আমার মনে হয়না যে ফোরেক্স আপনার
দৈনদিন্দ কাজে কোন ব্যাঘাত ঘটাতে
পারে। কারন এ তো কোন ধরাবাধা সময় বা
নিয়ম নেই। যখন আপনার ভালো লাগল বা
আপনি সুযোগ পেলেন ঠিক শুধুমাত্র
ঐসময়টাই ট্রেড করুন না। এতেই আপনি
যথেষ্ট ভালো ফলাফল পেতে পারেন।
Printable View
আমার মনে হয়না যে ফোরেক্স আপনার
দৈনদিন্দ কাজে কোন ব্যাঘাত ঘটাতে
পারে। কারন এ তো কোন ধরাবাধা সময় বা
নিয়ম নেই। যখন আপনার ভালো লাগল বা
আপনি সুযোগ পেলেন ঠিক শুধুমাত্র
ঐসময়টাই ট্রেড করুন না। এতেই আপনি
যথেষ্ট ভালো ফলাফল পেতে পারেন।
আমি এরকম কখনোই মনে করি না যে ফরেক্স আমাদের দৈনন্দিন কাজে কোন ব্যাঘাত ঘটাচ্ছে। অন্যান্য কাজের ফাঁকেফাঁকে ফরেক্স এর জন্য সময় ব্যয় করা সম্ভব বলে আমি মনে করি। তাছাড়া ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার হতে পারলে অনেক বেশী আয় করা সম্ভব ।
হ্যাঁ ফরেক্সকে আমরা দৈনন্দিন অন্যান্য কাজের মতই বলতে পারি কারন ফরেক্স মার্কেট এর কাজ এমন একটি কাজ যেটা কখনোই দিনের অন্য কাজের কোন প্রকার ব্যাঘাত ঘটায় না । ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন করে রাত দিন ২৪ ঘণ্টাই খোলা থাকে । তাই ফরেক্স মার্কেট এ নিজেদের সুবিধামত সময় বের করে ইচ্ছেমত কাজ করতে পারা যায় । এতে আলাদা করে কোন সময় দিতে হয় না । তাই ফরেক্সের কাজ দিনের অন্য কাজের সমস্যা না করেই দৈনন্দিন কাজের মতই করা যায় ।
ফরেক্সএমন একটা ব্যবসা যেটা পরিচিলনা করতে গিয়ে আমাদের দৈনন্দিন কোনো কাজেই ব্যাঘাত ঘটবে না। কেননা ফরেক্সে ট্রেড নিয়ে ট্রেডের সামনে সবসময়ইবসে থাকতে হবে এমন নয়। আপনার ইচ্ছামত সময়ে ইচ্ছাস্বাধীনভাবে ট্রেড করতে পারবেন। সুতরাংএজন্য ফরেক্সেট্রেড করতে গিয়ে দৈনন্দিনকোকোনো কাজেই ব্যাঘাত ঘটবে না
আমার মতে কোনো সমস্যা হবে না যদি না আপনি সারাদিন এই খানে সময় ব্যয় করেন।যদি আপনি আপনার কাজ শেষ করে কিছু সময় এই খানে অতিবাহিত করেন তাহলেই যথেষ্ঠ আমার মতে কোনো কাজ কে ফেলে রেখে ফোরাম এ সময় দিয়েন না এতে আপনার ক্ষতি হবে,আর যখন ট্রেডিং করবেন তখন টেক প্রফিট দিয়ে নিবেন তাহলে চিন্তা মুক্ত থাকবেন।
আমরা নতুন অবস্থায় অনেকেই টার্মিনাল নিয়ে বসে থাকি এবং পরিশেষে যারা বেশিক্ষন টার্মিনাল নিয়ে বসে থাকি আর এনালাইসিস করতে থাকি তাদেরই ট্রেড নিয়ে সমস্যা বেশি হয় এবং লস করে থাকি । দীর্ঘ সময়ব্যাপী ট্রেড করাই ভালো । সুতরাং ফরেক্সকে পার্টাইম হিসাবে নেওয়া যায় । আপনি যদি সঠিক ভাবে এই ব্যবসা পরিচালনা করার জন্য সময় বরাদ্দ রাখেন তবে এটা দৈনন্দিন কাজের উপর কোন প্রভাব ফেলেবেনা । প্রত্যেকটি ট্রেড ওপেন করার পর লাভ/লস যাই হোক না কেন আপনার যদি তা মেনে নেয়ার ক্ষমতা থাকে তাহলে এই ব্যবসা দৈনন্দিন কাজে কোন ব্যঘাত ঘটায় না ।
আসলে আমরা ফরেক্স ট্রেডিং নিয়ে যদি দিনরাত 24 ঘন্টা পড়ে থাকি তাহলে ফরেক্স ট্রেডিং এ তো আমাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটবেই । আরে থেকে আমাদের পরিত্রান পেতে হলে আমি মনে করে আমাদেরকে ফরেক্স মার্কেটে পার্টটাইম ট্রেডার হিসেবে ট্রেড করাটাই বেশি ভালো । কারণ আমরা ফরেক্স মার্কেটে যদি পার টাইম ট্রেডার হিসেবে ট্রেডিং করি তাহলে আমরা আমাদের দৈনন্দিন কাজের পাশাপাশি খুব সহজে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারবে এতে আমাদের দৈনন্দিন কাজের কোনরকম ব্যাঘাত ঘটবে না ।
ফরেক্সে ট্রেড নিয়ে ট্রেডের সামনে সবসময়ইবসে থাকতে হবে এমন নয়। আপনার ইচ্ছামত সময়ে ইচ্ছাস্বাধীনভাবে ট্রেড করতে পারবেন। সুতরাংএজন্য ফরেক্সেট্রেড করতে গিয়ে দৈনন্দিনকোকোনো কাজেই ব্যাঘাত ঘটবে না । নতুন অবস্থায় অনেকেই টার্মিনাল নিয়ে বসে থাকি এবং পরিশেষে যারা বেশিক্ষন টার্মিনাল নিয়ে বসে থাকি আর এনালাইসিস করতে থাকি তাদেরই ট্রেড নিয়ে সমস্যা বেশি হয় এবং লস করে থাকি। দীর্ঘ সময়ব্যাপী ট্রেড করাই ভালো।
আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতায় নিজেকে দক্ষ করে তুলতে পারেন তা হলে ফরেক্স ট্রেডিং আপনার দৈনন্দিন কাজ কর্মের উপর তেমন কোন প্রভাব বিস্তার করতে পারবে না এবং আপনিও এখান থেকে ট্রেড করে বেশ ভাল প্রফিট অর্জন করে নিতে পারবেন।