-
অাপনারা যেমন অন্য ব্যবসায় পুঁজি ইনভেষ্ট করেন সেটাকে কি খেলা মনে করেন । সেভাবে টাকা দিয়ে কোন ট্রেডারই খেলা মনে করে না বরং গুরুত্বের সহিত এটাকে প্রাধান্য দিয়ে থাকে । অামরাও এই মার্কেটকে গুরুত্বের সহিত মনে করব তাহলেই লাভবান হতে পারব । অামরা তাই এ মার্কেটকে খেলা মনে করব না ।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করা আসলে কোন খেলা নয় এই ব্যবসাটি একটি আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসা । এখানে হাজার হাজার ট্রেডার আছে যারা এই মার্কেটে ট্রেড করে থাকেন কিন্তু আপনি যদি এই ব্যবসাকে খেলা বলেন তাহলে সেটা ভুল হবে । কারন আপনার কাছে এটা খেল বা জুয়া হতে পারে ক্ন্তিু অন্য একজনের কাছে এটা একা ব্যবসা । তাই আমি বলবো ফরেক্স ব্যবসা কোন খেলা নয় এটি একটি হালাল ব্যবসা যদি আপনি হালাল করে নেন তাহলে ।
-
ফরেক্স কোন খেলা নয় এটা একটি ব্যাবসা যেখান থেকে আমরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারি তবে এর জন্য আমাদেরকে অভিজ্ঞ হয়ে উঠতে হবে বেশি বেশি করে ফরেক্স সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে।
-
আমি আমার প্রথম ৬ মাস সময় ব্যায় করেছিলাম শুধুমাত্র জানার জন্য যে ফরেক্স কী আসলেই বিশ্বব্যপী স্বাধীন মুদ্রা বাজার নাকি লাসভেগাসের কোনো সিক্রেট জুয়াখেলা ? ফরেক্স হলো বিশ্বব্যপী সর্ববৃহত স্বাধীন ও সর্বাধুনিক ১০০ পারসেন্ট বৈধ ব্যবসা ৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি মা্ত্র৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷
-
ফরেক্স কোন খেলা নয়। কিন্তু এটাকে গেম এর একটা অংশ হিসাবে ধরা যেতে পারে। গেম এ যেমন একবার না পারলে বার বার চেষ্টা করার পর সেটা পারা যায় ফরেক্স ও তেমনি বার বার চেষ্টা করলে সফলতা পাওয়া যাবে। ফরেক্স মার্কেট এ যত সময় বেশি দেয়া যাবে ততই মার্কেট এ অভিজ্ঞতা হবে।
-
ফরেক্স কোন খেলা নয় বরং ফরেক্স হলো একটা ব্যবসা । এই ব্যবসা করে আমরা স্বাবলম্বি হতে পারি । ফরেক্স তারাই করতে পারে যারা কিনা এই ব্যবসাকে ইতিবাচকভাবে দেখে এবং করার জন্য চেষ্টা করে । ফরেক্সে কোন ধরনের জুয়া খেলা মনে কররে তারা খুব ভালো কিছু করতে পারবে না । আর ফরেক্সে লাভবান হতে চাইলে আমাদেরকে এর জন্য চেষ্টা করতে হবে এবং পরিশ্রমও করতে হবে ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের বিজনেস।সমগ্র অনলাইন জগতের বিজনেস সম্রাট হচ্ছে ফরেক্স।আমরা এই ব্যবসা থেকে অনেক কিছু শিখতে জানতে ও আয় করতে পারি।এটি কোন খেলা নয়।ইচ্ছা করলে এখান থেকে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন খুব সহজে।সে জন্য অব্যশই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।সুতরাং আমি বলব আপনারা সকলে এ ব্যবসা খেলা মনে করবেন না।যদি খেলা মনে করেন তাহলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না
-
অবশ্যই নয়। ফরেক্স কোন প্রকারের খেলা বা জুয়া না। যারা এইরকম চিন্তা করে তাদের জ্ঞানের পরিসীমা কতটুকু আমার জানা নেই। ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাজার যেখানে সারা পৃথিবীর মানুষ শতস্ফূর্তভাবে অংশ নিয়ে ব্যবসা করে থাকে। কেউ যদি চায় তাহলে ফরেক্সে কাজ করে আর্থিক ভাবে লাভবান হয়ে সচ্চলতা আনতে পারে। ফরেক্স কোন প্রকারের খেলা না। এটা একটা ব্যবসা।
-
আসলে খেলাতে কিন্তু আমদ প্রমদ আছে কিন্তু ফরেক্স ট্রেডিং এ কিন্তু কোন আমদ প্রমদ নেই। কারন যকনি ট্রেড করি তখনি চিন্তিত থাকতে হয় যে এবার হয়ত আমার ট্রেডিং একাউন্ট ক্যাপিটাল জিরো হয়ে যাবে। ফরেক্স এমনি একটি ব্যবসা যে ব্যবসাতে প্রফিট অর্জন করতে হরে নিজেকে অধিক দক্ষ করে তুল তে হবে। এখানে খেলা অথবা ভাগ্য বলে কোন কথা নেই। এখানে যে বেশি দক্ষতা এবং যে যত বেশি মার্কেটকে ভালভাবে এনালাইসিস করার কৌশল করতে পারে সে তত বেশি প্রফিট অর্জন করতে পারে।
-
আমি মনে কিরি ফরেক্স মার্কেট কোন খেলা নয়।কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে দেখা যাবে আপনার একবার লস হবে আবার দেখা যাবে আপনার অনেক লাভ হবে। কেউ যদি মনে করে যে ফরেক্স মার্কেটে একটি খেলার জায়গা তাহলে সে ভুল করবে আর আমি বলি যেন সে ফরেক্স মার্কেটে না আসে।