-
আমি বলবো এরকম কনফিউজিং সময়ে ট্রেড না করে রিলাক্স হয়ে বসে মার্কেটের খেলা দেখুন। কারণ পকেটের টাকা লস করার কোন মানে হয় না যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। কারণ ট্রেড করতেই হবে এমন কোন কথা নেই। যদি প্রপার কোন সেট আপ না পান তবে ট্রেড এ এন্ট্রি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অবশ্য টাকা আপনার যদি লস করতে চান তবে কার কি বলার থাকতে পারে।
-
আসলে আমি মনে করি কেউ ফরেক্স মার্কেটে লস করতে চায় না কারন ফরেক্স মার্কেটে সবাই নিজের টাকা ইনভেস্ট করে কিছু পাবার আসায় আর আমিও ফরেক্স মার্কেটে ইনভেস্ট করেছি লাভের আশায়। তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে জেনে শুনে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মাকের্টে ট্রেড করতে হলে আপনাকে সঠিক সময়ে ট্রেড করতে হবে যখন আপনি মার্কেট ভাল ভাবে বুঝতে পারবেন।কনফিউজিং সময়ে ট্রেড না করে রিলাক্স হয়ে বসে মার্কেটের খেলা দেখুন। কারন অযথা টাকা লস করার কোন মানে হয় না যেখানে মার্কেট আরো সুযোগ দেবে। তাই এরকম সময়ে ট্রেড করা থেকে বিরত থাকুন। এবং সুযোগের অপেক্ষা করুন ।
-
মার্কেট এনালাইসেস করে যদি দেখা যায় যে এখন ট্রেড দিলে লস হবে তখন ট্রেড দেয়া উচিত হবে না । কারন ট্রেড করা বড় কঅথা নয় প্রফিটা হলো আসঅল কথা । এই জন্ন সব সময় প্রফিটের কথা মাথায় রাখতে হবে ।
-
ট্রেড করতে চান নাকি লস করতে চান ? মার্কেটের অবস্থা যদি এমন হয় যে ট্রেড করলেই আনাকে লস করতে হবে, তাহলে আপনে কি করবেন ?
কোন মানুষ চায় না তার ট্রেড লস করতে। এবং আমি মনে করি ফরেক্স ট্রেড লাভ লস উভাই।ফরেক্স মার্কেট সবাই লাভ এর আসাই আসে। এবং আমার দারনা মতে কনফিউজিং সময়ে ট্রেড না করা উতম কাজ। এবং জকন দেকবেন আপনার প্রফিট এর সময় তকন আপনি ট্রেড করবেন। আমি ছায় না
-
আমি কি করতে চাই ? আমি ফরেক্স ব্যবসা করতে চাই । কারন কারো অধিনে থাকা আমার পছন্দ না । আমি জব করি । কিন্তু বসের হুকুম পালন করা আমার পছন্দ নয় । তাই তো আমি ফরেক্স ব্যবস্কে এতো আকড়ে ধরেছি । আমার ইচ্ছা আমি সারা জীবন ফরেক্স ব্যবসা করবো ও আয় করে আমার সংসার চালাবো । আসা করি আমি তা করতে পারবো ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গেলে মাঝে মাঝে লস হবে,তাই লস হলে ভেঙ্গে না পরে মার্কেট এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করলে লস রিকভার হয়ে যাবে,এ জন্য ফরেক্স মার্কেট নিউজ দেখে,এনালাইসিস করে ফরে ট্রেডের সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা।
-
ফরেক্স মার্কেটে সবার একটি লক্ষ্য থাকে যে প্রফিটেবল ট্রেডের মাধ্যমে লাভ করা।ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার নেই যে চায় লস করতে।আসলে আমরা সবাই ফরেক্স মার্কেট থেকে অর্থ ইনকাম করতে চাই।যদি ফরেক্স মার্কেটের এমন আবস্থা থাকে যে আমি বুঝতে পারছিনা যে মার্কেট আপ হবে না ডাউন হবে এ অবস্থায় আমি ট্রেড করা বন্ধ রাখি।যখন দেখি মার্কেটের আবস্থা ভালো আছে তখন বুঝেশুনে এনালাইসিস করে ট্রেড করে থাকি।
-
ভাই লস হওয়া কেউ চায় না। এমনকি আপনি নিজে ও না। যদি আপনি এমন কনফিউজিং পরে যান তাহলে আমি বলব ট্রেড না করার জন্য। কিন্ত মাকেট তো এক দিকে না একদিকে তো যাবেই। আপনি যদি মনে করে এখন বাই দিলে লস হবে তাহলে সেল দেন লাভ হবে। আমি যতটুকু জানি ফরেক্স এ লাভ নাকি টেকনিক ছাড়া হয় না।
-
আমিতো ফরেক্সে এসেছি কিছু টাকা আয় করতে অর্থাৎ ট্রেড করে লাভ করতে , লস করতে নয় । আমি ফরেক্সে ট্রেড করে লাভ করতে চায় । আমি ফরেক্সে ট্রেড করি মার্কেট এনালাইসিসের মাধ্যমে । মার্কেট এনালাইসিসের মাধ্যমে ফরেক্সে ট্রেড করলে সেই ট্রেড থেকে ভাল লাভ করা যায় । ফরেক্সে কাজের মূল উদ্দেশ্য হলো এখান থেকে টাকা আয় করা । ফরেক্সে অনেকে পার্ট টাইম কাজ করে আবার অনেকে প্রফেশনাল বা ফুল টাইম জব হিসাবেও কাজ করে ।