হে আমি শুক্রবার দিন ট্রেড করি আমি সুধু শুক্রবার দিনই না ফরেক্স মার্কেট জতদিন খোলা থাকে আমি ততদিন ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকি । আমি ফরেক্স কে অনেক ভালবাসি।
Printable View
আমি মাঝে মাঝে শুক্রবার দিন ট্রেড করা থেকে বিরত থাকি কারন এই দিনে মাঝে মাঝে মার্কেট এর অনেক বেশী মুভমেন্ট হয়ে থাকে আসলে এর প্রধান কারন থাকে বড় ধরনের কোন নিউজ যার এফেক্ট এর কারণে মার্কেট এ এই রকম মুভমেন্ট ঘটে ।
আমি গত সুক্রবারে ট্রেড করেছি কারন আমি মনে করি এখানে সুক্রবারদিন ট্রেড বন্ধ করার মত কোন দিন নয় । আমাদের কে সব সময় ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে সময় অবস্থান বুঝে না মার্কেট এর মুভমেন্ট বুঝে তাহলেই আমরা ট্রেড করে লাভ করতে পারব অনেক সহজে ।
ফরেক্স মার্কেট এ সুক্রবার আর সম্বার কিছু নেই একাহ্নে সপ্তাহে আপনি ৫ দিন অনায়েসে ট্রেড করতে পারবেন আপনি যদি হয়ে থাকেন একজন অবিজ্ঞ ট্রেডার তাহলে আপনাকে কখনো আর এ রকম কোন সমস্যায় পরতে হবে না বলে আমি মনে করি ফরেক্স এর জন্য কোন দিন ক্ষন এর দরকার হয় না ।
আমিও সুক্রবার দিন ট্রেড করতে একটু ভয় পাই যার কারনে আমি মনে করি সুক্রবারদিন ট্রেড না করাই আমার জন্য অনেক ভাল হবে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আমাকে আপনাকে অনেক কষ্ট করতে হয় কিন্তু মাঝে মাঝে সুক্রবার দিনা আমদের সে সকল কষ্টের লাভ চলে যায় ।
শুক্রবার সাপ্তাহিক এমন একটি দিন যেখানে মার্কেট অনেক মুভ করে থাকে। তারপরও আমি যেহেতু এখনও ছাত্র তাই এই দিনটি আমার বন্ধের দিন । তাই এটি আমার জন্য একটি সুযোগ। তবে মাঝে মাঝে আমি শুক্রবারে ট্রেড থেকে বিরত থাকি।
আমি প্রতিদিন ট্রেড করি। কারন আমার মনে হয় ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে প্রতিদিন ট্রেড করে লাভ করা সম্ভব। আমি নিজেও ফরেক্স মার্কেট ভালোভাবে বুঝি না। যততুকু বুঝি সে টুকু দিয়ে প্রতিদিন লাভ করার চেষ্টা করি।
শনিবার ও রবিবার অথাৎ বন্ধের দিন ছাড়া সব সময় আমি ট্রেড করে থাকি । আমি ফরেক্স মার্কেট এ নতুন তাই ভালমত কিছু বুঝিনা , ভাই আপনি যে কথাটা বলছেন তা আমার অনেক ভাল লাগছে আমি আপনার কথাটা ট্রেড করার সময় অনুশরন করবো । আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য ।
আমি শুক্রবার দিন ট্রেড করিনা।
আমি যেহেতু নতুন তাই্ আমি কোন শুক্র বারে ট্রেড করিনা ।তবে আশাকরি সামনের প্রতি শুক্রবারে ট্রেড করবো । আমাদের মত অনেক নতুন ট্রেডার আছে তারা প্রতি শুক্রবারে ট্রেড ওপেন করে এবং ভালোভাবে প্রাকটিস করেন ।