ফরেক্স মার্কেট যত জটীল সিস্টেম এ ট্রেড করবেন ততই আপনি ট্রেড ডিসিশনে ভুগবেন। এ সমস্যা এরাতে আপনাকে ক্লিন চার্টে ট্রেড করা উচিত। কারন ইন্ডিকেটর ব্যবহার করবেন ততই ভালো। ফ্রেশ চার্টে যে সিগ্নাল পাবেন তা জটিল সিস্টেম এ আপানাকে আরো জটিল করে দিবে।
Printable View
ফরেক্স মার্কেট যত জটীল সিস্টেম এ ট্রেড করবেন ততই আপনি ট্রেড ডিসিশনে ভুগবেন। এ সমস্যা এরাতে আপনাকে ক্লিন চার্টে ট্রেড করা উচিত। কারন ইন্ডিকেটর ব্যবহার করবেন ততই ভালো। ফ্রেশ চার্টে যে সিগ্নাল পাবেন তা জটিল সিস্টেম এ আপানাকে আরো জটিল করে দিবে।
ফরেক্স মার্কেট এ জটিল সিস্টেম এ কখনোই ট্রেড করা উচিত না। কারন আপনি যদি একাধিক ইন্ডিকেটর চার্ট এ রাখেন তাহলে আপনাকে বিভিন্ন সিগ্নাল দিবে। ফরেক্স এ জটিল সিস্টেম মানে একাউন্ট এ লস করা ছারা আর কিছুই না। তাই চার্ট যত সহজ এবং সাধারন রাখা যায়।
ভাই আপনি একদম সঠিক কথাই বলেছেন । আমরাই আমাদের সিস্টেমকে জটিল বানিয়ে সেই জটিল সিস্টেমে ট্রেড করছি বলে সর্বত্র এবং কখনোবা সর্বহারা হয়ে পড়ছি । আমাদের জ্ঞানের স্বল্পতার কারনে আমরা আমাদের নিজস্ব একটা সিস্টেমের ভেতরে বিভিন্ন ইন্ডিকেটর ঢুকিয়ে দিয়ে সঠিক কনর্ফারমেশন না পেয়ে জটিল কনফিউশনে ভুগছি, আর এটাই মূলত ভবিষ্যতে আমাদের ক্ষতির দিকে নিয়ে যেতে পারে । সুতারং একটা সহজ সিস্টেম নিয়ে, সেটাকেই ডেবলাভ করে কাজ করা সবচেয়ে ভাল ও বুদ্ধিমানের পরিচয় ।
আসলে ফরেক্সটা এরকমই যে প্রথম দিকে শুধু ইন্ডিকেটর নিয়ে কাজ করতে গিয়ে এরকম হয় প্রায় সব রকম ইন্ডিকেটর ব্যাবহার করে সিগন্যাল পাওয়ার চেষ্টা করি ফলে শুধু লস হয়। যতদিন ফরেক্স এর ব্যপারে জ্ঞান না আসবে ততদিন এরকমটাই চলে তবে এটা সাধারনত ৬মাস থেকে ১ বছর হয়। আমাদের ধৈর্য্য ধরে একটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে। তবে একটা গুরুত্ব পূর্ন ব্যপার হলে চার্ট বুঝতে হবে এবং চার্টের ক্যান্ডেলস্টীক বোঝার চেষ্টা করতে হবে। যেকোন সিস্টেম অন্তত ৬মাস ব্যবহার করতে হবে তাহলে এটার গুনাগুন বুঝতে পারবেন।
আসলে আমরা যারা ট্রেডিং করি তারা সবাই এক প্লাটফ্রমে ট্রেড করলেও আমাদের ট্রেডিং স্টাইল থাকে সম্পুর্ণ ভিন্ন । কেননা আমরা সবাই একেকজন একেক ধরনের জ্ঞানের ভিত্তিতে নিজেদের স্ট্রাটেজি তৈরি করি । তবে আমাদের তৈরীকৃত কৈশল যেন আমাদের বোধগম্য হয় সে খেয়াল অবশ্যই রাখতে হবে । কেননা এর মাধ্যমেই মুলত আমরা নিজেদেরকে ভাল স্থানে প্রতিষ্টিত করতে পারব ।
হ্যা ভাই আপনি একদম খাঁটি একটা কথা তুলে ধরেছেন। এরকম অনেক ট্রেডারই আছেন যারা কি না তাদের সফলতার জন্য নিজেদের ট্রেডিং সিস্টেমকে বিভিন্ন ইন্ডিকেটর দ্বারা অনেকটা জটিল বানিয়ে ফেলেছেন। তাই আমি তাদের উদ্দেশ্যে এতটুকুই শেয়ার করতে চাই, ভাই আপনি যদি মার্কেটের গভীরে প্রবেশ করেন এবং একটু ঠান্ডা মাথায় চিন্তা-ভাবনা করে কাজ করেন তাহলে দু- একটা ইন্ডিকেটর নিয়েই বেশ ভালভাবে ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন।
ট্রেডিং সিস্টেম যত সহজ রাখা যাবে তত ভালো। বেশি জটিল করে ফেললে দেখা যাবে ট্রেড নিতে সমস্যা হবে। অনেকের চার্ট দেখে তো মূল মার্কেটই দেখা যায় না। mt4 এর দু একটা ডিফল্ট ইনডিকেটর দিয়েই ভালোভাবে ট্রেড করা সম্ভব।
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা সবাই এক প্লাটফ্রমে ট্রেড করলেও আমাদের ট্রেডিং স্টাইল থাকে সম্পুর্ণ ভিন্ন । কেননা আমরা সবাই একেকজন একেক ধরনের জ্ঞানের ভিত্তিতে নিজেদের স্ট্রাটেজি তৈরি করি । তবে আমাদের তৈরীকৃত কৈশল যেন আমাদের বোধগম্য হয় সে খেয়াল অবশ্যই রাখতে হবে । কেননা এর মাধ্যমেই মুলত আমরা নিজেদেরকে ভাল স্থানে প্রতিষ্টিত করতে পারবো।
আসলে আমরা যারা ট্রেডিং করি তারা সবাই এক প্লাটফ্রমে ট্রেড করলেও আমাদের ট্রেডিং স্টাইল থাকে সম্পুর্ণ ভিন্ন । কেননা আমরা সবাই একেকজন একেক ধরনের জ্ঞানের ভিত্তিতে নিজেদের স্ট্রাটেজি তৈরি করি । তবে আমাদের তৈরীকৃত কৈশল যেন আমাদের বোধগম্য হয় সে খেয়াল অবশ্যই রাখতে হবে । কেননা এর মাধ্যমেই মুলত আমরা নিজেদেরকে ভাল স্থানে প্রতিষ্টিত করতে পারব ।
জটিলতা আমাদের জীবন ব্যবস্থা কে আরো জটিল করে তোলে। একই জিনিস আমাদের ফরেক্সের ক্ষেত্রেও মেনে চলা উচিত। ফরেক্সে ট্রেড নিতে গিয়ে আমরা অনেক সময় জটিল করে ফেলি। কিন্তু এর ফলে আমরা অনেক লসও খাই। তাই অবশ্যই আমাদের ট্রেডিং এ জটিলতা পরিহার করতে হবে।