ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করে থাকি মুলত প্রফিট করার জন্য। তবে প্রফিট করার জন্য অতিরিক্ত ঝুকি নেওয়া হয় যার জন্য আমরা লস করি। তাছাড়া ফরেক্স সম্পকে জানার অপ্রতুলতাও টিকে না থাকার অন্যতম আরেকটি কারন।
Printable View
ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করে থাকি মুলত প্রফিট করার জন্য। তবে প্রফিট করার জন্য অতিরিক্ত ঝুকি নেওয়া হয় যার জন্য আমরা লস করি। তাছাড়া ফরেক্স সম্পকে জানার অপ্রতুলতাও টিকে না থাকার অন্যতম আরেকটি কারন।
আমাদের মানসিকতাকে পাল্টাতে বেশ সময় লেগে যায়। আর ততক্ষণে আমরা সব হারিয়ে বসে থাকি। যখন ট্রেড শিখি তখন আর ট্রেড করার মত পুঁজি থাকে না। ফলে অনেকেই হতাশায় ভোগে। এভাবে এক সময় মার্কেট থেকে বিদায় নেয়। এটা খুবই হৃদয়বিদারক একটি দৃশ্য।
আমার মনে হয় ফরেক্স মার্কেটে ৯০-৯৫% লোক জরে যায় এটা সঠিক হতে পারে কারন আমার জানা মতে ফরেক্স থেকে সরে এরকম লোকের অভাব নেই। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অামাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে হবে।
অকালে কিছু ট্রেডারে এভাবে ঝরে যাওয়ার একমাত্র কারণ হল সঠিক গাইডলাইনের অভাব । কেননা এখানে যখন একজন ট্রেডার নতুন আসে তখন সে অনেক ধরনের সমস্যর মুখো্মুখি হয়ে থাকে । এমতবস্থায় তাকে অবশ্যই অনেকবেশি পরিমাণে সাপোর্ট দেওয়ার মত একজন অভিজ্ঞ ট্রেডারকে পরামর্শক ও সাহায্যকারী হিসেবে রাখতে হবে । আর দক্ষতার অভাবটা পুরণ করতে হবে প্রতিটা ট্রেডারকে ।
আমার মনে হয় এটা মুলত অতিরিক্ত তাড়াহুড়া আর অভিজ্ঞতা এর অভাবে হয়ে থাকে। অনেকে বেশি লোভ করতে যায়। আবার অনেকে না বুঝে আন্দাযে কাজ করতে গিয়ে ধরা খায়। কিছু নিয়ম আছে। সেগুলো অবশ্যই মানতে হবে।
যেমন ধরুন বেশিরভাগ ট্রেডারই ফরেক্স মার্কেটের অভিজ্ঞতা অর্জনের আগেই রিয়েল ট্রেড শুরু করে এবং উল্টা পাল্টা ট্রেড করে লস করে । এছাড়াও আমাদের মাঝে লোভ জিনিসটা মারাত্নকভাবে প্রভাব বিস্তার করে । ফরেক্স মার্কেট একটা ব্যবসায় ক্ষেত্র তাই এখানে ব্যাবসা করে লাভ করতে হলে আগে ব্যবসার পিছনে প্রচুর সময়ে এবং পরিশ্রম ব্যায় করতে হবে । কিন্ত আমরা সবাই চায় অল্প পরিশ্রম করে বড়লোক হতে এবং এটাই আমাদের প্রধান সমস্য ।
আমরা যারা ফরেক্র মারকেট শিখতেছি সবার কাছে শুনলাম এই মারকেটে টিকে থাকতে পারলে লাবভান আর না পারলে বিলিন হয়ে যেতে হবে। ফরেক্র মারকেটে ৯০-৯৫ ট্রেডার ঝরে যাওয়ার মেইন কারণ হলো লোভ আর হতাশা। এই দুটি কারণে মুলত ফরেক্র মারকেটে ৯০-৯৫ ট্রেডার ঝরে যায় ।
ফরেক্স মার্কেট এ ৯০ থেকে ৯৫ পারসেন্ট ট্রেডার ঝরে পরে তার কারন হলো তারা ভেশি লোভ করে ।যারা নতুন নতুন ফরেক্স এ ট্রেড করে তারা মনে করে এখান থেকে রাতারাতি বড়লোক হওয়া যায় আর তাই কোন প্রকার এনালাইসিস ছাড়া ই বড় লট দিয়ে ট্রেড ওপেন করে আর লাভের আশায় অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়।তাছারা যারা অল্প কয়েকদিন ডেমো প্রাকটিস করে একটু লাভবান হলে মনে করে আমিতো ফরেক্স শিখে গেছি তখন তারা রিয়াল ট্রেড এ আসে আর লোভ করার কারনে ঝরে পরে।
যে মার্কেটে মাত্র ৫ ভাগ ট্রেডার দক্ষতার সাথে নিয়মিত প্রফিট করে থাকেন ঠিক সেখানেই আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারেনা৷ফরেক্সে নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে কারন হলো তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷
ফরেক্স মার্কেটে ৯০-৯৫% ট্রেডার ঝরে যাওয়ার কারন হলো ফরেক্স মার্কেটে দক্ষতার অভাব। খুব বেশি আয় করার মনোবল। লোভ, আবেগ, হতাশা এবং আর্থিক ভাবে অস্বচ্ছলতাও একটা বড় কারন। আমরা যারা অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে ফরেক্স এ ইনভেস্ট করি এবং একবার লস করে ফেলি তখন মনের ভিতরে একটা ফরেক্স নাপারার ভয় কাজ করে। যথেষ্ট পরিমান টাকা ইনভেস্ট করার মত ব্যলেন্স পকেটে না থাকায় পুনরায় ইনভেস্ট করতে পারিনা ফলে আমার দারা ফরেক্স হবেনা আমার জন্য ফরেক্স না ইত্যাদি মনে হতে থাকে। আমরা যারা আর্থিক ভাবে অস্বচ্ছল তারা প্রথমেই ইনভেস্ট না করে ফোরামে কাজ করেও নিজেকে দক্ষ ট্রেডার তৈরি করতে পারি।
ফোরাম পোস্টিং করে বোনাস পেতে এখানে ক্লিক করে একাউন্ট খুলুন http://forex-bangla.com/forum.php?referrerid=14470