-
ফরেক্স মার্কেটে লসকে যদি রিকভার করতে চান তাহলে আগে লসের কারন খুজে বের করার চেষ্টা করুন কারন চিন্হিত হলে তা শুধরে নিয়ে তা থেকে শিক্ষা গ্রহন করুন যেন পরবর্তিতে এই রকম ভুলের কারনে লস গুনতে না হয়। আর লসকে রিকভার করতে সবসময় জটিল ট্রেড থেকে নিজেকে দূরে রাখবেন।
-
ফরেক্স এক টি অনেক রিস্কক্সি বিজনেস। এখানে একবার লস হইয়ে গেলে রিকভার করাতা অনেক কথিন হই। তাই আল্ল টাইম লক্ষ রাক্তে হবে জেন অতিরিক্ত লস না হই। অল্প লস রিকভার করা জেতে পারে কিন্তু বেশি লস রিকভার করা অনেক কঠিন।
-
আমি একজন নতুন ট্রেডার। আমি ডেমোতে ট্রেড করি। আমি ডেমোতে ট্রেড করে যেটা বুজেছি সেটা শেয়ার করছি আপনাদের কাছে। আপনারা চাইলে ছোট ছোট লটে ট্রেড করতে পারেন। আমি তাই করি। আপনারা আপ্নাকের ট্রেড অ্যাকাউন্ট সবগুল একসাথে না ওপেন করে একটা একটা করে ওপেন করতে পারেন। আপনার সবগুল অ্যাকাউন্ট ওপেন থাকলে আপনার মার্জিন ভ্যালু কমে যাই এবং আপনার লস হতে থাকে।
-
আপনার মুল সমস্যা হলো আপনি মারকেট এনালাইসেস করায় ভুল করেন । আপনার উচিত কিছুদিন ট্রেড বন্ধ রেখে একজন ভাল ট্রেডার অথবা গুগলে সারচ দিয়ে ফরেক্সের নিওয়ম বের করে সেখান থেকে মারকেট এনালাইসেস এর নিওয়ম ভালভাবে শিখতে হবে ।
-
ফরেক্স তো একটা ব্যবসা তাই এখানে লাভ ও লস ও থাকবেই । কিন্তু যে লস বেশি করে সে লসার ট্রেডার আর যে বেশি প্রফিট করে সে তো লালে লাল । আমি মনে করি লস হলে আমাদের ভেংগে পড়া ঠিক না । কারন আমাদের আবার ইনভেস্ট করে আবার মন থেকে এনেলাইসিস করে ট্রেড করে লস রিকভার করার চেষ্টা করতে হবে । তাহলে ফরেক্স মার্কেট থেকে লস রিকভার করা খুব সহজ হবে ।
-
ফরেক্স মার্কেট এ আপনি যদি ট্রেড করতে চান তাহলে আপনাকে লাভ ও লস এর সাথে মোকাবিলা করতে হবেই।যখন দেকছেন মার্কেটে শুধু লস হচ্ছে তা এনালাইসিস করে লসের কারন গুলো খুজে বের করুন এবং নেক্সটে যেন এই লসের সম্ভনাই না পরেন।
-
টাকা লস হলে কি আর ফিরে পাওয়া যায়। যদি ফরেক্স মার্কেটে আপনি লস খান তবে আপনাকে আবার নতুন করে টাকা ইনভেষ্ট করে কাজ শুরু করতে হবে। আবার ট্রেড করে প্রফিট করে আপনার লসকে রিকোভেরি করতে হবে। এটাই একমাত্র পথ।
-
আমরা লসকে ধৈর্য্যের সাথে রিকভার করব । যে এই ব্যবসা ধৈর্য্যের সাথে করতে পারবে সে অবশ্যই এই লসকে রিকভার করতে পারবে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা ও ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
ফরেক্স ট্রেডারের লস করার প্রধান কারন হল ঠিক ভাবে মার্কেট এনালাইসিস না করা কারন আপনি যদি মার্কেট ঠিকভাবে এনালাইসিস না করতে পারেন তাহলে লস বহন করতে হবেই।মার্কেটের মুভমেন্ট সম্পর্কে পরিষ্কার ধারনা রাখতে হবে।আর তাও যদি লস যাই তাহলে রিকভার করা করা জন্য কখনো বেশি লটে ট্রেড করা যাবে না।যে ট্রেডে লস গিয়েছে সেই ট্রেডকে নিয়ে আবার এনালাইসিস করতে হবে যদি দেখেন মার্কেট আপনার পক্ষে আস্তে পারে তাহলে একতূ অপেক্ষা করবেন আর যদি মনে হয় মার্কেট আপনার বিপরীতে যাচ্ছে তাহলে ট্রেড ক্লোজ করতে হবে।
-
ফরেক্স থেকে আপনি অবশ্যই বেশি আয় করতে পারবেন আর তার জন্য অাপনাকে অবশ্যই কিছু ট্রেডিং কেৌশল ভাল ভাবে আয়েত্ব করতে হবে। আপনার যদি প্রকৃত ফরেক্স ট্রেডিং জ্ঞান থাকে তা হলে আপনার অবশ্যই সেই ট্রেডিং কেৌশল জানা থাকবে আর তার আলোকে আপনি ফরেক্সে ট্রেড করে অনেক বেশি এখান থেকে আয় করতে পারবেন।