-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের টার্মিনালের একটি চার্ট ফলো করতে হয়। এই চার্টে আপনি যেমন ইর্চ্ছা তেমন ভাবে সাজিয়ে নিতে পারবেন। তবে চার্টে ক্যান্ডেল স্টিক বেশি জনপ্রিয় একটি চার্ট। এই ক্যান্ডেল স্টিক অনুসারে ট্রেড করতে হলে আপনাকে ক্যান্ডেল এর আকৃতিগুলি আয়ত্ব করতে হবে। যেমন মার্কেটে উঠানা নামা অনুসারে ক্যান্ডেল এর আকৃতি এক এক সময় এক এক ধরনে হযে থাকে। আপনাকে এই ধরনগুলি আয়ত্ব করতে হবে। আপনাকে ক্যান্ডেল এর বিভিন্ন আকৃতি আয়ত্ব করতে হলে ক্যান্ডেলস্টিক সম্পর্কে অধ্যায়ন করতে হবে।
-
ফরেক্স ট্রেড করবেন ইকোনমিক ক্যালেন্ডার রীড করবেন না এটাতো হতে পারে না কারন আপনি যখন কোন মুদ্রাজোরে ট্রেড করবেন তখন আপনি যদি সেই দেশের অর্থনীতির সম্বন্ধে নাই জানেন তাহলে আপনি মৌলিক বেসিক নলেজ না থাকে তাহলে আপনি ট্রেড করে সফল হতে পারবেন না
-
ফরেক্সে আপনি কি ধরনের ক্যালেন্ডার এর কথা বলতে চেয়েছেন তা আমি জানি না তবে আমার জানা মতে ফরেক্সে একধরনের ক্যালেন্ডার দেখতে পাওয়া যায় তা হল ইকোনোমিক ক্যালেন্ডার ইকোনোমিক ক্যালেন্ডার এর মাধ্যমে আপনি অনেক ধরনের গুরুত্বপূর্ণ নিউজ এর প্রভাব দেখতে পারবেন এর একটা বিশেষত্ব রয়েছে এবং তা হল এই সাইটিতে ইকোনোমিকের প্রভাব পূর্বে কিরকম ছিল এবং ভবিষ্যৎ এ কি রকম হতে পারে তার বিশদ বিশ্লেষণ দেওয়া থাকে
-
ফরেক্স মার্কেট খুলা থাকে সপ্তাহের ৭ দিনের মধ্যে ৫ দিন এই ৫ দিন ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খুলা থাকে, আপনি যে কোন সময় ফরেক্স মার্কেট এর ট্রেডিং করতে পারবেন তার জন্য আপনাকে ভাল সময় হল আমাদের বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত এই সময়ে ট্রেডার বেশি থাকে।
-
আসলে ফরেক্স মার্কেটে অনেক কুটিনাটি বিষয় আছে যেটা আমিও যানি না। ফরেক্স ক্যালেন্ডারটা যে কি তা আমি নিজেও জানি না তবে ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে আসলেই এই ব্যপারটা জয়ানা দরকার। কারন ফরেক্স ট্রেড কবে খুলা থাকবে আর কবে বন্ধ থাকবে তা মনে হয় এখন থেকে জানা যাবে।
-
ফরেক্স ক্যালেন্ডার সম্পর্কে আমিও খুবব ভালোভাবে জানিনা জানতে আগ্রহী।তবে যতদূর জানি ফরেক্স ক্যালেন্ডার বলতে ফরেক্স ফ্যাক্টরির নিউজের তালিকাকে বোঝায়।অর্থাত সপ্তাহের কোন দিনে কোন সময়কোন ধরনের নিউজ আছে সেগুর তালিকাকেই ফরেক্স ক্যালেন্ডার বলে।আমি মনেকরি ফরেক্স ফ্যাক্টরির অ্যাপসই ফরেক্স ক্যালেন্ডার।
-
ফরেক্স চার্ট এ ফরেক্স ক্যালেন্ডার বলতে বুঝায় ফরেক্স চার্ট এ মার্কেট মুভমেন্ট এর সকল হিস্ট্রি বা ইতিহাস, আপনি খেয়াল করলেই দেখবেন যে চার্ট বামদিকে নিলে আপনি বিগত দিনের অনেক তাদিং এর মার্কেট মুভমেন্ট দেখতে পারবেন, আপনি এগুলো বিভিন্ন টাইম ফ্রেম এ চাইলেও নিয়ে দেখতে পারেন, এটাকেই ফরেক্স এর ক্যালেন্ডার হিসেবে বুঝানো হয়.
-
আমাদের টার্মিনালের একটি চার্ট ফলো করতে হয়। এই চার্টে আপনি যেমন ইর্চ্ছা তেমন ভাবে সাজিয়ে নিতে পারবেন। তবে চার্টে ক্যান্ডেল স্টিটি বেশি জনপ্রিয় একটি চার্ট। এই ক্যান্ডেল স্টিক অনুসারে ট্রেড করতে হলে আপনাকে ক্যান্ডেল এর আকৃতিগুলি আয়ত্ব করতে হবে। যদি আপনি তা পুরপুরি আইওত্ত করতে পারেন তাহলে আপনি এই মার্কেট এ সফল হতে পারবেন । ক্যালেন্ডারে হয়তো সেরকম কিছু সুবিধা আছে যার মাধ্যমে গ্রাহকরা একটি নির্দিষ্ট সময়ে ভাল প্রফিট পেতে পারেন।
-
ফরেক্স ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত জানার জন্য একটি ওয়েবসাইট রযেছে । সেটি হল ফরেরক্স ফ্যাক্টরি । এই ওয়েবসাইট দ্বারা আপনি ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন নিউজ সম্পর্কে জানতে পারবেন । এবং নিউজ এর ইমপেক্ট কি রকম হবে তা বুঝতে পারবেন আশা করি । তবে ক্যালেন্ডার রিড করার অনেক রকম নিয়ম রযেছে । এসব নিয়ম কানুন মানতে হবে ।
-
ফরেক্স ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন । তাদের মধ্যে ফরেস্ক ফ্যাকটরি অন্যতম । বেশির ভাগ ট্রেডারাই ফরেক্স ক্যালেন্ডার সম্পর্কে জানতে ফরেস্ক ফ্যাকটরি ওয়েবসাইট ফলো করে থাকেন । আমি নিজেও ফলো করে থাকি ।