-
একাউন্ট ভেরিপাই ব্যাতিত ফরেক্স করা যায় না । কেননা ফরেক্স এমন একটা মার্কেট যেখানে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজের একাউন্টকে সেইফ রাখতে হবে । ভেরিপাই তার অন্যতম পদক্ষেপ । আপনি ফরেক্সে একাউন্ট ভেরিপাই না করান তবে এর মাধ্যমে আপনি কোনভাবেই লাভবান হতে পারবেন না কেননা অাপনাকে ভেরিপােই ব্যাতিত টাকা উত্তোলন করতে দেওয়া হবে না ।
-
অ্যাকাউন্ট ভেরিফাই না করে ট্রেড করা ঠিক নয়,কারন অ্যাকাউন্ট ভেরিফাই না করলে আপনার মূল উদ্দেশ্য সফল হবে না।আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারবেন না।একাউন্ট ভেরিফাই ছাড়া আপনি ট্রেড করতে পারবেন।কিন্তু আপনি যখন ট্রেড করে লাভ করবেন তখন আপনার লভ্যংশ আপনি উত্তেলন করতে পারবেন না।আপনার লভ্যংশ উত্তেলন করতে হলে আপনাকে অবশ্যই আইডি ভেরিফাই করতে হবে।
-
ট্রেডিং একাউন্ট ভেরিফাই ছাড়া টাকা ডিপোজিট এবং ট্রেডিং সম্ভব, কিন্তু উইথড্রোয়াল সম্ভব নয়। আইডি ভেরিফিকেশনে একাউন্টের নাম ও আইডির নামে মিল থাকতে হয়, তবে বানান একটু এদক ওদাক হতে পারে। রেসিডেন্স ভেরিফিকেশনে একাউন্টের ঠিকানা ও ডকুমেন্টের ঠিকানায় মিল থাকতে হয়।
-
একাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেড করা যাবে কিন্তু প্রফিট করা অর্থ উঠানো যাবেনা। তাই একাউন্ট ভেরিফাই করা জরুরী। কিন্তু আমি আমার ট্রেডিং একাউন্ট ১ম স্থরের ভেরিফাই করেছি, দিতীয় শ্রেনীর ভেরিফাই করতে সমস্যা হচ্ছে। আমি আমার ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট দিচ্ছি তাতেও সমস্যা হচ্ছে কি যে করি।
-
হ্যাা আপনি আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফাই না করে একাউন্টে ডলার ইনভেস্ট ও ট্রেড করতে পারবেন কিন্তু টাকা ডিপসিট করার সময় একাউন্ট ভেরিফাই না করা পর্যন্ত আপনাকে কোন টাকা দেয়া হবে না। সুতরাং আমাা আপনাকে পরামর্শ দিব যে কষ্ট করে উপার্যন করা টাকা জলে দেবার চিন্ত না সর্বপ্রথম আপনার ট্রেডিং একাউন্টি বেরিফাই করে নিন । এতে আপনি সমক ধরনের সমস্যা থেকে মুক্ত থাকবেন। ভাল থাকবেন।
-
ট্রেডিং একাউন্ট ভেরিফাই ছাড়া টাকা ডিপোজিট এবং ট্রেডিং সম্ভব, কিন্তু উইথড্রোয়াল সম্ভব নয়। আইডি ভেরিফিকেশনে একাউন্টের নাম ও আইডির নামে মিল থাকতে হয়, তবে বানান একটু এদক ওদাক হতে পারে। রেসিডেন্স ভেরিফিকেশনে একাউন্টের ঠিকানা ও ডকুমেন্টের ঠিকানায় মিল থাকতে হয়।
-
হ্যা আমি জানি জে ফরেক্স থেকে বোনাস পেতে আমাকে অবশ্যই ভাল ভাল এবং মান সম্ম্ত আর্টিকেল পোস্ট করতে হবে। কিন্তু আমার একটি প্রশবন আছে আর তা হোল যদি আমি একটানা পোস্ট লিখি অর্থাৎ ২ মাস যদি একটানা পোস্ট লিখি তাহলে কি াামি ফুল পেমেন্ট টি পাবো?? যদি আমাকে এ বিষয়ে একটুু বলতেন তাহলে খুবি খুশি হতাম। কারন জানা থাকলে কাজে মোন নিবেশ করতে সুবিধা হবে।
-
লাইভ বা রিয়েল ট্রেডিং একাউন্ট ভেরিফাই না করেও আপনি ট্রেড করতে পারবেন৷একাউন্ট ভেরিফাই করার প্রয়োজন হলো একাউন্টের সার্বিক নিরাপত্তা৷ভেরিফাই করে রাখলে একাউন্টের ব্যালেন্স,প্রফিট ও সকল তথ্যাদি নিরাপদ থাকবে৷ভেরিফাইড একাউন্টে প্রফিট উইথড্রো করার সময়
কোনোও সমস্যা হয় না৷
-
আমার জানামতে ফরেক্স ব্যবসায় ট্রেড করার জন্য একাউন্ট ভেরিফাই আবশ্যিক নয়। আপনি আপনার একাউন্ট ভেরিফাই ছাড়াও এই ব্যবসায় ট্রেড করতে পারবেন। আমি তো প্রাথমিক অবস্থায় আমার একাউন্ট ভেরিফাই ছাড়াই ট্রেড করেছি আর আমি সেখানে কোন রকম সমস্যা পাই নাই। তাই আমি আশা করবো আপনিও কোন ধরনের সমস্যা পাবেন না। তবে আপনি যদি আপনার একাউন্ট ভেরিফাই করে ট্রেড করেন তাহলে আপনার একাউন্টের নিরাপত্তা অনেক বৃদ্ধি পাবে।
-
হ্যা আমার জানা মতে আপনি এ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেডিং করতে পারবেন এতে কোন সন্দেহ নেই। তবে আপনার এ্যাকাউন্ট ঝুকিমুক্ত রাখার জন্য এটাকে জরুরি ভিত্তিতে এ্যাকাউন্ট ভেরিফাই করা দরকার। কেননা আপনার এ্যাকাউন্টে যখন মূলধন থাকবে সেটা সম্পূর্ণ ঝুকিমুক্ত রাখতে হবে কেননা যখন তখন আপনার এ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে ফলে মূলধন হারাতে পারেন। আর এই সমস্যা সমাধান করার একমাত্র উপায় হচ্ছে এ্যাকাউন্ট ভেরিফাই করা। এ্যাকাউন্ট ভেরিফাই করলে আপনি সম্পূর্ণ ঝুকিমুক্ত থাকবেন। এতে করে আপনার টাকা উত্তোলন ও বিনিয়োগে কোন ধরনের সমস্যা হবে না বরং আরও নিরাপত্তায় থাকবেন।