-
আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে ফরেক্স এ টিকে থাকতে হলে । আর আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে । আর এই পদক্ষেপ বলতে বুঝাচ্ছি যে আপনাকে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সাইকোলজিকাল এনালাইসিস শিখতে হবে । আর যদি নিউজ ট্রেডিং করতে চান তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে, যেই কারেন্সি নিউজ এসেছে তা ঐ কারেন্সি জন্য ভালো না খারাপ । ব্যাপার টা খুব সিম্পল আবার ততটা সিম্পল ও না । নিউজ টা যদি কারেন্সিএর জন্য ভালো হয় তাহলে কারেন্সি এর মান বাড়বে আর কারেন্সি জন্য খারাপ হলে কারেন্সি এর মান কমবে । আপনাকে ধারনা রাখতে হবে নিউজের ধরনের উপর ।
-
নিউজ ট্রেড করা অনেকের জন্য ঝুকিপুন্ন। আমি নিজেও নিউস এর সময় ট্রেড করি না।কারন তখন মার্কেট খুব মভমেন্ত করে। এতে আপনার অনাকাঙ্খিতি কিছু হয়ে যেতে পারে। আচ্ছা ভাই , নিউজ এর সময় ট্রেড না করলে কি হয়? এত রিস্ক নিয়ে ট্রেড করার কি দরকার আমি বুজি না। আমি মনে করি এই সময় ট্রেড না করা। আর নিউজ ট্রেডিং এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই ইউএস মার্কেট এবং ইউরোপ মার্কেটের নিউজ গুলো নিয়মিত দেখতে হবে
-
প্রাইচ একশন ট্রেডাররা নিউজ ট্রেড করে না। আমি এই বিষয়ে একমত। আমি নিউজ গ্যুলো ফলো করে থাকি। কখন কোন নিউজ প্রকাশীত হবে সেটা দিকে লক্ষ্য রাখি। নিউজ দেওয়ার কিছু সময় পর মার্কেট মভেন্ট বেরে য়ায়।পিপস অনেক বেশি উঠা নামা করে ফলে অনেক ট্রেডার সেই মুভমেন্ট দেখে ট্রেডিং করে।নিউজ এর গুরুত্ব তার উপর মুভমেন্ট নির্ভর করে।
-
আমি নিউজ গ্যুলো ফলো করে থাকি। কখন কোন নিউজ প্রকাশীত হবে সেটা দিকে লক্ষ্য রাখি। কিন্তু যখন নিউজ রিলিজ হয় তখন আমি ট্রেড নেই না। কারন নিউজ এর সময় ট্রেড করার অভিজ্ঞতা আমার নেই। ই নিউজ গুলোর মাঝে কিছু আছে কম গুরুত্বপূর্ন, কিছু আছে মোটামুটি মানের গুরুত্বপূর্ন, আবার কিছু আছে খুব বেশি গুরুত্বপূর্ন। নিউজ গুলো ফরেক্স মার্কেটে অনেক প্রভাব ফেলে। বিশেষ করে এফ ও এম সি, এন এফ পি, ক্যাশ রেটের মতো নিউজ গুলো তো মার্কেটে ঝড় বইয়ে দেয়।
-
নিউজ ট্রেড করা অনেকের জন্য ঝুকিপুন্ন। আমি নিজেও নিউস এর সময় ট্রেড করি না।কারন তখন মার্কেট খুব মভমেন্ত করে। এতে আপনার অনাকাঙ্খিতি কিছু হয়ে যেতে পারে। আচ্ছা ভাই , নিউজ এর সময় ট্রেড না করলে কি হয়? এত রিস্ক নিয়ে ট্রেড করার কি দরকার আমি বুজি না। আমি মনে করি এই সময় ট্রেড না করা।কারন আমি টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে ট্রেড করি তাই। তবে নিউজ অনেক ভাল কিন্তু এর জন্য অনেক দক্ষতা ও আপনাকে একটু টেকনিক্যাল টাইপের হতে হবে,চালাক হতে হবে তাহলেই আপনি অনেক ভাল প্রফিটের আশা করতে পারেন।
-
