-
ফরেক্স মার্কেটে টিকে থাকা এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন।এই নিয়ম ণ্ডলো হল-
1)রিয়েল ট্রেড করার পূর্বে কমপক্ষে এক বছর ডেমো প্রাক্টিস করতে হবে।
2)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে সাপোর্ট এন্ড রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্ধারন করতে হবে।
3)প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে এনালাইসিস করতে হবে।
4)লোভ ত্যাগ ও প্রচুর ধৈর্য ধারন করতে হবে।
5)অভার ট্রেডিং বন্ধ করতে হবে।
-
আমার মতে একজন নতুন ট্রেডারের সবচেয়ে বেশি ডেমোতে গুরুত্ব দেয়া উচিত । কারণ ডেমো করার অনেক সুফল রয়েছে এবং এর মধ্য প্রদান হল ডেমো করার মাধ্যমে একজন নতুন ট্রেডার ফরেক্স কৌশল শিখতে পারবে এবং অনেক জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে নিজের স্কিল বৃদ্ধি করতে পারবে । এছাড়াও একজন নতুন ট্রেডারকে লোভহীন এবং ধৈর্য্যশালী হতে হবে ।
-
ফরেক্স এ যারা নতুন তারা অনেক পদক্ষেপ গ্রহন করতে হবে এবং অনেকটা শর্ত মেনে চললে অনেকটা সাফল্য অর্জন করতে পারবে। প্রথমতে, নিজেকে অনেকটা আত্মবিস্বাস করতে হবে, অনেক প্ররিশ্রম ও ধৈয্য ধরতে হবে। লোভ করা যাবে না। লোভটাকে সামলে রেখে ফরেক্স এ কাজ করতে হবে। যারা লোভ করে ফরেক্স এ আসে তারা ফরেক্স এ বেশী দিন টিকে না। তা আমাদের লোভ ত্যাগ করতে হবে। ফরেক্স এ ভাল অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস করে অনেক জ্ঞান অর্জন করতে হবে। ফ্রী ডেমোতে ট্টেড করে ট্টেড করা শিখতে হবে। এছাড়া ফরেক্স সম্পর্কে কুটিনাটি সব বিষয়ে জানতে হবে।
-
:rules:আমি ফরেক্সে নতুন আমি মনে করি আমারমত যারা নতুন তারা যদি এইকাজগুলো (১। লোভ থেকে বিরত থাকা, ২। ধৈ্র্য ধারন করা, ৩। ফরেক্স সম্পরকে ভালভাবে জ্ঞান অর্জন করা, ৪। ডেমোতে কাজ করা) করতে পারে তাহলে সে ফরেক্সে ভাল করতে পারবে।
-
হেলো আমার নতুন ফরেক্স বন্ধুরা , ধন্যবাদ ফরেক্স ব্যবসাতে যোগদান করার জন্য । কিন্তু তোমান্দের জানা উচিত যে ফরেক্স ব্যবসা করতে হলে তোমাদের টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং বিভিন্ন রকমের ট্রেডিং স্ট্রাটেজি ও ট্রেডিং অভিজ্ঞতা প্রয়োজন । তাই ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই তোমরা সতর্ক থাকবা । যারে তোমরা লস না করো বেশি বেশি ।
-
যারা ফরেক্সে নতুন তাদের জন্য ফরেক্স সম্পর্কিত অনেক কথা বলার থাকে । যারা ফরেক্সে নতুন তারা কেবল জানে ফরেক্স থেকে টাকা আয় হয় । কিন্তু কিভাবে হয় , লাভ কিসে হয় আর লস কিসে হয় তা তাদের ভালো জানা থাকে না । নতুনদের ফরেক্সে টাকা আয় করায় প্রধান লক্ষ্য । কিন্তু ফরেক্সে যারা নতুন তাদের ভালো ভাবে ফরেক্স বুঝতে হবে , ফরেক্সে ট্রেড করা শিখতে হবে । ফরেক্সে লাভ করতে হলে এনালাইসিস করা শিখতে হবে । ট্রেড করা সময় কোন লোভ করা যাবে । ফরেক্সে লোভ খুব খারাপ । ফরেক্সে লোভ করলে লস হয় । তাই নতুন্দের ফরেক্সে লোভ করলে চলবে না ।
-
ফরেক্স এ নতুন অবস্থায় আপনাকে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে। তারপর একটি ডেমো একাউন্ট করে ট্রেড করা শিখতে হবে। যখন আপনি নিজেকে সফলতার দিক খুজে পাবেন লাভে থাকবে তখন লাইভ ত্রেড করা উচিত। আর মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। আর বেশি লোভ করা যাবে না।
-
ফরেক্স এ যারা নতুন তাদের সবার আগে ফরেক্স এর ব্যাপারে ভালো করে অভিজ্ঞতা অর্জন করতে হবে , তারপর ফরেক্স এ প্রথম প্রথম বেশী বেশী সময় দিতে হবে ফরেক্স এর ব্যাপারে ভালো করে অভিজ্ঞতা অর্জন করার পর আমাদের ফরেক্স এ ট্রেডিং করার জন্য ভালো করে অনেক বেশী সময় ধরে আগে ডেমো ট্রেড শিকতে হবে , তারপর ফরেক্স এ আসল ট্রেড শুরু করতে হবে । আরও কিছু বিষয় হল ফরেক্স এ টিকে থাকতে হলে আমাদের বিশ্বাস এবং শ্রম দিয়ে কাজ করতে হবে কখনও লোভ করার যাবে না ।
-
ফরেক্স,করার জন্য প্রথমেই ফরেক্স সমন্ধ্যে ধারনা লাভ করতে হবে।। ফরেক্স ট্রেডিং শিখতে হলে অবশ্যই ডেমো প্রাকটিস করতে হবে।। ডেমো করতে ডেমোর প্রতি সিরিয়াস হতে হবে।। লোভ কন্ট্রোল করতে হবে।। ধৈরয ধারন করতে হবে।।।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে নতুন যারা তারা প্রথমে লোভ থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত ট্রেড করা যাবেনা এবং বেশি করে ডেমো প্রেকটিস করতে হবে, ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে হবে।