ফরেক্স এ প্রথমে সবাই কম বেশি লস করে । ফরেক্স এ শুরুতে সবাই অনেক বেশি প্রফিট করে যা একটা ভুল ধারনা । ফরেক্স এ প্রথম প্রথম লস করার কারন হল, একজন নতুন ট্রেডার ট্রেড কি জিনিস সেটাই বুঝতে পারে না । শুধু এইটুকু বুঝে বাই সেল করতে হবে । তাহলেই লাভ হবে । আর ডেমোতে প্র্যাকটিস করতে চায় না ফলে শুধু ফোরাম থেকে ডলার নেয় আর ফরেক্স এ জুয়া খেলে বেড়ায় যা ঠিক নয় ।