-
আমাদের এই ফোরামে অনেক সদস্য থাকলেও মাত্র কয়েকজনই সফল ট্রেডার আছেন এটা আমি তাদের লেখা গুলো পড়েই বুঝতে পেরেছি৷আর প্রায় সবাই একদম নতুন সদস্য,তারা এখোনোও ফরেক্স ট্রেডের ক,খ জানে না,তারা অবশ্যই এখানে জানার জন্য এসেছে৷যে কয়েকজন অভিজ্ঞ-পেশাদার ট্রেডার আমাদের এই ফোরামে বা সারা দেশে ছড়িয়ে আছেন,নিরবে নিভৃতে কয়েক বছর ধরে কষ্ট করে নিয়মিত ট্রেড করছেন তাদের সংখ্যা খুব কমই হবে৷আর ফরেক্স মার্কেটে আজকে আমার বয়স হলো মাত্র ৪ বছর৷গত কিছুদিন হলো আমি নিশ্চিন্তে নিরাপদে ট্রেড করছি এবং খুবই অল্প অল্প করে প্রফিট পাচ্ছি৷মনে হচ্ছে পেছনের ভূল-ত্রুটি,অজ্ঞতা,নিয়মিত লসের পাহাড়-পর্বত,আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এসেছি৷মাত্র কয়েকদিন হলো সফলতার ঠান্ডা বাতাস অনুভব করছি৷পেছনের কোনো কষ্টই এখন আর মনে আঘাত করছে না৷এখন জোড় গলায় বলতে পারি ফরেক্স ট্রেডিং অবশ্যই,অবশ্যই,অবশ্যই সম্ভব !!!
-
তারাই ফরেক্স মার্কেটে সফল যারা ফরেক্স সর্ম্পকে পুরোপুরি দক্ষতা অর্জন করতে পারে । যে ট্রেডারগণ যত বেশী দক্ষতাবান সে তত বেশী সফলকাম । সুতরাং অমরা সর্বদা দক্ষতাবান হওয়ার চেষ্টা করব তাহলেই সফলবান হতে পারব ।
-
ফরেক্সে তারাই সফল হতে পারে না যারা কিনা না শিখে না বুঝেই ট্রেড শুরু করে দেয় । ভাই ফরেক্স খুব একটা সহজ জিনিস না আবার খুব কঠিন জিনিস ও না। শুধু এটাকে আগে ঠিক মত শিখতে হবে বুঝতে হবে । আগে ঠিক মত শিখুন জানুন বুঝুন তারপর ট্রেড করুন দেখুন আপনি ও সফলদের একজন হতে পারবেন
-
না শিখে বা বুঝে হয়ত সাময়িকভাবে সফল হওয়া যায় । কিন্তু ফরেক্স মার্কেট থেকে নিয়মিত প্রফিট করতে হলে অনেক কিছু শেখার আছে । আমার মতে সফল তারাই যারা ৮০% ক্ষেত্রে ট্রেডে লাভ করতে পারে ।
-
যদিও ফরেক্স মার্কেটে সফল হওয়াটা খুব সহজ কোন বিষয় না তবুও ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা তাদের পরিশ্রম আর অদ্ধাবসায়ের ফলে আজকে তারা সফল । আমার পরিচিত অনেক ট্রেডার আছে যারা অনেক দিন ধরে ফরেক্স মার্কেটের সাথে থেকে এখন সফল তারা । তাই আমি মনে করি ভাই আগেই কে কে সফল তার কথা চিন্তা না করে আগে কিভাবে আপনি ফরেক্স মার্কেটে সফল হতে পারেন সেটার উপায় খুজুন এবং সেভাবে পরিশ্রম করুন , তাহলে আপনিও সফল হতে পারবেন ।
-
আমি ফরেক্স ট্রেডি এ নতুন। আমি প্রায় তিন মাস ধরে ডেমো ট্রেডিং ট্রেড করে আসছি।আমি তিন মাসের ডেমো ট্রেডের পর আমার মনে হচ্ছে আমি যদি রিয়েল ট্রেড করি তাহলে আমি সফল হবো বলে আমার মনে হচ্ছে।
-
ফরেক্সের বেশির ভাগ ট্রেদারই ব্যার্থ।প্রায় ৯৫ ভাগ ট্রেডার মার্কেট থেকে ট্রেড করে লস খায়।এর কারন হল এরা মার্কেট সম্পর্কে অজ্ঞ।এরা হয়ত অন্য কারো কথায় বা ইন্ডকেটরের উপর নির্ভর করে ট্রেড করে ফলে লাভের থেকে লস বেশি দাড়ায়।তাই নিজকে একজন দক্ষ ট্রেডার বানানো উচিত।
-
ফরেক্স এ আমি একনও সফল হতে পারিনাই,যার কারন আমি নিউ ট্রেডার।আশা করি অবসস্যই সফল ট্রেডার হব।এক্টা কথা সব সময় আমার মনে পড়ে মানুস চাইলে নাকি সব কিছু করতে পারে।অসম্ভবকে জয় করতে পারে।আপনারা যারা সফল হতে পারেন না একটু মনোযোগ সহকারে কআজ করেন বেশি বেশি ট্রেড করেন দেখবেন অবসস্যই সফল হতে পেরেছেন।চেস্টা করলে সব কিছু সম্বভব।
-
আমি মনে করি যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ তারাই কেবল মাত্র ফরেক্স ট্রেডিং এ সফল। আর এই সফল কিন্তু এক দিনেই হওয়া সম্ভব না। এটা ধিরে ধিরে সময় নিয়ে কাজ করতে করতে একসময় আপনি দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে পারবেন। মনে রাখতে হবে ব্যার্থতার পরেই কিন্তু সফলতা আসে। তাই হতাস না হয়ে ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে এবং এখানে দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে হবে। তাহলেই কেবল সফল হওয়া সম্ভব। ধন্যবাদ
-
ফরেক্স ব্যবসায় আমি নতুন। আমি প্রায় তিন মাস ধরে ফরেক্স ব্যবসা করতেছি।আমি এখুন ডেমো ট্রেড করি।আমি জানিনা রিয়েল ব্যবসায় কি করতে পারব।তবে আমি ফরেক্স ব্যবসায় লেগে আছি। আমি ফরেক্স ব্যবসায় সফল হব ইনশাআল্লাহ।