-
আমার মতে কোন কাজ একা জানা সম্ভব না, আর ফরেক্স ট্রেড ব্যবসা তো অনেক বড় এবং অনেক জটিল বিষয়, তাই আমার মনে হয় ভালো ট্রেড করে এমন কারো সহযোগিতা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, তাই আমার মতে প্রশিক্ষক মানে জারা ফরেক্স ট্রেড ভালো জানে তাদের কাছে পরামর্শ করা যেতে পারে কিভাবে ফরেক্স ট্রেড ব্যবসায় ভালো লাভ করা যায়, তবে নিজের অনুশীলন টাই সব থেকে বড় শিক্ষা।
-
ফরেক্স এ প্রশিক্ষণ লাগে তবে এত বেশি না জাস্ট কোন বন্ধু বা বড় ভাই থেকে হালকা পাতলা কিছু জেনে নিলে হয়ে যায় । এর জন্য কোন আলাদা প্রশিক্ষণ নিতে হয় না । আবার অনেক ক্ষেত্রে কোন প্রশিক্ষণ ( কম্পিউটার ) নেউয়ার সময় প্রশিখকরা শিখিয়ে দেয় ।
-
আমরা কোন দিন ও প্রশিক্ষক ছাড়া সফলকাম হতে পারব না । আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য আগে প্রশিক্ষণ নিয়ে নিবেন তারপর এই ফরেক্স ব্যবসা চালু করবেন তাহলেই আপনারাও এই ব্যবসায় জয়ী লাভ করতে পারবে । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার জন্য প্রশিক্ষণ গ্রহণ করব ।
-
ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রশিক্ষক ছাড়াও সম্ভব। মূলত ফরেক্সে সফল হতে হলে ভালোভাবে ফরেক্স শিখতে হবে।এজন্য আপনি চেষ্টা করলে এবং ভালোভাবে পরিশ্রম করলে অনলাইনের মাধ্যমেই ভালোভাবে ফরেক্স শিখতে পারবেন। আর ভালোভাবে ফরেক্স শিখার পর ধৈর্য্য ধরে শিক্ষাগুলো মার্কেটে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।
-
আমরা ফরেক্স মার্কেটে প্রশিক্ষন ছাড়া ট্রেড করতে পারি তবে তার আগে আমাদের জানতে হবে ফরেক্স মার্কেট কি আর কিভাবে ফরে মারকেটে ট্রেড করলে আমাদের লস হবে না। তাই ফরেক্স মার্কেট নিয়ে পড়াশ্না করেই তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে প্রশিক্ষনের কোন প্রয়োজন নেই।
-
প্রশিক্ষন ছাড়া আর যাই হউক না কেন আপনি ফরেক্স ট্রেডিংয়ে সফলতা লাভ করতে পারবেন না। ফরেক্স ট্রেডিং এমনই একটি ব্যাবসা যেখানে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাই হল প্রধান এবং মূল চালিকা শক্তি যা আপনি অনুশীলন বা প্রশিক্ষন ছাড়া কখনই লাভ করতে পারবেন না। তাই আগে নিজেকে প্রশিক্ষনের মাধ্যমে অভিজ্ঞ করে তুলুন।
-
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স কে আমি এমন একটি সেক্টর মনে করি যেখানে যা কিছু অর্জন করা যায় সবই নিজে থেকে করতে হয়। অর্থাৎ এখানে আপনি নিজের দক্ষতাকে বৃদ্ধি করতে পারবেন নিজে অনুশীলন করে। প্রশিক্ষকের সাহায্য নিলে বড়জোর আপনি ধারনা পাবেন মাত্র, কিন্তু যা করার তা কিন্তু নিজে থেকেই করতে হবে। আপনি নিজে চেষ্টা করলে প্রশিক্ষক ছাড়াই সফল হতে পারবেন।
-
সব জাগাতেই কাজ কোরতে হলে সেই জাগা বা বিসই সম্পর্কে ভালো গেয়ান থাকতে হবে। তাই ফরেক্স মার্কেট ট্রেড কোরতে হলেও ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ধারনা না থাকলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারবনা। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হলে প্রশিক্ষন এর বিকল্প আর কিছুই নেই । ফরেক্স মার্কেট এ যদি প্রশিক্ষন ছাড়া ট্রেড করা জেত তাহলে সবাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হত। আর তাই ফরেক্স মার্কেট এ প্রশিক্ষন এর কোন বিকল্প নেই।
-
একজন ভালো প্রশিক্ষকের নিকট শিক্ষানেলে সময় লাগে । তাতে কমসময়ে ট্রেড করতে পারা যায় । আর নিজে শিখতে গেলে সময় অনেক লাগে এবং শিখা অপুরন থেকে যায় ।
-
ফরেক্সে সফলতা লাভ করতে হলে ফরেক্স ট্রেডিং দক্ষতা,অভিজ্ঞতা,কেৌশল,জ্ঞানের কোন বিকল্প নেই আর উ্ল্লেখিত বিষয় সমূহের একটি বাদ দিয়ে কখনই এখানে সফলতার পথে হাটা সম্ভাব নয় আর সেই কারনে যারা এখানে কোন প্রকার ট্রেডিং প্রশিক্ষন বা দক্ষতা ছাড়া আসেন তাদের সবাই অকালে মার্কেট থেকে ঝরে পরে।