আপনার চিন্তা ভাবনা ভাল।কিন্তু ফরেক্সে আপনি একটা একাউন্টেই সাফলতা সম্ভব।একটা ব্রোকারের একটা একাউন্ট থাকলেই হয়।আপনার সাফল্যতা নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপর।আপনি যদি মার্কেট সম্পর্কে ভালভাবে জ্ঞান লাভ করেন তাহলে সাফল্য সম্ভব।
Printable View
আপনার চিন্তা ভাবনা ভাল।কিন্তু ফরেক্সে আপনি একটা একাউন্টেই সাফলতা সম্ভব।একটা ব্রোকারের একটা একাউন্ট থাকলেই হয়।আপনার সাফল্যতা নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপর।আপনি যদি মার্কেট সম্পর্কে ভালভাবে জ্ঞান লাভ করেন তাহলে সাফল্য সম্ভব।
আমার ফরেক্স এ বর্তমানে ১টি একাউন্ট আছে কারন আমি নতুন এবং আমি নতুন হিসাবে ইনিস্তা ফরেক্স কে বেছে নিয়েছি এবং আ্মি এর মাধ্যমে ফরেক্স শিখছি আমি যদি থিক করে ফরেক্স শিখতে পারি তবে আমি ফরেক্স এ একাউন্ট এর সঙ্খ্যা বারাব | আমার লক্ষ হল ফরেক্স থেকে আয় করা |
আমি পড়াশুনার পাশাপাশি ফরেক্স করি তাই আমার একাধিক একাউন্ট চালানো ্ভব নয়।আমার ফরেক্স এ বর্তমানে ১টি একাউন্ট আছ। কারন নতুন হিসাবে ইনিস্তা ফরেক্স কে বেছে নিয়েছি এবং আ্মি এর মাধ্যমে ফরেক্স শিখছি এবং আমি জানি ইনিস্তা ফরেক্স এশিয়ার বেষ্ট ব্রকার এবং এটির পেমেন্ট অনেক ভালো ভাবে দেয়। তাই আপনি ইনিস্তার মাধমে ট্রেড করে থাকি।
ফরেক্সে আমার 1 টা অ্যাকাউন্ট আছে। আসলে একটা থাকলেই যথেস্ট । তবে আমার ডেমু আকাউন্ট অনেক । যা থেকে আমি অনেক কিছু বুঝতে পারি । ফরেক্স এ ভালো মানের আয় করতে হলে অবস্যই আমাদের রিয়েল আকাউন্টের পসাপাসি ডেমু আকাউন্ট ব্যবহার করতে হবে ।
আমি সদ্য অন্তর্ভুক্ত হওয়া একজন ট্রেডার । যার কারণে আমার মোট একাউন্ট সংখ্যা হল একটা । আর আমি আপাতত এই একটা নিয়েই সন্তুষ্ট আছি । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে একাধিক একাউন্ট থাকা মানে এক ধরনের প্রেশার । যেটার কারণে আপনি ঠিকমত কাজ করতে পারবেন না । তাই সবসময় চেষ্টা করুন আপনার একটা একাউন্টকে ভালভাবে পরিচালিত করতে ।
ফরেক্স এ আমার একটাই একাউন্ট আছে আর এই একটি মাত্র একাউন্ট দিয়ে আমি আমার লাইফ কভার কোরে দিতে পারলেই আমি খুশি। লাভের পূর্বে আমার জীবনেরে প্রথম টার্গেট হোল আমার ট্রেডিং একাউন্টকে টিকিয়ে রাখা। আর যদি আমি একাউন্ট টি রক্ষা করতে না পারি সে ক্ষেত্রে আমার ব্যাড লাক আমাকে অরেকটি নিউ একাউন্ট খুলতে হবে।
ফরেক্স এ আমার একটি মাত্র অ্যাকাউন্ট , আমি একটি ব্রোকারেই কাজ করি । আমি মনে করি একটি অনেক গুলো অ্যাকাউন্ট থাকার চেয়ে একটি থাকাই ভাল কেননা সব অ্যাকাউন্ট এ সব সময় সময় দেওয়া যায় না তাই ভাল করে একটি অ্যাকাউন্ট এ বেশি সময় দিয়ে বুজে কাজ করা ভাল । তাই আমি ফরেক্স এ একটি অ্যাকাউন্ট দিয়েই কাজ করছি ।
ফরেক্স এ আমার একটি অ্যাকাউন্ট আছে , আমি সাধারণত একটি অ্যাকাউন্ট দিয়েই কাজ করে থাকি । আমার একটি অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে বেশি সুবিধা লাগে , ফরেক্স এ অনেক গুলো অ্যাকাউন্ট থাকলে আমি আমার মত করে ঠিক করে কাজ করতে পারতাম না ।
ফরেক্সে একটা মানুষের একাধিক একাউন্ট থাকতে পারে । আমার ফরেক্সে ২ টা একাউন্ট আছে একটা ফ্রেক্সের ফোরাম পোষ্ট একাউন্ট আরেক টা রিয়েল ট্রেড একাউন্ট । রিয়েল ট্রেডে আমি ইনভেস্ট করে ট্রেড করি আর ফোরামে পোষ্ট করে ও আমি ট্রেড করে থাকি । আমার মতো অনেকেই হয়তো একাধিক একাউন্টে কাজ করে থাকে । একাধিক একাউন্টে কাজ করাও ভাল ।
ভাই আমি ফরেক্স করি ৩ টা একাউন্ট নিয়ে | আমি ফরেক্স সম্পরকে জানতে চাই তাই আমি অধিক পরিমান সময় ফরেক্স মাকেটে থেকি আমি মনে করি ফরেক্স মাকেটে আপনার যদি এক বা একাধিক একাউন্ট থাকে তবে আপনার একটা লস হলে আপনার আর একটা লাভ হতে পারে |