না ভাই পোস্টিং বোনাস এমনটা নয়। আপনি পোস্টের মাধ্যমে যা বোনাস পাবেন তা দিয়ে ট্রেডিং করবেন যদি প্রফিট করতে পারেন তাহলে বোনাসটুকু বাদে প্রফিটের সবটুকুই উত্তোলন করতে পারবেন এবং বোনাস যেমনটা ছিলো তেমনই থাকবে যতখন পর্যন্ত আপনি লসে পড়ে একাউন্ট শুন্য হবে না ততখনই আপনার একাউন্টে বোনাস থাকবে এবং তা দিয়ে কন্টিনিউস ট্রেডিং করে যেতে পারবেন।