-
ফরেক্স এ ব্যবসা করতে হলে এই দুটি টুল ব্যবহার করা অত্যান্ত জরুরী। কারন ফরেক্স ব্যবসায় আগে থেকেই কিছু বলা যায় না যেকোন পরিস্থিতি হতে পারে সুতরাং একাউন্টকে অনাকাঙ্খিত পরিস্থিতি হতে রক্ষা করতে স্টপলস-টেকপ্রফিট ব্যবহার প্রয়োজন। যদি মার্কেট বিপরীত দিকে যায় তাহলে আপনার একাউন্টকে রক্ষা করবে লস হওয়া থেকে স্টপলস। আর যদি লাভ হয় তাও পূর্ব নির্ধারিত টেক প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ হয়ে যাবে। সুতরাং ট্রেড করার সময় অতিরিক্ত চাপ সামলানোর জন্য এ দুটি টুল খুব কার্যকর।
-
আমরা অনেকেই ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় নিজ-নিজ ট্রেডিং চার্ট অনুসারে স্টপলস ও টেকপ্রফিট যথাযথ স্থানে ব্যবহার করি৷আমার মতে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করার স্বার্থে অবশ্যই যথাযথ স্থানে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ট্রেড করা নিরাপদ৷যেহেতু ফরেক্স মার্কেট নগদ টাকার ব্যবসা তাই আমরা এখানে আমাদের মন মতো ট্রেড করে খুব দ্রুত প্রচুর প্রফিট করতে চাই৷সেজন্য আমরা স্টপলস ও টেকপ্রফিট ব্যবহার করতে অনাগ্রহী থাকি-এটা কিন্তু সম্পূর্ণই ভুল৷আমরা যখনই কোনোও ট্রেডে এন্ট্রি করবো সাথে সাথে support/resistance level গুলো দেখে বুঝে সঠিকভাবে স্টপলস ও টেকপ্রফিট যথাযথ স্থানে সেট করে দিবো৷স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহারে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে৷তাই আপনারা সবাই স্টপলস ও টেকপ্রফিট ব্যবহার করতে কোনোও প্রকার দ্বিধাবোধ করবেন না৷
-
আমি স্টপলস টেকপ্রফিট ছাড়া ট্রেড করি না কখনও। আর যদি সঠিক কোন পজিশন না পাই তাহলে আমি ট্রেড গ্রহন করি না। যেখানে সেখানে পজিশন তৈরী করার চেষ্টা করলে তাতে লস হয়। আমার এখনও অনেক কিছু শেখার বাকি তাই আমি শিখছি। তবে আমার মনে হয় একজন ট্রেডার যদি চান যে, ট্রেডিং এ বেশী টিকে থাকতে হবে তাহলে স্টপলস-টেক প্রফিট ব্যবহার করা অত্যান্ত জরুরী। আর স্টপলস-টেকপ্রফিটকে সঠিক ভাবে ব্যবহার করার জন্য আগে ডেমোতে অন্তত ৩মাস ট্রাই করতে হবে যখন পারফেক্ট ভাবে প্রয়োগ করতে পারবেন তখন রিয়েল ট্রেড করবেন।
-
হ্যাঁ আমি আপনার মত এই দুটি অপশন বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করার চেষ্টা করি । কারণ এই দুটি অপশন ব্যবহারের মাধ্যমে আমরা ঝুঁকি কম নিয়ে ট্রেড করতে পারি । ট্রেড করার সময় যদিও অনেকে এই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে চান না । কিন্ত আমার মতামত হল এই দুটি ব্যবহার যত বেশি করবেন তত বেশি লাভবান হওয়ার সম্ভাবনােই বেশি । এছাড়া এই দুটি অপশনের যথার্থ ব্যবহারে কারণে আপনার একাউন্ট অনেক বেশি নিরাপদ থাকবে অর্থ্যাৎ অনাকাক্ঙিত র্দঘটনা হতে রক্ষা করবে ।
-
আমি ফরেক্সে লস ও ঝুকিকে খুবই ভয় পাই ।আর এ জন্য আমি সবসময় স্টপ লস ও টেক প্রফিত ব্যবহার করি যাতে আমি এ লসকে এড়াতে পারি ।এছাড়া আমি অনুপস্থিত থেকেও আমার কাঙ্ক্ষিত লাভ করতে পারি ।
-
স্টপ লস ও টেক প্রফিট এই দুইটা ফরেক্স মার্কেট এ ট্রেড এর জন্য খুবই জরুরি। কারন ফরেক্স মার্কেট এ স্টপ লস অপশনটি ব্যবহার করলে লস এর সম্ভাবনা অনেক কম থাকে। আর তাছাড়া এই স্টপ লস আমাদের অনেক বড় লস এর হাত থেকে রক্ষা করে থাকে। যার জন্য ফরেক্স মার্কেট এ সাফলতা লাভ করা অনেক সহজ হয়। তাই আমার মতে সবারই এই দুইটা অপশনটি ব্যবহার করা উচিত।
-
স্টপ লস আর টেক প্রফিট এর গুরুত্ব অপরিসীম। কারন স্টপ লস আপনাকে বড় দরনের বিপদ থেকে বাচাবে আর টেক প্রফিত আপনাকে একটা লিমিট এর মাঝে রাখবে। কারন কিছু সময় মার্কেট এর দাম কিছু বেরে আবার কমে জায় জেতি টেক প্রফিত আপনাকে বেরে জাওয়া দামে প্রফিট করিয়ে দিবে। তাই আমি স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করি।
-
আমার প্রত্যেক ট্রেডেই প্রায়ই স্টপ লোস এবং টেক প্রফিট ব্যবহার করে থাকি । এটা আমাকে নির্দিষ্ট পিপসে ট্রেড ক্লোজ করে লসের হাত থেকে বাচাই । তবে সব সময় আমি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি না । আমি অনেক এনালাইসি করে ,মানি ম্যনেজমেন্ট মেনে ফরেক্স ট্রেড করি এবং সময় মত অল্প রাভেই ট্রেড ক্লোজ করার চেষ্টা করি ,লোভ করিনা । যখন ট্রেড করে বাইরে চলে যাই তখন স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি ।
-
ফরেক্স মার্কেট এ স্টপ লস এর গুরত অপরিসীম। আপ্নি যদি মারকেটে নাই থাকেন যদি স্টপ লস টেক প্রফিট দিয়ে থাকেন তাহলে মার্কেট অনুযায়ী আপ্নার প্রফিড় বা লস হয়ে থাকবে। আর যদি তা ব্যবহার না করেন তা হলে বুজবেন আপ্নার একাউন্ট টির অবস্তথা।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটের জন্য প্রত্যেক ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট সবচেয়ে জরুরি। কেননা স্টপ লস এবং টেক প্রফিট প্রত্যেক ট্রেডারের ট্রেডিং সিস্টেমকে স্বচ্ছ ও সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করে থাকে বলে আমার বিশ্বাস। এছাড়াও নিজের আবেগ এবং লোভকে খুব সহজেই নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে থাকে। তাই আমি মনে করি যখন কেউ ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় ট্রেডিং কৌশল শিখবে তখন অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ট্রেডিং সিস্টেমটি শিখা উচিত। তাহলে সে অবশ্যই ভবিষ্যতে সুন্দরভাবে ফরেক্স মার্কেটে ট্রেডার হিসেবে গড়ে উঠতে পারবে এবং ভাল মুনাফাও উপার্জন করতে পারবে।