-
কোন মার্কেট এ যেমন লাভের কোন গ্যারান্টি নাই তেমনি ফরেক্স মার্কেট এও নাই। তবে ফরেক্স মার্কেট এ আছে লাভের বিপরীতে অনেক অনেক লস হবার সম্ভাবনা। আমি ট্রেড এন্ট্রি দেবার পর যদি বুঝতে পারি যে এই ট্রেডটা আমার ভুল ট্রেড বা এই ট্রেডটা আমার বিপরীতে গেছে বা আরও যাবে তখন আমি কোন চিন্তা না করে সাথে সাথেই ওই ট্রেডটা ক্লোজ করে দেই।
-
ফরেক্সে লসের প্রধান কারন ভুল ট্রেড, আন্দাজে টেড, মানিমেনেজমেনটের বাইরে ট্রেড,অভার ট্রেড ইত্যাদি।বেশির ভাগ মানুষ এখানে দ্রুত অনেক লাভ করতে আসে এবং ভুল করে ফলস্বরূপ খালি হাতে ফেরে। এখানে দীর্ঘ মেয়াদীভাবে মুনাফা করে টিকে থাকতে চাইলে সঠিক কৌশল জানতে ও প্রয়োগ করতে হবে। নিজের উপর বিশাস রেখে এনালাইসিস কে ভিত্তি করে ট্রেডে জেতে হবে।
-
ফরেক্স মার্কেট এ প্রতিটি পদক্ষেপে চিন্তা ভাবনা করে সামনের দিকে অগ্রসর হতে হবে । ভুল ট্রেড এর ফলে অনাকে বর লস হতা পারা বলা আমি মনা করি।
-
যারা দক্ষ তারা খুব একটা ভুল ট্রেড করেন না এবং যারা নতুন বা সাধারন ট্রেডার তারা প্রতিনিয়ত ভুল ট্রেড করে মুলধন হারায়। তাই আমরা যারা নতুন ও অদক্ষ ট্রেডার তাদের উচিত হবে অনুশীলন করে দক্ষ হয়ে ট্রেড করা যাতে ভুল না হয়।
-
ভূল ট্রেড হলো আপনি কোনো অ্যানালাইসিস কাজে না লাগিয়ে আপনার ইচ্ছা মত ট্রেড ওপেন করা। এতে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে। আমাদের ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে ভূল ট্রেড এরিয়ে চলা উচিত।
-
আমার প্রায় সব ট্রেডর সাথেই স্টপ লস সেট করা থাকে, যদিও সব ট্রেডই মার্কেট বিশ্লেষন কলে নেওয়া হয় তার পরেও অনেক ট্রেড বিপরীদে চলে যাই তবে তখন আমি মুলত সেই ট্রেড স্টপ লস সরিয়ে মার্কেট ফেরা আপেক্ষা করি আর এর মাঝে ছোট আকারের স্কেলপিং করি। ধন্যবাদ।
-
ভাল এনালাইজিস করে ট্রেড করলে ভুল ট্রেড হবার সম্ভাবনা কম থাকে। ফরেক্স মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশিল। এই পরিবর্তন গুলো হয়। সেই দুই দেশের অর্থনইতিক নিউজ এর জন্য। তাই সে দুই দেশের নিউজ বা ঘটনা সমুহ জানা থাকলে ভুল ট্রেড না হবার সম্ভাবনা বেশি।
-
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড অনেক ইনপোন্ডেট। যদি কোন কারনে একটি ট্রেড ভুল হয়ে যায় তা হলে লস হতে পারে। কারণ ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডই আলাদাভাবে নিজস্ব অবস্থানের প্রতিনিধিত্ব করে থাকে। ফরেক্স মার্কেটের যে কোন একটি ট্রেড ভুল হওয়া অর্থই হল মার্কেটে অর্থ ক্ষতি। প্রতিটি ট্রেডারকে একটি ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করে নিতে হয়।
-
আপনি এমন একটা ট্রেড ওপেন করলেন যেটার পিছনে আপনি কোনো এনালাইসিস করেননি। হয়তো মার্কেট ট্রেন্ড ও দেখেননি। কিন্তু এ ধরনের ট্রেড ওপেন করা খুবই বিপদজনক।
-
অনেকে পুরো ব্যাপারটা না বুঝেই ট্রেড করে। এবং লস করে...। আগে বুঝা উচিত...