আমার মতে ফরেক্স ব্যবসা কখনোই প্রফেশনাল হিসাবে নেওয়া ঠিক হবে না।
Printable View
আমার মতে ফরেক্স ব্যবসা কখনোই প্রফেশনাল হিসাবে নেওয়া ঠিক হবে না।
ফরেক্স ট্রেড এর প্রতি আমার আন্তরিকতা অপরিসীম। যদি কোন কাজের প্রতি আন্তরিকতা না থাকলে সে কাজে সফলতা পাওয়া যাই না ।দক্ষ ট্রেডার নিজেকে গড়ে তুলতে হলে যতেষ্ঠ আন্তরিকতা প্রয়োজন ।
শুধু ফরেক্স নয়, যে কোন কাজের প্রতিই আন্তরিকতা থাকলে তার ভাল বা পজেটিভ ফল পাওয়া সহজ হয়। ফরেক্স-এর প্রতি আমার প্রচুর ভালোবাসা ও আন্তরিকতা রয়েছে। আমি ফরেক্স-এ প্রফেশনাল ট্রেডার হতে ইচ্ছুক। এজন্যই ফরেক্সের প্রতি আমার ভালোবাসা ও আন্তরিকতা এত বেশি। আমি এখনো বিগেনার লেভেলে আছি, ধীরে ধীরে ফরেক্স-এর ডেমো অনুশীলন করছি এবং ফোরামের সাথে যুক্ত থেকে ফরেক্স সম্পির্কিত বিভিন্ন অজানা বিষয়গুলো নিজের আয়ত্বে নেবার চেষ্টা করছি।
আমরা যে পেশার সাথেই সংযুক্ত থাকি না কেন সে পেশার প্রতি আমাদের আন্তরিকতা থাকতে হবে । কেননা এতে করে আমরা এটা বুঝতে পারব যে আমাদের আন্তরিকতা ও ভালবাসার ফলে কাজে । অগ্রগতি অনেক বৃদ্ধি পাবে । তবে এটা খেয়াল রাখতে হবে যে যখনই ফরেক্স ট্রেড করবেন তখন নিজের স্বপ্নের কথা মাথায় রেখে এনালাইসিসভিত্তিক ট্রেড করতে হবে । যেটার মাধ্যমে ভাল সুফল পাওয়া যায় ।
ফরেক্স এক টি অনলিনে বিজনেস। আএ প্রতিটি বিজনেস এ আন্তরিকতা না থাকলে বিজনেস এ সফল হওয়া যায় না। ফরেক্স এক টি রিক্সি অনলিনে বিজনেস যেখানে অনেক ধরজ ও জ্ঞেন এর প্রয়জন। আর থা না হইলে ফরেক্স থেকে ভাল লাভবান হওয়া যাবে না। ফরেক্স কাজ করার টাইম এ আন্তরিকতা থাকাটটা অনেক দরকার।
ফরেক্স মার্কেটে আসে সবাই আশা নিয়ে ফরেক্স করে নিজেদের পরিবর্তন করবে তবে এইখানে ৯৫% ট্রেডার লস করে মার্কেট থেকে সিট কে পড়ে আমাদের কে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক বেশি পড়া লেখা করতে হবে তাহলে রিয়াল মার্কেটে আমরা ক্ষতি গ্রস্ত হবনা।
ফরেক্স এর প্রতি আমার যথেষ্ট আন্তরিকতা রয়েছে। কারণ ফরেক্স এমন একটি বিজনেস যেখানে ইনভেস্টমেন্ট না করেও অর্থ উপার্জন করা যায়। যাকিনা অন্যকোনো বিজনেস থেকে পাওয়া যায়না। ফরেক্স এর এই সুবিধার জন্যই আজ অনেক বেকার যুবক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। যাকিনা ফরেক্সের একটি অন্যতম ভালোদিক।
আমার মনে হয় সবাই এখানে একটা স্বপ্ন নিয়েই আসে এবং সেই স্বপ্র পূরন করার জন্য অনেক পরিশ্রম করে কিন্ত স্বপ্ন দেখলেই আমাদের চলবে না , বরং একে বাস্তবায়ন করার জন্য সবাইকে সংগ্রাম করতে হবে তবেই আমাদের প্রত্যশিত স্বপ্নের কাছে আমরা যেতে পারব ফরেক্স মার্কেট আমাদের বাঙালিদের জন্য একটা নতুন ব্যবসা , তাই এই ব্যবসাটা প্রথমদিকে বুঝতে আমাদের সবারই কম বেশি অনেক কষ্ট হয় তবে একটু ধৈর্যসহকারে পরিশ্র্রম করলে অল্পদিনে ভাল আয় করা যায়।
আমি ফরেক্স ট্রেডিংয়ের প্রতি অনেক বেশি আন্তরিক আর আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে আন্তরিকতার ঘাড়তি থাকলে সেটি ট্রেডে নীতিবাচক প্রভাব ভেলতে পারে যার ফলে ভাল প্রফিটের পথ অনেকটাই বাধাগ্রস্ত হয়। তাই আমি মনে করি সকলেরই ফরেক্সে ট্রেড করার ব্যাপারে অনেক বেশি আন্তরিক হওয়া উচিত।
কাজের প্রতি আন্তরিকতা না থাকলে কাজ করে আনন্দ পাওয়া যায় না। ফরেক্স এ সবাই ছোট বড় স্বপ্ন নিয়ে আসে। সেই স্বপ্ন পুরন করার জন্য কাজের প্রতি মনোনিবেশ থাকা জরুরি। ফরেক্স এর প্রতি আমার ও আগ্রহ আছে। অবসর সময় পেলে ফরেক্স নিয়ে কাজ করি। পরিশ্রমী না হতে পারলে ফরেক্স এ উন্নতি করা কঠিন।