-
ফরেক্স হচ্ছে সব থেকে ভাল ও আধুনিক একটি পেশা এই পেশা কখনই মজার কিছু না আমি এই পেশা কে অনেক সম্মান করি ও আমি মনে করি ফরেক্স করে আমি আমার জিবনের সকল কিছুকেই পরিবর্তন করতে পারব এ জন্য আমি সব সময় চাই ফরেক্স নিয়ে থাকতে যাতে করে এই বিজনেস কে নিয়ে আমি সফল হতে পারি ।
-
অন্যান্য সকল ব্যবসার চেয়ে ফরেক্স অনেকটাই ব্যতিক্রম। অন্যান্য ব্যবসায় যেমন সারাদিন পরে থেকে পরিশ্রম করা লাগে, চারদিকে ছুটাছুটি করা লাগে, ফরেক্স ব্যবসা তেমন টি না। এ ব্যবসা ঘরে বসেই পরিচালনা করা যায়। এছাড়াও এটি পরিচালনা করাও অনেক সহজ। তাই এটি অনেক মজারও বটে।
-
ফরেক্স ব্যবসা মজার এর অনেক গুলা কারন আছে তা হলো আপনি অল্প সময়ে করতে পারছেন,বিনিয়োগ অল্প হলোও চলে,ঘরে বসে করতে পারবেন.এ কাজে আপনাকে তেমন পরিশ্রম করা লাগে না.এটি অন্য গুলার চেয়েও ব্যতিক্রম .
-
ফরেক্স ট্রেড টা হচ্ছে অনলাইন ব্যাবসা। ঘরে বসেই করা যাই এর জন্য কোনোনিরদিশট বাজারে জেতে হইনা তাই এতি অনেক আরামদায়ক এবং মজার ব্যাবসা
-
মজা তো আছেই। মজা না পেলে আপনি বেবসা কিবাবে করবেন। আপনি যাই করেন্না কেন, কাজে আপনার মনোযোগ চাই। সাধারণ কাজের চেয়ে এটা এক্তু ভিন্নধর্মী ও বেতিক্রম ধরমি বাবসা। তবে এ কাজের মজাই আলাদা। ফরেক্স আপনার জীবনকে এক্তা নুতন মাত্রা দেয়। আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারেন।
-
ফরেক্স ব্যাবসা আসলেই একটি ব্যাতিক্রম এবং মজার ব্যাবসা। তবে এখানে কাজ করতে অনেক অভিজ্ঞতার দরকার। আপনি যদি দক্ষ না হয়ে ফরেক্সে কাজ শুরু করেন তাহলে আপনি ফরেক্সে ব্যাবসা করে মজা পাবেন না। আর যদি ভালভাবে কাজ শিখে আসেন তাহলে ফরেক্স আপনার জন্য একটি মজার ব্যাবসা। ধন্যবাদ
-
আমার মনে হয়না ফরেক্স ব্যতিক্রম ধারনের ব্যবসা এটা আমার নিকট অনেকটা ফরমাল এবং স্মার্ট ব্যবসা মনে হয় তবে ফরেক্স য়ে অনেক মজার ব্যবসা এটা ঠিক। ধন্যবাদ।
-
রেক্র-ব্যবসা হচ্ছে অনলাইন ব্যবসা।ঘরে বসে ট্টেড করা যায়,এর জন্য নিদিষ্ট কোন বাজারেযেতে হয় না,তাই ফরেক্র একটি ব্যতিক্রম ও মজার-ব্যবসা।
-
ফরেক্স ব্যবসা একটি ব্যতিক্রম ও মজার ব্যবসা। ফরেক্স মার্কেটে কারেন্সির উর্ধোমুখি ও নিম্নমুখি দু ধরনের গতিতেই লাভ করা যায়। আরো সবচেয়ে মজার বিষয় হল এই মার্কেটে কোন নিদিষ্ট পরিমান মূলধন এর প্রয়োজন হয়না। তাই কত টাকা নিয়ে ট্রেড শুরু করতে হবে তা নিয়ে ভাবতে হয়না বলে ফরেক্স আমার ভাল লাগে ।
-
ফরেক্স ব্যবসা করে ফরেক্স বাজার হতে অর্থ উপার্জন বা লাভ অর্জন করা আসলেই অনেক মজার। কারন এই বাজার হতে খুব কম সংখ্যক ট্রেডার লাভ অর্জন করতে পারে, তাই লাভ অর্জন করার পরবর্তী মুহুর্ত অনেক মজা লাগে।