-
এইরকম ভাবে চিন্তা করলে আসলে কিছুই হয় না। আপনি ফরেক্সকে পেশা হিসেবে নিতে চাইলে আপনাকে নিয়মিত অল্প করে আয় করতে হবে। আপনি যদি মনে করেন ফরেক্স করে দুই দিন এ বড়লোক হয়ে যাবেন। তাহলে ভুল ভাবছেন। কারণ এইরকম চিন্তা করলে আপনি শুধু লসে ই করবেন। বেশী লোভের আশায়।
-
প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷প্রচুর আত্নবিশ্বাস চলে আসবে৷তখন সহজেই বুঝতে পারবেন আপনি একজন সফল ট্রেডার৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷ আর লাগবে দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ মন, ঠিক যেন কচ্ছপের মত ৷
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে আনলিমিটেড আয়ের সুযোগ রয়েছে। আপনি ইচ্ছা করলে আপনার দক্ষতা দ্বারা আপনি এখানে প্রচুর আয় করে নিজের স্বপ্ন অব্যশই পূরব করতে পারেন। কিন্তু সে জন্য আপনার সেরকম যোগ্যতা অব্যশই থাকতে হবে।
-
ভাই আপনি যদি এটাকে আপনার জীবনে প্রফেশন হিসেবে নেন, আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বলব স্বাগতম, আপনাকে অভিনন্দন । কারন আপনি সঠিক পথেই এগুচ্ছেন । এখানে বিজনেস করতে হলে সাহস লাগে, সেক্রিফাইজ লাগে আর লাগে ধৈর্য । সুতরাং নতুন অবস্থায় কষ্ট করে তিনটা বছর যদি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না । কারন তখন আপনি একজন ভাল মানের প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন ।
-
ফরেক্স অবশ্যই স্বপ্ন *পূরন করতে পারবে। কিন্তু তার জন্য আপনাকে অনেক পরিশ্রম, সাধনা করতে হবে। ফরেক্স এর জানার কোন শেষ নেই সুতরাং এখানে যত বেশী জানতে পারবেন তত বেশী আয় করতে পারবেন। না জেনে আপনার স্বপ্ন কোনদিন পূরন হবে না। সবাই চায় অল্প সময়ে অনেক কিছু করতে কিন্ত দু:খের বিষয় হলো এটা কখনও অল্প সময়ে ভাল কিছু হয় না।
-
আসলে ফরেক্স আমাদের অনেকের কাছে স্বপ্নের মতন, আমরা যেমন স্বপ্নে দেখে থাকি যে সব কিছুই আমাদের কাছে কত সহজ মনে হয়, কিন্তু এতটা সহজে সবকিছুকে নিলে হবে না, ফরেক্স অ অনেক বাধা বিপত্তি রয়েচেহে, ফরেক্স এ লস খাওব মানুষ এর অভাব নেই, আপনাকে অনেক দক্ষ হতে হবে, এবং ধাপে ধাপে এগোতে হবে, আমার মতে প্রথমে ফরেক্স কে পার্ট টাইম হিসেবে নেয়াটাই ভালো.
-
ফরেক্সে নিজের সপ্নপূরন করতে হলে অবশ্যই আপনাকে একজন সফল ট্রেডার হতে হবে নাহলে আপনার সপ্ন সপ্নই থেকে যাবে সেটা আর পূরন হবে না তাই আগে ফরেক্স সম্মন্ধে জানুন এবং শিখুন ও একজন সফল ট্রেডার হন তাহলে আপনার সপ্নপূরন হবে ।
-
হে ভাই ফরেক্স অবশই আপনার স্বপ্ন পূরণ করতে পারবে কিন্তু তার জন্য ফরেক্স মার্কেট কে আপনার অনেক বেশি সময় দিতে হবে ফরেক্স এমন কোনো বেবসা না যে আপনি আসলেন দেখলেন আর জয় করলেন , আর আপনি যদি ফরেক্স মার্কেটে প্রফেশনাল হতে চান তাহলে আপনি প্রথমে থেকে bochor ডেমোতে ট্রেড প্র্যাক্টিস করেন এবং ভালো একটা স্ট্রাটেজি তৈরী করেন তাহলেই হবে
-
অবশ্যই ফরেক্স মার্কেট আমাদের সপ্ন পূরণ করতে সবসময় প্রস্তুত । তবে কার জন্য আমাদের প্রয়োজন ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করা এবং ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করা । আমরা যদি ফরেক্স মার্কেটে প্রফেশনাল ব্যবসায়ীদের মতো অনেক পরিশ্রম করতে পারি তাহলে অবশ্যই ফরেক্স মার্কেট আমাদের সপ্ন পূরণ করতে বাধ্য থাকিবে । আর যদি আমরা ফরেক্স মার্কেটকে কোনো প্রকার জুয়া বা খেলার ছলে নিয়ে থাকি,, তাহলে আমরা কোনোভাবেই এই ফরেক্স মার্কেট থেকে ভালো কিছু আশা করতে পারবো না,,, সপ্ন পূরণ তো দুরে থাক । তাই আমাদের উচিত বেশি বেশি করে ফরেক্স মার্কেট অনুশীলন করে ভালো অভিজ্ঞতা অর্জন করা ।
-
আমি ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করে আমার নিজের শ্বপ্ন পুরুন করবো বলে আমি আসা করি এবং সেই লক্ষ্যে আমি ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করে যাচ্ছি।তার জন্য আমি জানি আমাকে অনেক কিছুই শিখতে হবে জানতে হবে।তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।আমি ডেমো একাউন্ট এ অনুশীলন করি আর টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস ভাল করে জানার চেষ্টা করতেছি।এই ২টা এনালাইসিস ভাল করে জানতে পারলে তার পর আমি সেন্টিমেন্টাল এনালাইসিস টা জানার চেষ্টা করবো কারন আমি চাচ্ছি আমার লক্ষ্য পুরুন করতে তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাবো।