-
সফল ভাবে ফরেক্স ব্যবসা করতে চাইলে কতিপয় বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। বেশি লোভ করা যাবে না, মানি ম্যানেজমেন্ট বজায় রাখতে হবে, প্রাইসের সাপোর্ট রেসিসটেন্স দেখে বাই বা সেল দিতে হবে, আগে অভিজ্ঞতা অর্জন করে তার পরে রিয়েল ব্যবসা শুরু করতে হবে। ওভার ট্রেড করা যাবে না। লাভ বা লস যাই হোক না কেন, নিয়ন্ত্রিত ভাবে ট্রেড রতে হবে। ধৈর্য্য ধারন করতে হবে।
-
সফল ব্যবসায়ীর কতিপয় সত্য কথা নিম্নে দেওয়া হল :
(১) ধৈর্য্য ধারণ করতে হবে ।
(২) লোভ সামলাতে হবে ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
(৪) নিউজ দেখতে হবে ।
(৫) দক্ষতা অর্জন করতে হবে ।
-
হে ভাই আপনার প্রতিটি কথাই ১০০% সত্য ফরেক্স মার্কেটে বিশেষ করে লোভ অনেক অনেক ক্ষতিকর শতকরা ৯০% ট্রেডার লস করে থাকে লোভ করার কারনে যতদিন না আমরা এটি থেক বের হয়ে না আসতে পারবো ততদিন আমাদের মুক্তি নাই
-
সফল ব্যবসায়ীর অবশ্যই কতিপয় সত্য কথা রয়েছে । নিম্নে সেগুলো দেওয়া হল :
(১) ধৈর্য্যের সহিত ট্রেড করা ।
(২) ফোরামে কাজ করা ।
(৩) নিউজ দেখা ।
(৪) এ্যানালাইসিস করা ।
(৫) ডেমো ট্রেড করা ।
-
ফরেক্স ব্যবসা সবাই করতে পারবে না। যাদের লস করার মন মানসিকতা বা লস মেনে নেওয়ার ক্ষমতা নেই তারা ফরেক্স করতে পারবেন না। যাদের ধর্য্য নেই তারা কোনদিন ফরেক্স করতে পারবে না। ফরেক্স এ টিকে থাকতে এবং ফরেক্স ট্রেডার হতে হলে এই সকল গুন ট্রেডার এর মাঝে থাকতে হবে।
-
ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
ফরেক্স মার্কেট অনেকটা গানিতিক বিদ্যার মত। এখানে যে যেভাবেই ট্রেড করুক না কেন সবাই প্রফিট করে আবার লস ও করে। মার্কেট এ আপনি স্কাল্পিং ও করতে পারেন। আবার একই সাথে লং ট্রেড ও করতে পারেন। কিন্তু রেজাল্ট একই হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হতে হলে অবশ্যই আপনাকে কিছু বিষয় অবশ্যই ট্রেড করা পূর্বে মানতে হবে এবং ট্রেডিংয়ে তার বাস্তব প্রয়োগ অবশ্যই ঘটাতে হবে আর তা হল অবশ্যই লোভকে চিরতরে দূর করতে হবে আবেগ উত্তেজনার বসে েট্রড করা যাবে না,মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে,মানিম্যানেজমেন্ট করে তার পর ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
-
ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে নিজের ইচ্ছামত ট্রেড করলে লস হবে সেটা সুনিশ্চিত।তাতে কোন সন্দেহ নেই।ফরেক্স ব্যবসায়ে সফলাতার পিছনের রহস্য হল লোভহীন থাকা , প্রচুর ধৈর্য্যর পরীক্ষা দেয়া।পরিক্ল্পনা মাফিক ট্রেড করতে পারলে এবং মানিম্যানেজমেন্ট অণুসরণ করলে ফরেক্স সফল হওয়া কোন ব্যাপার নয়।তাই ফরেক্স সফল হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এখানের নিয়মকানুন মেনে চলতে হেব এবং প্রচুর পরিশ্রম করতে হবে।ফরেক্স ট্রেডিং এ একটি কথা খুবই প্রচলিত আর তা হল ”প্ল্যান ইওর ট্রেড, ট্রেড ইওর প্ল্যান”।যার মানে হচ্ছে ট্রেড করার জন্য পরিকল্পনা করুন এবং পরিকল্পনামত ট্রেড করুন।কেউ পরিকল্পনা মত ট্রেড না করলে কোন দিনই সফল হতে পারবে না বলে আমি মনে করি।
-
সফলতা পাওয়ার জন্য সবার আগে আপনাকে একটা সুন্দর প্লান বা পরিকল্পনা বানাতে হবে এবং সেটার উপর বেস করে আপনাকে সবকিছু নিয়ম মাফিক সাজিয়ে গুছিয়ে এরপরে জায়গামত ট্রেড নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে । লোভ হতে সবসময় দূরে থাকার চেষ্টা করতে হবে, দক্ষতা ও প্রচুর অভিজ্ঞতাসম্পূর্ণ ব্যক্তি হতে হবে এবং প্রচন্ড ধৈর্য নিয়ে টিকে থাকার চেষ্টা করতে হবে তাহলেই একমাত্র সফল হওয়া সম্ভব হবে ।