আপনি মনে করেন একটা ট্রেড নিতে যাবেন এই মুহূর্তে, তো মার্কেট কে এক ঝলক দেখে আপনি মনে মনে একটা ধারনা করলেন যে সবকিছু ওকে আছে কিন্তু মার্কেটটা একটু ভোলেটাইল মনে হচ্ছে তাই এখন ট্রেডে যাওয়া ঠিক হবে না । এটাকেই বলে মার্কেট সেন্টিমেন্ট । মার্কেটে ট্রেডারগণ যখন ক্রয় করেন তখন স্বাভাবিকভাবেই price ঊর্ধ্বগতিতে মুভ করতে থাকে ৷ আর যদি তারা বিক্রয় করতে থাকেন তখন price নিম্নগতিতে মুভ করবে ৷ ক্যান্ডেলগুলোই হচ্ছে মূলত price মুভমেন্টের এর বহিঃপ্রকাশ ৷ এই ক্যান্ডেলগুলিই মার্কেটে ট্রেডিং সেন্টিমেন্ট তৈরি করছে ৷