-
টেক প্রফিট হল মেটা ট্রেডার প্লাটফর্মের এমন একটি অপশন যার মাধ্যমে ট্রেড ওপেন করার পর মার্কেটে না থেকে ও খুব সহজে এই অপশন ব্যবহার করে প্রফিট বা লাভ করা যায়। টেক প্রফিট হল যখন আপনি কোন একটা অর্ডার দেন তখন আপনি সে অর্ডারটির লাভ-লোকসান নিয়ে চিন্তিত থাকেন।যে কোন সময় মার্কেট লাভের দিকে গিয়ে আবার যে কেনি মুহুর্তে নেমে যেতে পারে।তাই এমন একটা স্বয়ংক্রীয় সিস্টেম হল টেক প্রফিট যার মাধ্যেমে কতটুকু লাভ আমরা নিতে চায় তার একটা সীমা করে দেওয়া যায়।তবে সেটা আমাদের জন্য অনেক বেশি লাভজনক।
-
ফরেক্সে টেকপ্রফিট একটি অসাধারণ পদ্ধতি। যদি কোন ট্রেডার মনে করে যে কোন একটি ট্রেড করার পর সে তার বাই/সেল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ প্রফিট গ্রহন করবে তখন সে সেই ট্রেড এর মধ্যে টেকপ্রফিট এর ভিতরে সংখ্যা বসিয়ে দিবে। যদি তার মুল্য সেই পরিমাণে পৌঁছায় তাহলে অটো ক্লোজ হয়ে যাবে। এটাকে টেক প্রফিট বলা হয়।
-
প্রতিটি ট্রেড ওপেন করার সাথে সাথে আমাদের চিন্তা থাকে যে এটাতে কত প্রফিট করবো। এজন্য আমরা একটা সেটআপ দিয়ে থাকি যে ওই প্রাইসে গেলে ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে। যদিনা মার্কেটে থাকি তবু মার্কেটে সেটআপ করা প্রাইসে গেলে ট্রেড আপনাআপনি ক্লোজ হবে। এটাকে টেকপ্রফিট বলে। আমাদের প্রতিটি ট্রেডে টেকপ্রফিট ব্যববহার করা উচিত।
-
ফরেক্স মার্কেট থেকে সহজে আয় করা যায় তবে আমাকে অনেক বেশি করে জারতে এনালাইসিস করা জানতে হবে।ফরেক্স মার্কেটে থেকে আয় করতে হলে লোভ পরিহার করতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে উপকৃত হব।
-
এখানে ফরেক্স মার্কেটে টেক প্রফিট হল আপনি একটা ট্রেডে কতটুকু প্রফিট নিতে চান সেটার পূর্ব নির্ধারণ করে রাখা। মনে করেন আপনি একটা ট্রেডে ১০ ডলার ইনকাম করতে চান, তো সে অনুযায়ী আপনি মানি ম্যানেজম্যান্ট করে একটা ট্রেড ওপেন করে দিলেন যে আমার স্টপ লস ৫ ডলার এবং টেক প্রফিট ১০ ডলার এভাবে সবকিছু সেট করে রাখলেন, তো ঘটনা হল মার্কেট যদি আপনার টার্গেটের দিকে মুভ করে তাহলেইতো আপনি লাভবান হবেন, এটাকেই এখানে টেক প্রফিট বলা হয়।
-
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড ওপেন করার সাথে সাথে আমাদের চিন্তা থাকে যে এটাতে কত প্রফিট করবো। এজন্য আমরা একটা সেটআপ দিয়ে থাকি যে ওই প্রাইসে গেলে ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে। যদিনা মার্কেটে থাকি তবু মার্কেটে সেটআপ করা প্রাইসে গেলে ট্রেড আপনাআপনি ক্লোজ হবে। এটাকে টেকপ্রফিট বলে। আমাদের প্রতিটি ট্রেডে টেকপ্রফিট ব্যববহার করা উচিত।
-
টেক প্রফিট হলো আপনি একটি ট্রেড ওপেন করার পর কি পরিমান লাভে ট্রেডটি ক্লোজ করতে চান সেটি সেট করে দেওয়া।আসলে মার্কেট তো প্রতিনিয়তই মুভমেন্ট করে অনেকসময় দেখা যায় মার্কেট ১০০ পিপস উঠে আবার নেমে গেলো ২০০ পিপস তাহলে আপনি লদভটা ধরে রাখতে পারলেন না উল্টো ট্রেডটি লসে থাকলো তখন।এজন্য আমাদের টেক প্রফিট ব্যাবহার করা উচিত লাভ ধরে রাখার জন্য।
-
ভাই ফরেক্স মার্কেটে টেক প্রফিট হল আপনার ট্রেডিং লভ্যাংশ। অর্থাৎ* আপনি একটা ট্রেডের মধ্যে কত টাকা ইনকাম করতে চান, সেটার পূর্ব নির্ধারণ আগের থেকেই এখানে সেট করে দেওয়া রাখার একটা প্রক্রিয়া মাত্র। তবে আপনি চাইলে এটাকে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন। সুতরাং এখানে একজন টেডারের টার্গেট নিয়ে অল্প সময়ে কিংবা নির্ধারিত সময়ে বেরিয়ে আসার প্রক্রিয়াকেই টেক প্রফিট বলে।
-
টেক প্রফিটটা হচ্ছে আপনি এই মার্কেটে কোন ট্রেড ওপেন করছেন আর সেটা কি পরিমান মুনাফা গ্রহণ করতে ইচ্ছুক সেই পরিমাণে একটা এমাউন্ট সেট করে দেওয়াটাকে টেক প্রফিট বলা হয়। অর্থাৎ আপনি ইউরোইউএসডি তে একটি ট্রেড ওপেন বাই মুডে ওপেন করছেন আর সেটা হচ্ছে ১.২৩২৩ এখন আপনি এর টেক প্রফিট দিতে চাচ্ছেন ১০০পিপস তাহলে এর টেক প্রফিট মুড হবে ১.২২২৩। আর আমি মনে করি এই মার্কেটে লস এড়ানোর জন্য প্রত্যেক ট্রেডারের উচিত প্রতিটি ট্রেডে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা। তাহলে নিজেকে খুব সহজেই এই মার্কেটে লোভের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা সম্ভব হয়।
-
কি পরিমান লাভ হলে আপনি ট্রেডটি ক্লোজ করতে চান সেটি পূর্ব থেকে সেট করার নামই টেক প্রফিট এতে করে আপনি প্রফিট করতে পারবেন আমাদের সকলেরই টেক প্রফিট ব্যবহার করা উচিত।