আমি ফরেক্স নতুন তাই আমার মতে ফরেক্স মাকেটে ভালো ট্রেডার হতে হলে আপনাকে নিয়মিত ফরেক্স মাকেটে থাকতে হবে | আপনাকে ডেমো পারতিস করতে হবে ১ বছর ধরে | আপনাকে ফরেক্স মাকেটে ধয্য ধারন করতে হবে তবেই আপনি ফরেক্স ভাল ট্রেডার হতে পারবেন আমার মনে হয় |
Printable View
আমি ফরেক্স নতুন তাই আমার মতে ফরেক্স মাকেটে ভালো ট্রেডার হতে হলে আপনাকে নিয়মিত ফরেক্স মাকেটে থাকতে হবে | আপনাকে ডেমো পারতিস করতে হবে ১ বছর ধরে | আপনাকে ফরেক্স মাকেটে ধয্য ধারন করতে হবে তবেই আপনি ফরেক্স ভাল ট্রেডার হতে পারবেন আমার মনে হয় |
বর্তমান এই প্রযুক্তি ও ইন্টারনেটের যুগে খুবি ভাল জ্ঞ্যান থাকলে ফরেক্স সবার জন্য হতে পারে। যেহেতু ১ ডলার দিয়াও শুরু করা যায় তাই এখন অনেক সহজ হয়ে গেছে। আমরা সবাই করতে চাই,খুবিই আগ্রহী বলে এখানে এসে আলাপ করছি।
ফরেক্স র্মাকেটে একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে বেশ কয় একটি বিষয় মাখায় রাখতে হবে যেমন ফরেক্স র্মাকেটে এণালাইসিস সর্ম্পকে ভাল জ্ঞান আর্জন করতে হবে , কঠোর ধৈর্য এ প্ররিশ্রম দিয়ে র্মাকেটে কাজ করতে হবে , নিজের লোভ ও আবেগ পরিত্যাগ করতে হবে এই বিষয় গুলো মাথায় রেখে ট্রেড করলে আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন ।
ভালো ট্রেডার হতে হলে অবশ্যই যে গুণগুলো আপনাকে অবলম্বন করতে হবে নিম্নে সেগুলো দেয়া হল :
(১) ধৈর্য্য ধারণ করতে হবে ।
(২) লোভ ছাড়তে হবে ।
(৩) নিউজ দেখতে হবে ।
(৪) মার্কেট এ্যানালাইসিস করত হবে ।
(৫) দক্সথা বৃদ্ধি করতে হবে ।
ভাই ফরেক্স মাকেটে ভালো ট্রেডার হতে হলে আমি মনে করি আপনাকে ডেমো পারতিস করতে হবে ফরেক্স মাকেটে ভালো করতে হলে ডেমো পারতিস ছারা ভাল করা সম্ভব না | ফরেক্স মাকেটে আপনি যখন ট্রেড দিবেন তখন আপনি মাকেটে এনালাইসিস করে মাকেট করবেন এক সময় আপনি ফরেক্স থেকে ভাল ফল পাবেন |
আমরা জানি শুধু মাত্র ফরেক্সে নয় যেকোনো কাজে আপনি ভাল করতে চাইলে আপনাকে অবশ্যই কঠোর অনুশীলন করতেই হবে যার ভিতর দিয়ে আপনার সাফল্যের ভিত রচিত হবে। আর ফরেক্সে নিজেকে একজন ভাল দক্ষ ট্রেডার হিসাবে প্রতিষ্টিত করতে হলে আপনাকে ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে কঠোর অনুশীলনের চালিয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা সন্চয় করতে হবে। মানিম্যানেজমেন্ট, মার্কেট অ্যানালাইসিস ইত্যাদি বিষয়গুলোতে নিজেকে অনেক বেশি পারদর্শি করে তুলতে হবে আর তা হলেই আপনি একজন ভাল ট্রেডার হিসাবে নিজেকে তৈরী করতে পারবেন।
আমি আপনার সাথে একমত কারন ফরেক্সে আয় করতে হলে আপনাকে আগে ডেমোতে ট্রেড করে দক্ষ হতে হবে। আপনি যখন ডেমোতে ট্রেড ওপেন করে ট্রেড করে নিজেকে একজন দক্ষ হিসাবে গড়ে তুলতে পারবেন তখন আপনি রিয়েল ট্রেড ওপেন করতে পারবেন।
অনেকেই এই প্রশ্নটা করে কীভাবে একজন ভালো ট্রেডার হওয়া যাবে।আসলেই এই কথার উত্তর অনেক গুলাই আছে।ফরেক্স মার্কেট এ ট্রেড করে নিজেকে একজন ভালো ফরেক্স ট্রেডার হিসেবে যদি পরিচয়ই দিতে চান তাহলে আপনাকে অনেক কিছই মানতে হবে।যেমন,ফরেক্স মার্কেট এর আইন মেনে ট্রেড করতে হবে।এনালাইসিস করে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।মানিমেনেজমেন্ত মেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হবে।লোভকে সামলাতে হবে।
ফরেক্স মার্কেট এ নিয়মিত টেড করলে আপনি ভাল টেড আর হতে পারবেন । ফরেক্স মার্কেট এ আপনাকে ভাল একটা টেড ইং সিস্টেম খুজে বের করতে হবে আর সেই টেড ইং সিস্টেম আপনাকে ভাল করে বুজতে হবে তা হলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন আর লাভ ও করতে পারবেন । তাই ভাল করে ৩ মাস টেস্ট করলে আপনি সফল টেড আর হবেন ফরেক্স মার্কেট এ আশা করা যাই ।
ভাই আপনি ফরেক্স মাকেটে ভালো ট্রেডার হতে চান ভাল কথা আমি মনে করি আপনি যদি ফরেক্স মাকেটে নিয়মিত ডেমো পারতিস করেন তবে আপনি ফরেক্স মাকেট থেকে ভাল ট্রেডার হতে পারবেন |ফরেক্স মাকেটে ভালো ট্রেডার হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে ভাল কিছু করতে পারবেন |