-
ফরেক্স মার্কেটে যারা অভার রিস্ক নিয়ে ট্রেডিং করে আসছে তাদের একাউন্ট বেশির ভাগ জিরো হয়ে গেছে,তাই ভাল ভাবে ট্রেডিং করার সময় আমরা আমাদের ডিপোজিটের ১০ % রিস্ক নিয়ে ট্রেডিং করতে হবে,যদি আমরা অভার রিস্ক নিয়ে ট্রেডিং করে থাকি তাহলে মার্কেট আমাদের ট্রেডের বিপরীত গেলে একাউন্ট টিকে থাকেনা।
-
ফরেক্সে ট্রেড করার সময় কখন ওই অভার রিস্ক নেওয়া উচিত না। ট্রেড করার সময় সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত। ট্রেড এর লট সেট আপ দিতে হবে এমন ভাবে যাতে করে যদি সেই ট্রেড থেকে লাভ ও না আসে তবে খেয়াল রাখতে হবে যে সেই ট্রেড টা যেন খুব বেশি লস এর দিকে না যায়। একজন দক্ষ ট্রেডার কখন ও বেশি রিস্ক নিয়ে কাজ করে না।
-
আমিও আপনার সাথে একমত বেশি ওভার রিস্ক নিয়ে ট্রেড করা কখনোই উচিৎ নয় কারন হিতে বিপরিত হয়ে যাবার সম্ভাবনা থাকে তাই ট্রেড করার আগে ভেবেচিন্তে ট্রেডের ভলিওম সেট করা উচিৎ। আমার কাছে মনে হয় ফরেক্সে ওভার রাস্ক নেওয়াটা বোকামি ছারা আর কিছু নয়। তাই সবসময় ভেবেচিন্তে ট্রেড করুন।
-
ফরেক্স মার্কেটে যারা অভার রিস্কি নেই তারা বেশি ক্ষতি গ্রস্ত হয়। তাই আমাদের কে অতিরিক্ত জুকি না নিয়ে ট্রেড করতে হবে।। মানি মেনেজমেন মেনে ট্রেড করলে একাউন্ট জিরো হবেনা।। ফরেক্স সম্পর্কে আমাদের কে সব সময় আপডেট পড়া লেখা করতে হবে তাহলে ফরেক্স নিয়ে আমরা স্ আইডিয়া রাখতে পারব।
-
ফরেক্স ট্রেড নয় সকল ব্যবসা তেই রিস্ক কম বেশি নিতে হবে তাই বলে ফরেক্স ট্রেডিংয়ে আপনার ট্রেডিং এমন হওয়া ঠিক না যাতে করে আপনাকে ওভার রিস্ক বহন করতে হয়।কারন ওভার রিস্ক নিলে মার্কেট মুভমেন্টে আপনার ট্রেডের প্রতিকূলে চলে গেলেই আপনাকে মার্কেট থেকে একাউন্ট জির করে বিদায় নিতে হতে পারে ।তাই আমি মনে করি ফরেক্স এ ট্রেডিংয়ে এ ওভার রিস্ক পরিহার করে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আপনার ঠিক করে নিতে হবে যে ট্রেড করে যদি ঐ ট্রেড আপনার বিপক্ষে যাই তাহলে আপনার এমন একতা এমাউন্ট সেট করা উচিত যা আপনার ব্যলেস্নকে ক্ষতি না করতে পারে।আপনার ব্যলেস্ন অনুযায়ী একটি ট্রেডে সর্বোচ্চ রিস্ক নিতে পারেন ৫%।
-
অতি মানেই ক্ষতি । কোন কিছুই অতি ভালো না । যে যত বেশি পরিমাণে ট্রেড করবে সে তত বেশি পরিমাণে লাভবান হতে পারবে । ফরেক্সে ট্রেডিং আমরা অবশ্যিই রিস্ক ব্যাতিরেক ব্যবসা করতে পারি না । আমাদের রিস্ক নিতেই হয় । তবে রিস্কটা হতে হবে পরিমিত । অতিরিক্ত রিস্ক আবার অতি কম পরিমাণে রিস্ক কোনটাই ভালো না । অাপনি যত বেশি পরিমাণে কৈশলগতভাবে ট্রেড করবেন তত বেশি পরিমাণে সফল হবেন ।
-
অভার ট্রেডের কারনে অধিকাংশ সময় লস হয়ে যায় দু একবার প্রফিট হলেও তা কাক্তালিয় ভাবে হয়ে যায় তাই অভার ট্রেড করে নিজের ক্ষতি না করাই ভালো।তাছাড়া অভার রিস্ক এর কারনে আমাদের একাউন্ট বেশির ভাগ সময় জরো হয়ে যায়।তাই অভার রিশক না নিয়ে এনালিসিস করে ভালো ভাবে মার্কেট বুঝে ট্রেড করতে হবে।
-
আপনি যখনি ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করবেন তখন থেকে আপনাকে মাথায় রাখতে হবে যে, আপনি যখন মার্কেটে কাজ করবেন তখন আতিরিক্ত রিক্স নেওয়া যাবে না । কারন ফরেক্স মার্কেট একটি কঠিন ব্যবসা এখানে যদি আপনি রিক্স নিয়ে কাজ করেন আপনার অনেক ক্ষতি হবে কখনো এই মার্কেটে বেশি রিক্স নিয়ে কাজ করা যাবে না । সবোচ্চ আপনি ১% থেকে ৩% রিক্স নেয়া যাবে যদি আপনি ভাল ট্রেডার হয়ে থাকেন ।
-
আমার মতে আপনি অতিরিক্ত ঝুকি নেওয়ার কারণে আপনার একাউন্ট জিরো হয়ে গেলে আগামীকাল কি দিয়ে ট্রেড করবেন। ঝুকি নেওয়ার আগে বুজে দেখেন এখানে কতটা প্রফিট করতে পারবেন। কারণ অযথা লস করার কোন মানে হয় না।