-
একজন আদর্শ ট্রেডার এর বড় গুন হচ্ছে সে সব সময় বুঝে শুনে ট্রেড অপেন করে এবং ক্লোস করে। সে সব সময় মানিমেনেজমেন্ট মেনে ফরেক্স এর ব্যবসা করে। কোন লোভ না করে ধৈর্য সহকারে এবং পরিশ্রম করে ফরেক্স এর মার্কেটে ট্রেড করে। এবং সফলতা অর্জন করে। মুভিং এবারেজ দেখে ট্রেড করে এবং আরএসআই দেখে অপ করে। এগুলো হচ্ছে একজন আদর্শ ট্রেডার এর গুন।
-
হা ভাই আমি আপনার সাথে একমত যে, একজন ভালো ট্রেডারের সব থেকে বড় গুন হল ভলোভাবে মার্কেটের গতিবিধি বোঝা এবং সেই অনুযায়ী ট্রেড গ্রহন করা। ধন্যবাদ।
-
আমি মনে করি একজন আর্দশ ট্রেডার এর গুন হল অল্প প্রফিট করবে এবং অল্প লসকরবে অর্থাত কোন টাই বেশী করবে না , তার মধ্যে কোন প্রকার লোভ কাজ করবে না ।
-
আদর্শ ট্রেডার হতে গেলে আপনার যে গুনগুলো থাকা উচিত তার মধ্যে অন্যতম হল আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞ হতে হবে।
-
কোন লোভ না করে ধৈর্য সহকারে এবং পরিশ্রম করে ফরেক্স এর মার্কেটে ট্রেড করে। এবং সফলতা অর্জন করে। মুভিং এবারেজ দেখে ট্রেড করে এবং আরএসআই দেখে অপ করে। এগুলো হচ্ছে একজন আদর্শ ট্রেডার এর গুন।
-
একজন আদর্শ ট্রেডারের যে সকল গুন অবশ্যয় থাকতে হবে তা হল প্রচুর ধর্ষ্য, কম লোভ, নিয়ন্তিত আবেগ, আর পরিশ্রম করার ইচ্ছা। ধন্যবাদ।
-
আমার জানা মতে একজন আদর্শ ট্রেডার এর গুন হল সে যখন তখন forex market trade করে না।
কারন সে মাসে ৩টা বা ৫টা trade করে।
তার এই trade ভাল লাভ করে।
-
একজন আদরশ ত্রেদার কোন লোভ করবে না। ধরজ ধরে ট্রেডিং করবে। নিয়ম কানুন মেনে চল্বে। এক্টা ডেমো আকউন্রট খুলে প্রাক্তিস করবে। লস হলে হতাশ না হয়ে ঠিক ভাবে ট্রেড করে যাবে। অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করার চেষ্টা করবে।
-
একজন আদর্শ ট্রেডারের গুণের মধ্যে যা যা থাকা দরকার বলে আমার মনে হয় তা হলো: তাকে অনেক ধৈর্যশীল হতে হবে, সে কোনো প্রকার লোভ করতে পারবে না, তাকে মনোযোগী হতে হবে, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার সাহস থাকবে হবে এবং মোকাবেলা করতে হবে, সবমসয়ই তাকে আশাবাদী থাকতে হবে, আর সবসময় এগিয়ে যাওয়ার সাহস থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। এইসকল গুণই হচ্ছে একজন আদর্শ ট্রেডারের গুণ, আমার মতে।
-
একজন ট্রেডারকে এই ব্যবসায়ে সফল হতে হলে তার মধ্যে একজন আদর্শ ট্রেডারের গুনগুলো বিদ্যমান থাকতে হবে। একজন আদর্শ ট্রেডার তিনি জানেন বাজারে কখন ট্রেড করলে সহজে লাভ হবে এবং কখন ট্রেড বন্ধ করে দিলে লসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।