-
ফরেক্স হল এমন একটা ট্রেডিং যেখান আপনি অল্প সময়ে অধিক আয় করতে পারবেন বা করা যায় তবে ফরেক্সে আয় করতে হলে আগে এর সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। ফরেক্সের উপর ভাল জানা না থাকলে কাজ করা সম্ভব নয়। ফরেক্স এ লাভ করা সম্ভব কেবন নিজের মেধা, অভিজ্ঞতা এবং শ্রম এর উপর ভিত্তি করে আর কোনও কিছুর উপরে নয়।
-
ফরেক্স থেকে নাকি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব এভাবে মানুস্কে প্রলোভন দেখিইয়ে বেশ কিছু লোক প্রচার চালাচ্ছে এবং তা শুধু শাধারন মানুস্কে প্রতারিত করার জন্যই। কাউকে লোভ দেখিইয়ে ফরেক্স মার্কেট এ আনার দরকার নেই, যারা ফরেক্স মার্কেট এ আসবে ফরেক্স সম্পর্কে বুঝে শুনেই আসবে। আমদের উচিত অনদের এশব বিষইয়ে অন্নকে সতর্ক করা এবং ফরেক্স সম্পর্কে সঠিক তথ্য দেয়া।
-
জীবন বাঁচানোর জন্য জীবিকা হিসাবে মানুষ কোন না কোন কাজ করে থমাধ্যমেই মানুষ কোন একটি বিষয়ে নিজেকে দক্ষ করে জীবিকার পথ হিসেবে তা বেছে নেয়। জীবিকার পথ হিসেবে মানুষ যে পন্থাকে বেছে নেয় তাই মূলত তার ক্যারিয়ার । মূলত মানুষ তার ক্যারিয়ার ঠিক করতে বা লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। ফরেক্স ব্যবসা ভাল একটি কাজ ও জীবিকার পথ ।
-
ফরেক্সে অনেক আয় করা যায়।ফরেক্স থেকে আপনি আয় করতে পারবেন কিন্তু আপনার ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আমরা যদি নিয়মিত ফরেক্স নিয় কাজ করি তাহলে আমরা ফরেক্স থেকে আয় করতে পারব।তবে বেশি বিনিয়োগ করলে আপনি বেশি আয় করতে পারবেন।
-
ফরেক্স থেকে আপনি আয় করতে পারবেন ঠিকই কিন্তু আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। অল্প জ্ঞান নিয়ে ফরেক্স শুরু করলে করলে আপনার লসের সম্ভাবনাই খুব বেশি। ফরেক্সের মতো সুবিধা আপনি কোন শেয়ার মার্কেটেও পাবেন না। ফরেক্সের মাধ্যমে আপনি প্রচুর পরিমানে আয় করতে পারবেন। তার পর আমরা জদি নিয়মিত ফরেক্স নিয় কাজ করি তাইলে আমরা ফরেক্স থেকে আয় করতে পারব।
-
-
আমি মনে করি কাজ করে ফরেক্সে ভালো আয় করা যায়। তবে শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে ফরেক্সে আসা উচিত না। তাহলে লস হবার সম্ভাবনা অনেক । ফরেক্সে জেনে শুনেই কাজ করা উচিত ।
-
আমি ভাবি যে এক মাত্র ফরেক্স এ আছে অল্প সময়ে বেশি টাকা পাওা যায়, কেবন নিজের মেধা, অভিজ্ঞতা এবং শ্রম দিয়ে.........।
-
আমিতো মনে কির আপনি অন্যর কথায় কান দিয়ে আহে আপনারটা ভাববেন।
এবং এ সম্পর্কে নিজে টাই করবেন তা হবে বাস্তব প্রমাণ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করা অনেক লাভ জনক। অনেকে লোভ এ ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসে কিন্তু তারা অনেক রিস্ক নিয়ে অ্যাকাউন্ট ০ করে ফেলে তাই আপনি অনেক বুজে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে আসেন। ফরেক্স মার্কেট এ আপনি ট্রেড করে মাস এ অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমার এক বড় ভাই মাস এ ৪০০০০০ টাকা ইনকাম করে এই ফরেক্স মার্কেট থেকে তাই আপনি চেষ্টা করলে আপনি ও ইনকাম করতে পারবেন।