-
জী,অবশ্যই অভিজ্ঞ ট্রেডারদেরই কেবল শর্ট ট্রেডিং বা স্ক্যালপিং শোভা পায়৷শর্ট ট্রেড, ছোট ছোট টাইম ফ্রেম-5,15,30 বা 60 মিনিটের চার্ট দেখে ট্রেড করতে হয় যা খুবই রিস্কি৷নতুন ট্রেডারগণ মার্কেটের গতিবিধি কিছুই জানে না৷বেশী লাভের লোভে পড়ে ছোট টাইমফ্রেমে শর্ট ট্রেডিং করে করে পুরো ব্যালেন্সটাই শুন্য করে ফেলে৷তাই শর্ট ট্রেডিংএর চিন্তা বাদ দিয়ে লং টাইম ফ্রেমে ট্রেড করার অভ্যাস তৈরি করুন৷
-
আমি বলবো দক্ষ ট্রেডাররা সব ধরনের টাইম ফ্রেমই ব্যবহার করে থাকেন। তারা মার্কেট এনালাইসিসের জন্য তারা শর্ট টাইম ফ্রেম লং টাইম ফ্রেম সব ধরনের টাইমফ্রেম ব্যবহার করে ট্রেড করেন। তবে আমি যতদূর জানি তারা লং টাইম ফ্রেম ব্যবহার করেই বেশি ট্রেড করে থাকেন। কারন তারা অল্প ট্রেডে বেসি প্রফিট করতে চান। একারনেই তারা লং টাইমফ্রেম কেই বেশি গুরুত্ব দেন।
-
দক্ষ ট্রেডাররা সব ধরনের টাইম ফ্রেমই ব্যবহার করে থাকেন। তারা মার্কেট এনালাইসিসের জন্য তারা শর্ট টাইম ফ্রেম লং টাইম ফ্রেম সব ধরনের টাইমফ্রেম ব্যবহার করে ট্রেড করেন। তবে আমি যতদূর জানি তারা লং টাইম ফ্রেম ব্যবহার করেই বেশি ট্রেড করে থাকেন। কারন তারা অল্প ট্রেডে বেসি প্রফিট করতে চান। একারনেই তারা লং টাইমফ্রেম কেই বেশি গুরুত্ব দেন।
-
হ্যা ভাই আপনি সঠিক কথা তুলে ধরেছেন। কারন দীর্ঘদিন ধরে যারা এই মার্কেটের সাথে জড়িত তারা মূলত শর্ট টাইমফ্রেম নিয়ে এখানে ট্রেড করেন। কেননা তারা দক্ষ, মার্কেটের উপর তাদের মোটামুটি একটা ভাল অভিজ্ঞতা আছে বলা যায়। সুতরাং এই যে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা এবং এত সময় ও ধৈর্য নিয়ে নিজের লোভকে নিয়ন্ত্রণ করে তারা এখানে এতদূর পথ পাড়ি দিয়েছেন, তারা অটোমেটিক্যালী তাদের দক্ষতার চাপে শর্ট টাইমফ্রেমে ট্রেড করা শুরু করে দেন।
-
আমার মনে হয় না দক্ষ ট্রেডাররা স্বল্পমেয়াদী ট্রেড করেন। কারণ তারা জানেন এখানে ট্রেড করে মুনাফা উপার্জন করা এতটা সহজ নয়। তাছাড়া এটা একটা ব্যবসা আর কোন ব্যবসা হতে আপনি যদি উপার্জন করতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করতে হবে আর দক্ষ ট্রেডাররা সবসময় তাই করেন। কারণ দীর্ঘমেয়াদী ট্রেড অনেক নিরাপদ আর এটি আপনার মনকে সবসময় নিয়ন্ত্রণে রাখে।
-
আমার মতে যারা ফরেক্স মার্কেটে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার তারা সাধারণ স্বল্পমেয়াদী ট্রেড সবচেয়ে বেশি করে। কেননা তারা জানে এখানে ট্রেড করে প্রফিট অর্জন করাটা এতটা সহজ ব্যাপার নয়। এখানে কঠোর পরিশ্রম ও দীর্ঘ মনো বিশ্বাস নিয়ে যারা ট্রেড করতে পারবেন তারাই এই মার্কেট উপার্জন করতে পারবে। এজন্য আপনাকে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে তারপর ট্রেডিং কৌশল পরিচালনা করে মুনাফা উপার্জন করতে হবে।
-
হ্যা ভাই আমিও আপনার সাথে একমত। কেননা যারা এখানে একটা দীর্ঘদিনের ট্রেডিং অভিজ্ঞতা সম্পূর্ণ টেডার এবং যাদের এই ব্যবসার উপর অনেকটা দক্ষতা রয়েছে বহুদিনের, আমি মনে করি তাদের জন্যই এই শর্ট টাইমফ্রেম। তবে নতুনরা প্রথমেই মানে শুরুতেই এই শর্ট টাইমফ্রেম নিয়ে বেশি কাজ করতে পছন্দ করে থাকে। তাই আমিও এই শর্ট টাইমফ্রেম নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি এবং করছি। কারন এটাতে ট্রেড ক্লোজ হতে বেশি সময় নিয়ে অপেক্ষা করতে হয় না।
-
আমার মতে অবশ্যই দক্ষ ট্রেডারের ক্ষেত্রে শর্ট টাইম ফ্রেম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা তারা দীর্ঘদিন যাবৎ এই মার্কেটের সাথে জড়িত আছে এমনকি তারা মার্কেট সম্পর্কে গতিবিধি নিয়ে অধিক বেশি পর্যালোচনা করে থাকে যা তাদের শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে অনেক বেশি সহায়তা প্রদান করে থাকে। তবে আমার মতে আপনি যদি শর্ট টাইমে ফ্রেমে ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে এই মার্কেটের গতিবিধি এবং মার্কেট এনালাইসিস এর মত বিষয়গুলো সম্পর্কে অধিক বেশি দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে হবে। তাহলে আপনি শর্ট টাইমে ট্রেড করে সফলতা ভোগ করতে পারবেন। আর এই সফলতা পেতে চাইলে আপনাকে মার্কেটে দীর্ঘদিন অবস্থান করতে হবে।
-
আমি জানি না তবে আমি যতটুকু জানি তা হচ্ছে যে নতুন ট্রেডার রা সব সময় শর্ট টাইম ট্রেড করে । কারন নতুন অবস্থায় আমাদের একাউন্ট ব্যালেন্স কম থাকে তাই আমরা লং টাইম এর ট্রেড না করে শর্ট টাইমের ট্রেড করি । তবে স্ক্যাল্পিং এর জন্য আমার ভালো কোন স্ট্রাটেজি জানা নাই তাই আমি শর্ট টার্ম ট্রেড করি না । আর আমি লঞ্জগ টার্ম এর ট্রেড করতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি । আপনারা শর্ট ট্রেড করেন না লং ট্রেড করেন ? মতামত জানান । ধন্যবাদ সকলকে ।
-
আমার মতে ফরেক্স মার্কেট এ একটু লং টাইম ট্রেড করলে ভাল হয় কারন লং টাইম এ ভুল ট্রেড অনেক কম আসে সেই কারন এ বড় বড় ট্রেডার লং টাইম এ ট্রেড করে তারা কখনো কখনো সর্ট টাইম এ ট্রেড করে তাও আবার অনেক কম তাই আপনি যদি সর্ট টাইম এ ট্রেড করতে চান তাহলে আগে লং টাইম এ ট্রেড করা শিখুন তাহলে আপনি সর্ট টাইম এ ভাল ট্রেড করতে পারেন