-
এটা নির্ভর করবে আপনার ট্রেডিং প্ল্যান, আপনার ডিপোজিট, আপনার ফরেক্স মার্কেটে দক্ষতার উপর। যদি সব গুলো গুন একসাথে থাকে, তবে আপনার মাসিক ইনকাম কত হবে আপনি নিজেও ভাবতে পারবেন না, আর আপনার দক্ষতা নায়, কিন্তু ডিপোজিট আআছে, তাহলে মাসিক ইনকাম এর বদলে আপনাকে মাসিক লস কত হিসাব করতে হবে।। তাই আপনার দক্ষতা আর মোটামোটি ১০০ ডলার এর পুজি দরকার যাতে আপনি মাসিক ৬০ থেকে ৭০ ডলার আয় করতে পারবেন।।
-
আমি মনেকরি,, ফরেক্সে ভাল ইনকাম করতে হলে ভাল ইনভেস্ট ও করতে হবে।। ফরেক্স করতে ভাল ট্রেডিং একাউন্ট স্ট্রাজেটি জানলে ফুরেক্স থেকে প্রতিদিন ১০-১৫ ডলার ইনকাম করা সম্ভব।। আমি একদিন সরবোচ্চ ১৮ ডলার ইনকাম করেছি।। এখেত্রে আমার ডিপোজিট ছিল ৯০ ডলার এবং আমার ইনভেস্ট ছিল ৩০ সেন্ট।।
-
ফরেক্স মারকেট থেকে অনেক টাকা আয় করা জায় প্রতিদিন কারন ফরেক্স মারকেট থেকে আয় করার জন্য কোন সীমারেখা নাই তাই অনেক প্রফিট করা সম্ভব তবে প্রতিদিন কম্পক্ষে ২০ -৩০ ডলার আয় করা সম্ভব যদি ভাল ট্রেডার হিসাবে নিজেকে গড়ে তলা জায়।
-
আমি ফরেক্স মাকেটে নতুন । আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আপনি প্রতিদিন কত করে আয় করতে পারবেন তা নির্ভর করছে আপনার ডিপোজিটের পরিমান এবং আপনি ফরেক্স ট্রেডিংয়ে কতটুকু দক্ষ তার উপর । কারন আপনি যদি জ্ঞান অজন না জরে ডিপোজিট করেন কোন দিনও আপনি লাভবান হতে পাবেন না ।
-
দক্ষ ট্রেডাররা ফরেক্স হতে প্রতিদিন তাদের যোগ্যতা অনুযয়ী প্রফিট করে থাকে। আপনি ২৫ - ৫০ পিপ্স আয় করতে পারেন তাহলে ই আপনার অনেক টাকা আয় করা সম্ভব ফরেক্সে দক্ষতা অর্জন ছাড়া ট্রেড করে শুরু করলে তাহলে প্রতিদিন লাভ করা দূরে থাক অল্প কয়েক দিনের মধ্যে তার একাউন্ট শ্যনূহবে।
-
ফরেক্স মার্কেটে আপনার কত আয় হবে তা নির্ভর করবে আপনার ইনভেশ্ত ার দক্ষতার উপর।আপনি যদি একজন দক্ষ ট্রেডার হতে পারেন তাহলে মাসে অনেক আয় করতে পারবেন।আর ফরেক্স মার্কেটে প্রতিদিন আয় করা সম্ভব হয় না কারন মার্কেটের মুভমেন্ট প্রতিদিন একরকম থাকে না।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আপনি প্রতিদিন কত করে আয় করতে পারবেন তা নির্ভর করছে আপনার ডিপোজিটের পরিমান এবং আপনি ফরেক্স ট্রেডিংয়ে কতটুকু দক্ষ তার উপর। মনে করুন আপনি যদি ১০০ ডলার ডিপোজিট করেন ফরেক্স মার্কেটে এবং আপনি যদি ট্রেডিংয়ে দক্ষ হয়ে থাকেন তা হলে সেক্ষেত্রে আপনি আপনার ট্রেডিং কৌশলকে কাজে লাগিয়ে প্রতিদিন কম করে হলও ৩ থেকে ৪ ডলার করে আয় করতে পারবেন বলে আমার মনে হয়।
-
ফরেক্সে দৈনিক কত টাকা আয় করতে পারবেন সেটা নির্ভর করবে ট্রেডার ভেদে । অাসলে এমনও অনেক ট্রেডার অছে যারা মুহুর্তের মধ্যই হাজার ডলার ইনকাম করতে পারে । এটা কোন ম্যাজিক নয় বরং তাদের দক্ষতা ও অভিজ্ঞতার বলেই ফরেক্সে অর্জিত হয় এমন অনেক ডলার । তাই দৈনিক বেশি অায় করতে হলে আমাদেরকে বেশি করে পরিশ্রম করতে হবে ও সাথে ধৈর্য্য ধারণ করতে হবে ।
-
আসলে এটা নির্ভর করে আপনার কাজের উপর। আপনি ২০ ডলার থেকে ১০০০ ডলার পযন্ত আয় করতে পারেন। তার জন্য আপনার ডিপোজিট হতে হবে সেই পরিমান। তবে নতুন অবস্থায় অল্প আশা করাই ভালো।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আপনি প্রতিদিন কত করে আয় করতে পারবেন তা নির্ভর করছে আপনার ডিপোজিটের পরিমান এবং আপনি ফরেক্স ট্রেডিংয়ে কতটুকু দক্ষ তার উপর। মনে করুন আপনি যদি ১০০ ডলার ডিপোজিট করেন ফরেক্স মার্কেটে এবং আপনি যদি ট্রেডিংয়ে দক্ষ হয়ে থাকেন তা হলে সেক্ষেত্রে আপনি আপনার ট্রেডিং কেৌশলকে কাজে লাগিয়ে প্রতিদিন কম করে হলও ৩ থেকে ৪ ডলার করে আয় করতে পারবেন বলে আমার মনে হয়।