আপনি শর্ট টাইম ট্রেডিং করবেন না লং টাইম ট্রেডিং করবেন তা নির্ভর করবে আপনার বিনিয়োগ করা মুলধনের উপর । আপনার মুলধন যদি বেশি হয় তাহলে আপনি দুটিই করতে পারবেন এবং মুলধন যদি কম হয় তাহলে শর্ট টাইম ট্রেডিং করাটাই শ্রেয় ।
Printable View
আপনি শর্ট টাইম ট্রেডিং করবেন না লং টাইম ট্রেডিং করবেন তা নির্ভর করবে আপনার বিনিয়োগ করা মুলধনের উপর । আপনার মুলধন যদি বেশি হয় তাহলে আপনি দুটিই করতে পারবেন এবং মুলধন যদি কম হয় তাহলে শর্ট টাইম ট্রেডিং করাটাই শ্রেয় ।
শর্ট টাইম বা লং টাইম ট্রেডিং আমার মতে দুটাই ভা্ল তবে লং টাইম ট্রেডে স্পেড খরচ এবং ঝুকি কম শর্ট টাইম ট্রেডের তুলনায়। ধন্যবাদ।
আপনি সর্ট টাইম ট্রেডিং করবেন নাকি লং টাইম ট্রেডিং করবেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। তবে যাদের মূলধন কম তাদের সর্ট টাইম ট্রেডিং করা প্রয়োজন। আর যাদের মূলধন বেশি তারা ইচ্ছা করলে সর্ট টাইম ট্রেডিংও করতে পারেন আবার লং টাইম ট্রেডিংও। ধন্যবাদ
ফরেক্স এ শর্ট টাইম লং টাইম ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারন আপনার একাউন্ট খোলার পর ঠিক করতে হবে যে আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন শর্ট টাইম নাকি লং টাইম এই গুলো ঠিক করে তারপর ট্রেড করতে হবে। কিন্ত অামি মনে করি লং টাইমফ্রেমে ট্রেড করা ভাল কারন আপনি যদি শর্ট টাইমফ্রেমে ট্রেড করে তাহলে দেখবেন যে মার্কেট অনেক দ্রুত আপ ডাউন করে আর এমন হলে মাথা ঠিক রাথা সম্ভব হয়না তাই লং টাইমফ্রেমে ট্রেড করা ভাল তাহলে আপনার মাথাও *ঠিক রেখে ট্রেড দিতে পারবেন আর লাভবানও হবেন।
হ্যা বন্ধু আপনি একদমই ঠিক বলে ছেন যে যাদের মুলধন কম তারা শট টাইম বা স্কেলপিং করে বেশি লাভ করতে পারে বা তাদের জন্য শট টাইম মাঝারি সময়ের জন্য ট্রেড বেশি উপযোগি বলে আমি মনে করি আবার যাদির মুলধন বেশি বা কমপক্ষে ২০০ ডলার তারা লং টাইম ট্রেড করতে পারেন অবশ্য চাইলে স্কেলপিংও করতে পারেন কারন বেশি ডিপোজিটে সবই সম্ভব। ধন্যবাদ।
ফরেক্স ট্রেডে শট'টাইম ট্রেড করার জন্য অল্প পুজির হলেও ট্রেড করা যায়। কারন শট'টইম ট্রেড মানে স্ব্যাল্পিং। পনের মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করলে দুই চার পিপ মোটামুটি ভাবে পাওয়া যায় । আর লং টাইম ট্রেডের জন্য পুজি একটু বেশি প্রয়োজন হয়। এ ধরনের ট্রেডে ডেইলি অথবা সাপ্তাহিক টাইম ফ্রেমে ট্রেড করলে ভাল হয়।
ফরেক্সে একেক জনের ট্রেডিং স্ট্র্যাটেজি থাকে একেক রকম। কেউ শর্ট তাইম ট্রেড করেন আবার কেউ বা লং টাইম ট্রেড করেন। শর্ট টাইম ট্রেড করতে গিয়ে কেউ কেউ স্ক্যাল্পিং ও করেন। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি শর্ট টাইম ট্রেড করা উচিত নয়। ট্রেদ করতে হলে লংটাইম ট্রেডই করতে হবে। এতে ভালো প্রফিটের চান্স থাকে। আমাদের টারগেট হওয়া উচিত অল্প ট্রেডেই বেশি লাভ।
আমার মতে অবশ্যে লং করা উচিত, এতে লভে এর আশা যেমন বেরে যায়ে, তেমন আবার লস এর সম্ভাবনা অনেক টা কমিএ দেয়ে। কারন সর্ট টাইম এর জন্য ফরেক্স বিখখিপ্ত ভাবে লভে হলেও লং এর খেত্রে অনেক তা বেশি লভে হবে। ব্রকারেজ ও কম লাগবে, র সব থেকে বর কথা লস এর পরিমান টা উনেক কমে যাবে, জেতা আপনার পোর্টফলিও তে পজিটভ হবে।
আপনি যদি ঝুকি কম নিতে চান তবে আপনি শর্টটাইমে ট্রেড করতে পারেন । আর যদি ঝুঁকি বেশি নিয়ে ট্রেড করতে চান আপনি তাও করতে পারেন । তবে এটি নির্ভর করবে আপনার ক্যাপিটালের উপর কতটা ভরসা নির্ভর । আপনার দীর্ঘমেয়াদী ট্রেড অবশেষে টিকবে কিনা তার উপর । তবে বুঝে ট্রেড করাই ভাল । যে কোন টি করেলে আপনার ক্ষতি না হয়ে তা প্রফিট আসবে । ধন্যবাদ ।
আপনার ইচ্ছা মত আপনি ফরেক্স এ ট্রেডিং করতে পারবেন। আপনি যদি চান তাহলে আপনি শর্ট টাইমে ট্রড করতে পারেন। এবং আমি মনে করি শর্ট টাইমে ট্রেড করা লাভজনক। যদি আপনি লং টাইমে ট্রড করতে যেয়ে লস করেন তাহলে আপনার আর ফরেক্স ভাল লাগবে না। তাই লস এড়িয়ে যেতে আপনার মাস্ট শর্ট টাইমে ট্রেডিং করা ভাল।