নিউজ ট্রেড করা অনেকের জন্য ঝুকিপুন্ন। আমি নিজেও নিউস এর সময় ট্রেড করি না।কারন তখন মার্কেট খুব মভমেন্ত করে। এতে আপনার অনাকাঙ্খিতি কিছু হয়ে যেতে পারে। আচ্ছা ভাই , নিউজ এর সময় ট্রেড না করলে কি হয়? এত রিস্ক নিয়ে ট্রেড করার কি দরকার আমি বুজি না। আমি মনে করি এই সময় ট্রেড না করা। অনেকের আকাউন্ত জিরো করার জন্য নিউজ ট্রেড দায়ী। সবাই কে সাবধান হয়ার জন্য উনুরদ করছি।
-
ফরেক্স মার্কেটে প্রতিদিনই কিছু নিউজ রিলিজ হয়। এসব নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের ইকনোমিক ক্যালেন্ডারে সন্নিবেশিত থাকে। এখান থেকে তথ্য এনালাইসিস করে অনুমান করা যায় কোন দেশের কারেন্সি কেমন হতে পারে। যেহেতু ফরেক্স ট্রেডিং একটি দেশের অর্থনীতির সাথে রিলেটেড সেহেতু একটি দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে কারেন্সির মানও পরিবর্তিত হয়। দেখা যায় নিউজ আসার সাথে সাথে প্রাইজ প্রচুর ওঠা নামা করে। তাই আমাদের উচিত নিউজ ফলো করে ট্রেডিং নেয়া।
-
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং টি গুরুত্বপূর্ণ অংশ। নিউজ ট্রেডিং এর উপর নির্ভর করে আমাদের মার্কেটের মুভমেন্ট ও গতিবিধি। স্বভাবতই যখন নিউজ ট্রেডিং পাবলিশ হয় তখন আমাদের ফরেক্স মার্কেটের ক্যান্ডেলস্টিক অস্বাভাবিক ভাবে উঠানামা করে থাকে।
তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আমাদের নিউজ ট্রেডিং এর উপর নজর রাখে ট্রেড করা উচিত। বিশেষ করে সপ্তাহের যে দিনটাতে নিউজ ট্রেডিং পাবলিশ হয় সেই দিনে নিউজ পাবলিশ হওয়ার পর ট্রেড করা বুদ্ধিমানের কাজ। তাই এই বিষয়ে নজর রাখলে আমাদের ট্রেড করাই উচিত।
-
নিউজ ট্রেডিং :-
নিউজ ট্রেডিং :-
নিউজ ট্রেডিং খুব গুরুত্বপূর্ণ বিষয় ট্রেড করার সাথে নিউজের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এই সময় মার্কেট খুব উঠা নামা করে থাকে। তাই ঝুঁকি একটু বেশি হতে পারে। যারা ছোট ডিপোজিট করে ট্রেড করেন তাদের এই সময় বুঝেশুনে ট্রেড করা উচিৎ। আপনি যদি ট্রেন্ডের বিপরীতে থাকেন আপনার লস হবে অনেক। তাই নিউজ ফলো করে ট্রেড করলে বুঝে শুনে ট্রেড করবেন।
-
নিউজ ট্রেডিং বলতে এটাকে বুঝায় যে কোন বিষয়ের উপর ফরেক্স সম্পর্কে সবাইকে জানানো যার মাধ্যমে সবাই জেনে ফরেক্স করার জন্য আগ্রহী এবং ফরেক্সের জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইত্যাদি অনলাইন মাধ্যম গুলোর মাধ্যমে নিউজ করে ফরেক্স ট্রেডিংয়ের সম্পর্কে ধারণা দেয়া যায় এবং মুদ্রার ডলার ইনকাম করার জন্য ফরেক্স এর বিভিন্ন ট্রেনিংয়ে নিউজ করে আয় করা সম্ভব এবং গ্রাহক বাড়ানো সম্ভব যার মাধ্যমে আয় করবে গ্রাহক সে নিউজের মাধ্যমে অনেক গ্রাহক করে নিজে বোনাস নিতে পারে এবং পার্সেন্টিস নিয়ে একাউন্ট কে বড় ধরনের একটি পর্যায়ে নিয়ে যেতে পারে।