-
একেক ফোরামে একেক সময়ে এ্যাকাউন্টে বোনাস যোগ হয়। তবে বাংলা ফোরামে আমি যতটুকু জানি মাসের ২ তারিখ ব্যালেন্স যোগ হয়। যার মাধ্যমে আমি বাংলা ফোরামে আগমন করেছি তার এ্যাকাউন্টে দেখেছি ২ তারিখ বোনাসের টাকা জমা হতে। তবে নিয়ম অনুযায়ী মাসের ৭ তারিখের মধ্যে আপনি আপনার বোনাস পেয়ে যাবেন।
-
ফোরাম পোস্ট এর বোনাস ডলার পরের মাসে আম্নার অ্যাকাউন্ট এ যোগ হবে। আপনি জইদি এই মাসে পোস্ট করেন তাহলে আপনার বোনাস পরের মাসে যোগ হবে। আপনি ট্রেড রানিং থাক্লেও আপনার বোনাস যোগ হবে যা দিয়ে ট্রেড করে আপনি লাভ করলে শুধু লাভের অংশটুকু তুলতে পারবেন।
-
আপনি যদি মাসের ১৫ তারিখের আগে ফোরাম পোস্ট এর একাউন্ট করে থাকেন তাহলে আপনি সেই মাস শেষ হলেই বোনাস পাবেন। আর যদি ১৫ তারিখের পর নিবন্ধন করেন তাহলে আপনাকে পরবর্তি মাসের ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তাই সবার উচিত ১৫ তারিখের আগেই একাউন্ট করা।
-
ভাই এই বিষয়টা নিয়ে একদম চিন্তা করবেননা কারন আপনি যে তারিখ থেকে পোস্ট করা শুরু করেছেন, পরের মাসের ঠিক সেই তারিখেই আপনার মাস পূরণ হবে । তবে এই মাসে প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি মানে ১৫ তারিখের মধ্যেই বোনাসের টাকা পাওয়া যায় এতটুকু জানি । এছাড়াও অন্য কোন সমস্যা হলে আমরা সরাসরি তাদের সাথে যোগাযোগ বা মেসেজ কিংবা লাইভ চ্যাট করতে পারবেন । সুতরাং ফোরামের টাকা প্রতি মাসেই পাওয়া যায় ।
-
আমি নতুন ফোরামে ২ মাস যাবত নিয়মিত পোস্ট করছি। আমি প্রথম মাসে ১০ তারিখের ভিতরে বোনাস পেয়ে গেছি। আমার মনে হয় আপনি যদি ফোরামের নিয়মানুযায়ী পোস্ট করেন তাহলে প্রতিমাসের ১০/১২ তারিখের ভিতরে আপনি আপনার ফোরাম বোনাস ট্রেডিং একাউন্টে পেয়ে যাবেন। ফোরাম বোনাস দিয়ে আপনি শুধু ট্রেড করতে পারবেন এবং ট্রেডিংকৃত লভ্যাংশ আপনি উইথড্র করতে পারবেন। এবং সবসময় খেয়াল রাখবেন বোনাস পরিমান এমাউন্ট যাতে একাউন্টে সবসময় থাকে তাহলে আপনি আপনার লভ্যাংশ তুলতে পারবেন।
-
আমি যতটুকু জানি টাকা admin account এ সংযুক্ত হবে মাসের 1 থেকে 5 তারিখ এরমধ্যে
-
আগে এরকম সমস্যা ছিল না। বর্তমানে প্রতি মাসের বোনাস ট্রেডিং অ্যাকাউন্ট এ আসতে অনেক সময় লাগে। আমি আগে যখন পোস্ট করতাম তখন প্রতি মাসের প্রথম সপ্তাহে দিয়ে দিত। কিস্তু এখন হয়তো টেকনিক্যাল সমস্যার কারনে মাঝে মাঝে দেরী করে।
-
ফোরাম পুস্টিং এর বোনাস সাধারনত প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে একাউন্টে যোগ হয়ে থাকে।আপনি এই মাসের ১ তারিখ থেকে ফোরামে নিয়মিত ভাবে পোস্ট করা শুরু করেছেন সেক্ষেত্রে আগামী মাসের ঠিক প্রথম সপ্তাহের মধ্যে ফোরামের কতৃপক্ষ আপনার এই মাসের বেনাসের ডলার আপনার অ্যাটাস্ট করা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।
-
যারা আমাদের ফোরামে একদম নতুন সদস্য হয়েছেন তারা সবাই স্মরণ রাখবেন আমাদের এই ফোরাম থেকে পোষ্টিং বাবদ প্রাপ্ত বোনাস প্রোফাইলে সংযুক্ত ট্রেডিং অ্যাকাউন্টে যোগ হতে মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়৷কিন্তু এজন্য আপনারা কখনই অস্থির হবেন না বা হতাশ হবেন না৷আমরা যেহেতু পুরনো সদস্য তাই আমরা বহুবার দেখেছি ফোরামে বোনাস দিতে মাঝে মাঝে বেশ দেরী হয়ে যায়,এক মাসের বোনাস পরের মাসের 15/20 তারিখেও দেওয়া হয়ে থাকে৷ফোরাম আপডেটের পর বেশ কিছুদিন যাবত আমরা যারা নিয়মিত পোস্ট লিখি তাদের পোস্টগুলো যাচাই বাছাই করা হয়৷আমাদের লেখা পোস্টগুলোতে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি,অন্যের লেখা কপি করে পেষ্ট,অবাঞ্চিত-অকার্যকরী,আলতু -ফালতু লেখা হয়ে থাকে৷এইসব কিছুই যাচাই-বাছাই করার প্রয়োজনে এই বোনাস দিতে প্রায়ই দেরি হয়ে যায়৷তবে সবাই আশা করি যত দ্রুত সম্ভব বোনাস জমা দেওয়া উচিত৷এতে আমাদের সবার মন-প্রান সতেজ থাকে৷
-
আপনি যদি ফোরাম এর রুল অনুযায়ী কাজ করে থাকেন,তাহলে আপনি এই মাস এ যদি ফোরাম পোস্টিং দেন তাহলে আপনি আগামী মাস এর প্রথম সপ্তাহের ভিতর আপনার ফোরাম এ যুক্ত করা একাউন্ট সরাসরি ঢুকে যাবে তাই বোনাস নিয়ে দুশ্চিন্তা করবেন না,একটু লেট হলেও পেয়ে যাবেন।