আমি সর্বপ্রথম যখন ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করি তখন আমার ডিপোজিট এর পরিমাণ ছিল খুবই কম। আমি মাত্র 50 ডলার ব্যালেন্স নিয়ে ট্রেডিং শুরু করি এবং ওই সময় 0.02 লটে মোট পাঁচটা ট্রেড ওপেন করি। এবং সেই ট্রেড গুলো থেকে আমি মোট 4 ডলার প্রফিট করে থাকি।
Printable View
আমি সর্বপ্রথম যখন ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করি তখন আমার ডিপোজিট এর পরিমাণ ছিল খুবই কম। আমি মাত্র 50 ডলার ব্যালেন্স নিয়ে ট্রেডিং শুরু করি এবং ওই সময় 0.02 লটে মোট পাঁচটা ট্রেড ওপেন করি। এবং সেই ট্রেড গুলো থেকে আমি মোট 4 ডলার প্রফিট করে থাকি।
আমি সর্বপ্রথম যখন ফরেক্স মার্কেট এ ট্রেড ওপেন করি তখন ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমার অভিজ্ঞতা ছিল খুবই সামান্য। তাই ট্রেড ওপেন করার পূর্বে ফরেক্স ট্রেডিংএ আমার মেন্টর বড় ভাই এর সহযোগিতা গ্রহণ করি এবং তার পরামর্শ মতোই 0.02 মোট 8 টা ট্রেড ওপেন করি। অবশ্যই ট্রেডগুলো থেকে পরবর্তীতে 16 ডলার প্রফিট করার মাধ্যমে ট্রেডগুলো ক্লোজ করে থাকি।
আমি সসর্বপ্রথম যখন ফরেক্স মার্কেট এ ট্রেড করি তখন আমার ব্যালেন্স ছিলো ৫০০ ডলার এবং লিভারেজ ছিলো ১ঃ৫০,যেহেতুক আমার ব্যালেন্স ৫০০ ছিলো তাই আমার প্রথম এন্ট্রি ছিলো ০.০৫ লট এ,এই এন্ট্রি তে আমি ২০০ পিপস লাভ করেছিলাম,তাই আপনি সব সময় আপনার ব্যালেন্স অনুযায়ী লট নির্ধারণ করবেন প্রথম হোক আর শেষ হোক।
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,, তাই আমি এখানো রিয়েল ফরেক্স মার্কেটে ট্রেড করার উপযুক্ত হয়ে উঠতে পারিনি । তবে আমি প্রচুর পরিমানে ডেমো ট্রেডিং প্রাকটিস করি । তবে আমি মনে করি যে,,, নতুনদের ক্ষেত্রে ফরেক্স মার্কেটে প্রথমে ০.০১ লটে ট্রেড করা উচিত,, যদি ফরেক্স মার্কেটে লচ ও হয় তাহলে খুব বেশি লচ হবে না । আমি যখন ট্রেড করা শুরু াাাাারবো,, তখন কম লটেই ট্রেড করা শুরু করবো । আর মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবো ।
আমি সর্বপ্রথম যখন এই ব্যবসা শুরু করি তখন আমি মাত্র ২ ডলার বিনিয়োগ করে শুরু করেছিলাম আর লিভারেজ নিয়েছিলাম ১০০০, যার প্রেক্ষিতে আমি খুব সহজেই ১০ সেন্ট এর ট্রেড অপেন করতে পেরেছিলাম। কিন্তু আমার ভাগ্য ভাল ছিল যে তখন মার্কেট আমার অনুকুলে ছিল যার প্রেক্ষিতে আমি খুব সহজেই আমার ট্রেড হতে ভাল মুনাফা নিয়ে বের হয়ে আসতে পেরেছিলাম। তখন আমি খুব খুশি ছিলাম। তবে বর্তমানে আমি আমার লট সম্পর্ক খুবই সতর্ক কারণ এখন আমি অনেক কিছু জানি যেটা আমি তখন জানতাম না।
আমি যখন ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডিং শুরু করি তখন আমার ব্যালেন্স অনুযায়ী মানিম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করি এবং তখন আমার লট ছিলো . ৪৫$ আর তখন আমি প্রফিট করি ৩৫$ এর মতো। তবে আমি মনে করি এখানে রিয়েল ট্রেডিং শুরু করার আগে অবশ্যই মানিম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করা উচিত তাহলে এখানে টিকে থাকা সম্ভব। আর দক্ষতা ও অবিজ্ঞতা না হলে রিয়েল ট্রেডিং না করাই উত্তম।
সর্বপ্রথম আমি যখন ফরেক্সে ট্রেড করা শুরু করলাম সেই সময় ফরেক্স বিষয়ে আমার ধারনা এবং অভিজ্ঞতা ছিলে খুবই সামান্য তার পরও আমি সেই সময় মোটামুটি মানিম্যানেজমেন্ট, ার্কেট অ্যানালাইসিস ইত্যাদি বিষয়গুলো বুঝতাম আর আমার এখনও মনে আছে প্রথম ট্রেড ছিল আমার ০.০২ লটে যা থেকে আমি ১ ডলার প্রফিট লাভ করেছিলাম।
ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় লট বিষয়টা নিয়ে অনেকটা কনফিউশনে ছিলাম । তারপর এক বড় ভায়ের সাহায্য নিয়ে এই বিষয়টি ক্লিয়ার হই । সর্বপ্রথম কত লট নিয়ে ট্রেড করেছিলাম তা মনে না থাকলেও লট বিষয়টি বুঝার পর আমি ০.০২ লটে ট্রেড করেছিলাম ।
আমার প্রথম ডিপজিট ছিল ৭৫ ডলার। ০.০১ নিয়ে মোট ১০ লটে ট্রেড করেছিলাম। যেহেতু আমার ব্যালেন্স কম তাই বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করি নি। তবে আমার প্রথম ট্রেডে ভালই প্রফিট হয়েছিল। এক একটা লট থেকে ১০০ পিপস করে মোট ১০ ডলার প্রফিট করতে পেরেছিলাম। তবে ব্যালেন্স কম থাকার কারণে প্রথম দিকে ট্রেড করতে গিয়ে আমাকে অনেক সচেতনতা অবলম্বন করতে হয়েছিল। ৭৫ ডলার থেকে আজ ডিপজিটের পরিমাণ ২৬১.৭০ ডলার। আজ আগের চেয়ে বেশি লটে ট্রেড করার সুযোগ পাচ্ছি এবং প্রফিটটাও ভালো হচ্ছে।
আমি ৫ বছর আগে ফরেক্স এ ট্রেড এ শুরু করি,তখন আমি ম্যানি ম্যানেজমেন্ট এর ব্যাপারে তেমন ভালো বুঝতাম না,আমার তখন ব্যালেন্স ছিলো ২০০ ডলার,আমি আমার প্রথম ট্রেড এ ০.০৫ লট ব্যবহার করি,এটিই ছিলো আমার প্রথম লট এর প্রথম ট্রেড,এবং আমি এই ট্রেড থেকে প্রায় ২০০ পিপস প্রফিট করেছিলাম।