-
ফরেক্স মার্কেট এত মজার হবার মূল কারন হল । ফরেক্স মার্কেট একটি স্বাধীন ব্যাবসা । এ ব্যাবসা হস্তক্ষেপ করার কেউ নাই । আপনি আপনার নিজের মত করে ব্যবসা করতে পারেন । তাতে কোন ধরনের সমস্যা নাই । এই ব্যবসা আপনি যে কোন জায়গায় বসে করতে পারেন । সুদু আপনার প্রয়োজন হবে একটি ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন । আর এ কারনে ফরেস বিজনেস খুব মজার ।
-
ফরেক্র মজা হওয়ার কারণ এই মারকেটে আপনি যখন ইচ্ছা তখন ডুকে ব্যবসা করতে পারবেন। ফরেক্র ব্যবসা করতে কোন দোকান বা অফিস নিতে হয় না। আপনি যেখানে ইচ্ছা ওখানে এই ব্যবসা করতে পারবেন। এই ফরেক্র ব্যবসা সাপ্তাহে ২ দিন বন্ধ ছাড়া আর যে কোন দিন এই যে কোন সময় এই ব্যবসা করতে পারবেন। যা অন্য কোন ব্যবসার মত না।
-
ফরেক্স একটি মজার ব্যবসা এর পেছনে অনেকগুলো কারন রয়েছে । ফরেক্স হচ্ছে একটি *আন্তর্জাতিক ব্যবসায় । বিশ্বের যে কোন প্রান্ত থেকে একটি সফটওয়ারের মাধ্যমে এই ব্যবসা করা যায়॥ দিনে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৫ দিন মার্কেট খোলা থাকায় নিজের ইচ্ছে মত সময়ে এই ব্যবসা করা যায় । তাছাড়া ফোরাম বোনাস আমাদের ভাললাগাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে ।
-
ফরেক্স করতে অনেক ট্রেডার মজা পায় যে সময় ট্রেডিং করে ভাল প্রফিট করতে পারে, আর ফরেক্স ভাল লাগে এই ব্যাবসা ঘরে বসে আমরা ইন্টারনেট ব্যাবহার করে অনলাইনের মাধ্যমে করতে পারি,ফরেক্স থেকে আমরা অনেক অর্থ ইনকাম করে থাকি যা আমাদের দেশের অর্থনীতি উন্নীত হতে পারে।
-
ফরেক্স মজা হওয়ার পিছনের কারণ হল এই মার্কেটে বৈচিত্রতা আছে যেটা সবসময় একজন ট্রেডারকে অগ্রগামি হতে সাহায্য করে । আর ফরেক্স এমন একটা মার্কেট যেটাতে আমরা নিজেদেরকে অনেক এগিয়ে নিতে পারি যথার্থরুপে ট্রেড করার মাধ্যেমে । এছাড়াও ফরেক্স করার মধ্য একধরনের স্বাধীনতা আছে । যেখানে আপনি নিজেই নিজের বস ।
-
ফরেক্স মার্কেট অনেক মজার কারন এই মার্কেটে ট্রেডিং করে অনেক অর্থ উপার্জন করা যায়,এই জন্য এই মার্কেট অনেক মজার কারন এই মার্কেটে আমরা আমাদের অবসর সময়ে ট্রেডিং করতে পারি,ফরেক্স মার্কেটে আমরা নিজের স্বাধীন মত ট্রেডিং করতে পারি,তাই ফরেক্স অনেক সহজ যদি প্রফিট করা যায় ভাল ভাবে।
-
আমি মনে করি ফরেক্স মজার কয়েকটা কারন আছে যেমন অন্য অনলাইন ব্যাবসার চেয়ে ফরেক্স এ ট্রেড করে আপনি ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এই খানে কোন ধোকা দেওয়া হয় না যা অনেক অনলাইন ব্যাবসা প্রথমে ভাল ইন্টারেস্ট দিলেও পরে বন্ধ হয়ে যাই কিন্তু এটা তার থেকে ভিন্ন একটি নির্ভর যোগ্য অনলাইন বিজনেস হল ফরেক্স ট্রেড তাই আপনি নিদির্ধাই ফরেক্স ফরেক্স ট্রেড করতে পারেন।আপনার যখন সময় হবে তখন ই ট্রেড করতে পারবেন টাইম এখানে ধরা বাধা না।নিজেকে আত্তনির্ভরশীল করতে পারবেন ইত্যাদি নানা করনে ফরেক্স অনেক মজার।
-
ঘরে বসেই যে কেউ কম্পিউটারের সাহাজ্যে এই ব্যবসা করতে পারে। এই ব্যবসাতে স্বাধীনতা আছে,। আমার মনে হয় এটাই মূল কারন ফরেক্সের মজাদার হওয়ার পেছনে। এখানে একজন ট্রেডার নিজের স্বাধীনতা নইয়ে কাজ করতে পারে। সে কারো কাছে দায়বদ্ধ থাকে না। এবং বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেসের সাথে জড়িত। এই খান থেকে অনেক টাকা আয় করা সম্বভ।
-
আর ফরেক্স ট্রেডিংয়ে দক্ষ এবং অভিজ্ঞ হওয়া কোন কঠিন কাজ নয় তার জন্য কেবল কঠোর অনুশীলনের প্রয়োজন। এই ব্যবসাতে স্বাধীনতা আছে,। আমার মনে হয় এটাই মূল কারন ফরেক্সের মজাদার হওয়ার পেছনে। এখানে একজন ট্রেডার নিজের স্বাধীনতা নইয়ে কাজ করতে পারে। সে কারো কাছে দায়বদ্ধ থাকে না।
-
ফরেক্স একটি ডিফেন্সিভ এবং সাইলেন্ট বিজনেস। যার জন্য কারও কোন তোষামোদ কিংবা তেল মালিশের প্রয়োজন হয় না। এখানে আপনিই আপনার সব কিছু। আপনি একান্ত নিরবে বসে বসে কোটি কোটি ডলারের পাহাড় বানাতে পারেন। এজন্যে শুধু আপনার এক খেকে দুই বছরের ডেমো প্রাকটিসই যথেষ্ট। কেননা মার্কেট বুঝতে না পারলে ফকির হতেও খুব দেড়ি হবে না। তাই ডেমো থেকে প্রশিক্ষিত হয়ে ট্রেড করাই বুদ্ধিমানের কাজ।