ফরেক্সে আমরা প্রত্যেকেই একটা ভালো স্বপ্ন নিয়ে আসি।এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ট্রেডিং করি।এবং ফরেক্সে যার অভিজ্ঞতা এবং ট্রেডিং দক্ষতা যত বেশি,তার মুনাফা অর্জনের পরিমাণও ততটাই বেশি।তাই আমি বলব যে একজন নতুন ট্রেডারের কখনোই গোল্ড বা ক্রোড অয়েলের বা সিলভারের ট্রেড করা উচিত না।কেননা এই সব ক্ষেত্রে মার্কেট অতি দ্রুত পরিবর্তিত হয়। এবং একজন নতুন ট্রেডার এর পক্ষে মার্কেট মুভমেন্টটা বুঝে ওঠা অনেক বেশি কঠিন। এছাড়াও এখানে আপনার ইনভেস্টের পরিমাণ বা ক্যাপিটাল এর পরিমাণ অনেক বেশি থাকতে হয়।তাই ফরেক্স থেকে প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়নে একজন নতুন ট্রেডারের কখনোই গোল্ডে ট্রেডিং করা উচিত নয়।