-
মানিম্যানেজমেন্ট হলো আপনি কতটুকু রিস্ক নিয়ে কতটুকু রিওয়ার্ড পেতে চান তার একটি ফর্মূলা প্রয়োগ করা। যেমন : আপনার যদি ১০০ ডলারের একাউন্ট হয় তাহলে ১% রিস্ক নিয়ে ১:২ রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে ট্রেড করতে চান তাহলে আপনার রিস্ক অর্থাত স্টপলস হবে ১ ডলার আর রিওয়ার্ড অর্থাত টিপি হবে ২ ডলার। তাহলে আপনি যদি খারাপ ট্রেডিং ও করেন আর যদি ১০টি ট্রেড এ যদি ৪ টিতেও উইন করেন তাহলে আপনি লাভবান থাকবেন। আশা করি যত খারাপ ট্রেডারই হোক না কেন ৪০% ট্রেড এর নিচে নিশ্চই লাভ হবে না। ১০০ ডলার একাউন্টের নিচে কিন্তু মানিম্যানেজমেন্ট করা যায় না।
-
মানিম্যানেজমেন্ট ে ফরেক্স ট্রেডিংয়ের প্রান বলা হয়ে থাকে প্রান ছাড়া যেমন প্রানীর অস্তিত্ব কল্পনা করা সম্ভাব নয় ঠিক তেমনি ভাল প্রফিট লাভের পূর্বশর্ত হল মানিম্যানেজমেন্ট জ্ঞান। মানিম্যানেজমেন্ট চাইলেই আপনি একদিনে শিখে ফেলতে পারবেন না তার জন্য প্রয়োজন অধিক সময় ব্যাপী অনুশীলন এবং চর্চা।
-
ভালো মানিম্যানেজমেন্ট আমাদের সফলতা এনে দিতে পারে। আমরা জানি না মাকের্ট আমাদের পক্ষে আসবে না বিপক্ষে আসবে। তাই মানিম্যানেজমেন্ট পুরাপুরি মেনে চলতে হবে। লস কমিয়ে প্রফিটে বেশি ট্রেড ঝুলাতে হবে। তাহলে আমাদের সব কিছু ঠিক থাকবে। রিক্র রেশিও হতে হকে ১:৩ এবং ১% রিক্র নিতে হবে এর বেশি নয়। তবে ইউটিউবে অনেক ভিডিও পাবেন মানিম্যানেজমেন্ট এর উপর এগুলো দেখতে পারেন। তবে সব কিছু আপনি ডেমোতে টেষ্টে করে নিবেন বিষয়টা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন কি না।
-
ফরেক্স এর প্রাণ হয়ছে মানি-ম্যানেজমেন্ট,মানি-ম্যানেজমেন্ট এর সঠিক ব্যবহার আমাদের সফলতা এনে দেয় প্রতেক ট্রেডার দের মানি-ম্যানেজমেন্ট এর প্রয়োগ সঠিক ভাবে জানা উচিত এবং মানি-ম্যানেজমেন্ট ঠিক রেখে মার্কেট এ এন্ট্রি নেওয়া উচিত,মানি-ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স এ টিকে থাকা সম্ভব নয়।
-
একটা বিষয় আমাদের মাথায় রেখে আমাদের কাজ করতে হবে যে, আমরা যে পরিমান লাভের চিন্তা করব ঠিক সে পরিমান আমাদের লসও হতে পারে। এখানে লসের চিন্তা মাথায় রাখতে হবে। তা না হলে শুধু লট সাইজ বাড়িয়ে লাভ বাড়ানো যায় না এতে শুধু রিস্ক বাড়ে।
-
ফরেক্স মার্কেট এ মানি ম্যানেজমেন্ট হল আপনি একটা ট্রেড এ কত টাকা ব্যবহার করবেন আপনি একটা ট্রেড এ কত % রিস্ক নিবেন ফরেক্স মার্কেট এ একজন ভাল ট্রেডার ২% রিস্ক নিয়ে ট্রেড করে এতে করে তার ৫০ টা লস করার পর অ্যাকাউন্ট ০ হবে আর আপনি যদি ১০ % রিস্ক নিয়ে ট্রেড করেন তা হলে আপনি যদি পরপর ১০টা ট্রেড লস করেন তা হলে আপনার অ্যাকাউন্ট ০ হয়ে যাবে আমি একটানা ২০ টা ট্রেড ও লস করি তারপর ও আমার অ্যাকাউন্ট ০ হয় নাই ২ % রিস্ক নিয়ে কাজ করার জন্য
-
মার্কেট প্রতিকুলে গেলে ব্যলান্স যাতে শুন্য না হয় বা লসের পাল্লা যেন বেশি না হয় সেইটা কন্টোল করাই হল মানিমেনেজমেন্ট । কি ভাবে করবেন মানিমেনেজমেন্ট ? আপনার মোট মুলধনের ২০ ভাগের একভাগ লট হিসাবে ট্রেড ওপেন করুন। আপনার এনা্লাইসিস অনুযায়ি স্টপ লস এবং টেক প্রফিট সেট করুন । দেখুন লাভ হলে তো ভাল না হলে কিছু লস দিয়ে ট্রেড অটো ক্লজ হয়ে গেল।
-
ফরেক্স ট্রেডিংএ যদি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি।মানি ম্যানেজমেন্ট হলো ,আপনার প্রফিট ঠিক থাকবে অর্থাৎ পুজি শেষ হবে না, আপনি প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটের সব চাইতে বেশি গুরুতর হচ্ছে আপনার মানি মেনেজমেন্ট ভাল করে করে তবে ফরেক্স মার্কেটেভট্রেড ওপেন করা। আপনি যদি মানিমেনেজমেন্ট না করতে পারেন তবে আপনি ট্রেড ওপেন করলে অনেক সময়ে বেশি লস করতে হবে তাই এইটা খুব বেশি ধরকার বলে মনে করি।
-
ফরেক্স এর ক্ষেত্রে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । কেনন ফরেক্সে ট্রেড করে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে ফরেক্সের বিভিন্ন বিষয়ের উপরেই । ফরেক্সে আমরা শুধু টাকা বিনিয়োগ করলেই হবে না বরং টাকাটাকে খুব সচেতনভাবে ব্যবস্থাপনা করতে হবে যাকে বলা হয় অর্থের ব্যবস্থাপনা । অর্থ ব্যবস্থাপনা সাফল্যর চাবিকাঠি ।