-
আমার সাথের অনেক বন্ধুই ফরেক্স ট্রেডিং করে.আমার মত তারাও পড়াশোনার পাশাপাশি একটি পেশার সন্ধানে ছিল.তখন আমর মাধ্যমে তারা সন্ধান পায় ফরেক্স ট্রেডিং এর.তারপর তারা এইখানে কাজ করার সিদ্ধান্ত নেয়.আমি তাদের এইখানে করার জন্য জন্য যা যা করা দরকার তা সম্পর্কে পরামর্শ দেই.শেষ পর্যন্ত যা জানি তারা এখন ও ট্রেডিং চালিয়ে যাচ্ছে.
-
আমারা কয়েক জন বন্ধু ফরেক্স কাজ করি কিন্তু ওরা খুভ পারদর্শি কারন ওরা অনেক আগে থেকে কাজ করে আমি ওদের দেখে কাজ করতে আগ্রহি হয় এখন আমিও ওদের সাথে ক্জ করতে পারি। তবে ওরা আমার থেকে ওরা আমার থেকে ভাল পারলেও আমি কিছু দিনের মধ্যে ভাল করতে পারবো আশা করি। আমারা মোট ৫জন আছি এবং থাকবো।
-
ফরেক্স মার্কেটে আমরা ৫ বন্ধু মিলে ট্রেড করি।আমরা পাঁচ জনিই যখন একশাতে হই তখন হাসি তামাসায় আমরা ট্রেড এর কথা বুলে যাই।আবার আমরা পাঁচজন ট্রেড ও করি একসাথে এনালাইসিস করে ট্রেড করি আবার একসা্থে ক্লোজ ও করি।
-
ফরেক্স এ আমি প্রথম ট্রেড করি এবং সফল হয়। আমার ইনকাম অনেক ভাল হয়। যা দেখে আমার কিছু বন্ধু ফরেক্স শুরু করেছে। বর্তমানে আমার ৫ জন বন্ধু ফরেক্স ট্রেডিং করে ইনকাম করছে
-
অামার কোন বন্ধুই ফরেক্স ট্রেড করেনা । তবে আমার পরিচিত অনেকেই আছেন যারা ফরেক্স করে থাকেন । এবং তারা বেশ সফলতার সাথে ট্রেড করছেন । আশার কথা হলো এরই মধ্যে আমার কিছু জানি দোস্ট আছে যারা ফরেক্স করতে আগ্রহী । তবে সঠিক গাইড লাইনের কারণে আসতে পারসেনা ।
-
ফরেক্সে আমি নতুন ট্রেডার।। ফরেক্স আমার দেখাদেখি আমার আরও ৩ জন ফ্রেন্ড ফরেক্সে ডেমো ট্রেড করে।। আমি মনেকরি তারা অল্প কিছু দিনের মধেই ফরেক্স ট্রেডিং এ দক্ষ হয়ে উঠবে এবং এক সময় ফরেক্সে ভাল লাভবান হবে।।।
-
ফরেক্স সম্পকে বাংলাদেশ এখোনে অনেকে জানে না। গ্রামেত নাই বল্লেই চলে। কিন্তু দিন দিন ফরেক্স ব্যবহার কারী বাড়ছে। আমাদের গ্রামে আমরা ৬ বন্ধু ফরেক্স করছি।
-
ফরেক্স মার্কেটে আমার অনেক ব্ন্ধু ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে। যদিও তারা ফরেক্স মার্কেটে খুব নতুন তাই তারা খুব বেশি একটা ভাল করে বুঝে না তাই আমি তাদের ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান দান করি আর ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রাই তাদের অনেক কিছু বলে থাকি।
-
আসলে আমার যে বন্দু প্রথমে ফরেক্স দেখায় সেই এখন করে না। কারন সে লস করছিল। সে ভালোভাবে শেখেনি। আমি অনেক দিন ধরে ফরেক্স এ ট্রেড করে আসছি। আমার বন্ধু কয়দিন করে আর করে না। সে তেমন আগ্রহ ছিল অনেক আগে। কিন্তু এখন সে আগ্রহ না।
-
আসলে ফরেক্স বিষয়টা আমাদের বাংলাদেশে এখনো সেভাবে মানুষে নিকট পেীঁছাতে পারেনি । কেননা আমাদের দেশে এর ব্যাপক প্রচার ও প্রসার প্রয়োজন । আর জন্যই আমাদেরকে সবসময় ফরেক্স নিয়ে লেগে থাকতে হবে । আর আমার কোন বন্ধু বান্ধব এখনো ফরেক্স করে না । তবে আমি নিজে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে অবশ্যই তাদেরকে বিষয়টা জানানোর ইচ্ছা আছে ।