্চার মতোই, যে কিনা এখনো ঠিকমতো উড়তে শিখেনি।তাই সব সময় একজন নতুন ট্রেডারের প্রাথমিক অবস্থায় ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি ডেমো ট্রেডিং এবং ফোরাম ফলো করতে হবে।একজন নতুন ট্রেডার এর ক্যাপিটাল এবং অভিজ্ঞতা খুবই কম থাকে। তাই তার উচিত স্বল্প দৈর্ঘ্যের টাইমফ্রেমে অর্থাৎ 1 মিনিট থেকে 30 মিনিটের টাইম ফ্রেমে কাজ করা। এছাড়া লংটাইম ফ্রেমে কাজ করলে, 1 ঘন্টা থেকে 4 ঘন্টার যেকোন টাইমফ্রেমেই কাজ করতে পারে।
আপনার পোস্টের হেডলাইন দেখে প্রথমে বুঝিনি। পোস্ট দেখে পরে বুঝলাম কি বলার চেষ্টা করেছেন। আসলে প্রথম প্রথম ফরেক্সে এসে নতুন ট্রেডাররা অনেক ধরনের সমস্যায় পড়েন। তারা ঠিক বুঝতে পারেন না কোন ধরনের টাইম ফ্রেম ব্যবহার করবেন। একারনে তারা আবার লসও করে থাকেন। আমি মনে করি নতুন দের ছোট টাইমফ্রেমই ব্যবহার করা উচিত
স্ক্যাল্পিং করার জন্য বেশি বেশি করে ছোট টাইমফ্রেম নিয়ে এনালাইসিস করতে হবে । আর নিশ্চিত হবার জন্য আপনাকে লং টাইম্ফ্রেম এর দিকেও খেয়াল রাখতে হবে । আমি সাধারনত একটু লং ট্রেড করি তাই আমাকে ৪ ঘন্টা , দিন, সপ্তাহ , মাস সব টাইমফ্রেমের দিকে নজর রাখতে হয় । সব ধরনের ট্রেডিং পদ্ধতির জন্য সব রকম টােইম ফ্রেম উপযুক্ত নয় । এক এক ধরনের ট্রেডিং স্ট্রাটিজির জন্য এক এক ধরনের টাইমফ্রেম।
ট্রেড করা জন্য টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয়। ১ মিনিট অথবা ৫ মিনিট টাইম ফ্রেমে ট্রেড করা জন্য উপযুক্ত নয় তবে স্ক্যাল্পিং এর জন্য এই টাইম ব্যবহার করা ভাল। লং টাইম ট্রেড করতে চাইলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম ব্যবহার করাই উত্তম বলে আমার মনে হয়। এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয় । যারা অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার তারা সাধারণত লং টাইম ফ্রেম ব্যবহার করে থাকে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে টাইম ফ্রেম দেথে ট্রেড করতে হয় কারন ফরেক্স এনালাইসিস করি বিভিন্ন টাইম ফ্রেম দেখে । আমার কাছে এক ঘন্টা ও ডেইলি টাইস ফ্রেম দেখে ডেমো প্রেকটিস করি । মাঝে মাঝে অন্য টাইম ফ্রেম দেখি এনালাইসিস করি । কখন কোন টাইম ফ্রেম কাজে আসে সেটা আমার জানা নেই আপনাদের পরামর্শ চাই । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে টাইম ফ্রেম দেথে ট্রেড করতে হয় কারন ফরেক্স এনালাইসিস করি বিভিন্ন টাইম ফ্রেম দেখে । আমার কাছে এক ঘন্টা ও ডেইলি টাইস ফ্রেম দেখে ডেমো প্রেকটিস করি । মাঝে মাঝে অন্য টাইম ফ্রেম দেখি এনালাইসিস করি । কখন কোন টাইম ফ্রেম কাজে আসে সেটা আমার জানা নেই আপনাদের পরামর্শ চাই ।
আপনার পোস্টের হেডলাইন দেখে প্রথমে বুঝিনি। পোস্ট দেখে পরে বুঝলাম কি বলার চেষ্টা করেছেন। আসলে প্রথম প্রথম ফরেক্সে এসে নতুন ট্রেডাররা অনেক ধরনের সমস্যায় পড়েন। তারা ঠিক বুঝতে পারেন না কোন ধরনের টাইম ফ্রেম ব্যবহার করবেন। একারনে তারা আবার লসও করে থাকেন। আমি মনে করি নতুন দের ছোট টাইমফ্রেমই ব্যবহার করা উচিত।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।