ফরেক্স এ ভালো ট্রেডার হতে হলে আগে ফরেক্স মিয়ে স্টাডী করতে হবে। স্টাডি না করলে ফরেক্স ভালো ভাবে শিখা যাবে না। ইন্টারনেট এ বিভিন্ন আর্টিকেল পাওয়া যায় সেগুলো ভালো করে পরতে হবে। বিভিন ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করতে হবে।
Printable View
ফরেক্স এ ভালো ট্রেডার হতে হলে আগে ফরেক্স মিয়ে স্টাডী করতে হবে। স্টাডি না করলে ফরেক্স ভালো ভাবে শিখা যাবে না। ইন্টারনেট এ বিভিন্ন আর্টিকেল পাওয়া যায় সেগুলো ভালো করে পরতে হবে। বিভিন ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করতে হবে।
MotinFX আমি আপনার সাথে একমত পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি।। ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আমাকে সর্বপ্রথম কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম দিয়া সফলতা সম্বভ। ফরেক্স মার্কেটে সফলতার জন্য যাকিছু করা প্রয়োজন টেকনিক্যাল এনালাইসিস এবং ডেমো প্রেকটিস ও সে দেশের অর্থনীতি সম্পর্কে জ্ঞান অর্জন।
একজন ফরেক্স ট্রেডারের কিছু গুনাবলী থাকে। আপনিও একজন সফল ট্রেডার হতে চাইলে প্রয়োজন কিছু গুনাবলি নিজের মধ্যে তৈরী করা। সেগুলির কয়েকটি উল্লেখ করলাম। ১। ট্রেড করার সময় তাড়াগুড়া করা যাবে না ২। ভেবে চিনতে ট্রেড করুন ৩। মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করুন ৪। শান্ত থাকুন ৫। আবেগ থেকে দূরে থাকুন ৬। রাগ সামলে রাখুন ৭। লোভ থেকে দূরে থাকুন ৮। ষ্ট্রাটেজি যাচাই করে সিলেক্ট করুন ৯। সিনিয়রের সাথে যোগাযোগ রক্ষা করুন ১০। স্টপ লস টেইক প্রফিটের ব্যভার করুন ইত্যাদি। আপনি যদি মৌলিক এ ১০ টি গুনাবলি মেনে চলতে পারেন আশা করি আপনি ফরেক্সে সফল কাম হবেন।
আমরা সকলেই একটা আশা পোষণ করি যে আমরা অবশ্যই ভালো ও একজন সফল ট্রেডার হতে পারব । আসলে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা একজন ভালো ও দক্ষ ট্রেডার হতে পারি । নিজের ট্রেডিং দক্ষতা ও বিশ্লেষণী ক্ষমতা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেন ফরেক্সের সফলতা আপনার পদচুম্বন করে । আপনি নয় বরং সফলতা আপনার পিছনে দৈাড়াবে । তাই দক্ষতার উপর জোর দেন ।
আমরা জানি যেকোন কাজে সফলকাম হতে হলে কঠোর পরিশ্রম ও অনুশীলনের প্রয়োজন পৃথিবীতে প্রতিটি সফলতার পিছনে এই জিনিস গুলো কাজ করেছে। আর ফরেক্স ট্রেডিংয়েতো অনুশীলন কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই কারন আমি খুব ভাল করেই জানি যে ফরেক্স ট্রেডিংয়ে সফলতা বা ভাল প্রফিটের পেছনে প্রধান এবং মূর্খ ভূমিকা পালন করে হল দক্ষতা এবং অভিজ্ঞতা।
একজন সফল ট্রেডার হতে হলে তাকে ফরেক্স নিয়ে প্রচুর পড়াশোন করতে হবে , ফরেক্স এর ডেমো ট্রেডিং প্রর্টিস করতে হবে এবং এর পাশাপাশি ফরেক্স বাংলা ফরোমে কাজ করতে হবে এছাড়া ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডারের বড় গুন হল মেধা ধৈর্য ও দক্ষতা আর এই সকল গুনের অধিকারী একজন ট্রেডারের অব্যশই সফল ট্রেডারের হতে পারবে।
ভাই ফরেক্স মাকেটে সফল হওয়া সহজ না ফরেক্স মাকেটে অনেক পরিশ্রম করতে হয় ফরেক্স মাকেটে আপনি যদি পরিশ্রম করতে পারেন তবে আপনি এক সময় ফরেক্স থেকে দক্ষতা অজন করতে পারবেন তারপর আপনি ফরেক্স মাকেটে সফল হতে পারবেন |
আপনি ফরেক্স মার্কেট এ সফল টেড আর হতে হলে আপনাকে নিয়ম করে টেড করতে হবে । আপনার একটা ভাল টেড ইং সিস্টেম থাকতে হবে । আপনাকে নিয়মিত টেড করতে হবে । আপনাকে নিয়মিত লাভ করতে হবে আর লাভ করলেই হবে না আপনাকে ফরেক্স মার্কেট এ লাভ ধরে রাখতে হবে তা হলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন ।
আসলেই সত্যি কথা হল এই মার্কেট এ সফল ট্রেডারের সংখ্যা খুবই নগন্য। তাই আমি মনে করি এখানে সফল ট্রেডার হবার প্রথম এবং প্রধান শর্ত হল - নিজেকে আসলেই ব্যবসায়ী মনে করা এবং সেই অনুপাতে সময় দেওয়া। নিজের ট্রেড সেশনে আবেগ অনুভূতি বিবর্জিত হয়ে যাওয়া। নিজের উপর নিয়ন্ত্রন প্রতিষ্টা করা এবং সব শেষে কোথায় থামতে হবে তা নির্ধারণ করা।
ফরেক্সে মার্কেটে ভাল ট্রেডার হতে হলে যে বিষয় গুলোর প্রয়োজন - অভিজ্ঞতা অর্জন, লোভ সামাল দেওয়া, মার্কেট এনালাইসিস করা, মানিম্যানেজম্যান্ট সম্পর্কে জানা, ধ্যর্য ধরে ট্রেড করা, ওভার ট্রেডিং না করা ইত্যাদি । তাই লাভ ট্রেডার হতে হলে উপরিউক্ত অভ্যাস গুলো অর্জন করতে হবে ।