ফরেক্স এ আপনি কত টাকা সেটা আপনার উপর ভিক্তি করে। ফরেক্স এ নূন্যতম ১ ডলার দিয়ে ট্টেড করতে পারেন। আপনি এ এক ডলার দিয়ে আনভেস্ট করে কোন লাভ করতে পারবেন না। আপনাকে ফরেক্স এ অনেকটা টাকা ইনভেস্ট করে আপনি ইনকান করতে পারবেন।
Printable View
ফরেক্স এ আপনি কত টাকা সেটা আপনার উপর ভিক্তি করে। ফরেক্স এ নূন্যতম ১ ডলার দিয়ে ট্টেড করতে পারেন। আপনি এ এক ডলার দিয়ে আনভেস্ট করে কোন লাভ করতে পারবেন না। আপনাকে ফরেক্স এ অনেকটা টাকা ইনভেস্ট করে আপনি ইনকান করতে পারবেন।
নুন্যতম কত ইনভেস্ট করতে হবে তার কোন নির্দিষ্ট মাত্রা নেই। সর্বনিম্ন ১০$ দিয়েও আমি ইনস্টাফরেক্স এ ট্রেড করেছি। তবে যারা মুটামুটি ভাল সাফল্য পেয়েছেন ডেমো ট্রেডে তারা ১০০$ ইনভেস্ট করতে পারেন প্রথম রিয়েল একাউন্টে। মানি ম্যানেজমেন্ট আর এনালাইসিস অনুসারে ট্রেড করলে এই ব্যালেন্স থেকেই ভাল প্রফিট পাবেন।
ফরেক্স একটা ইনভেস্টমেন্ট ব্যবসা । ইনভেস্ট ছাড়া কেউ ফরেক্স ব্যবসা করতে পারবে না । তবে ফোরাম পোষ্ট করে করা যায় । কিন্তু ফরেক্স মূলত ইনভেস্ট করে করলে অনেক প্রফিট পাওয়া যায় । তাই আমি বলব যে আমাদের নুন্যতম ১০০ ডলার ইনভেস্ট করেই ফরেক্স ব্যবসা শুরু করা উচিত । কারন ফরেক্স ব্যবসায় অনেক লস ও রয়েছে । আমি ৫০০ ডলার ইনভেস্ট করেচঝি ফরেক্স ব্যবসা করার জন্য ।
কিছু কিছু ব্রোকার আছে যেখানে মিনিমাম ডিপোজিট এর উল্লেখ আছে। আপনি সেই পরিমান ডিপোজিট না করলে আপনি ট্রেড করতে পারবেন না। কিন্তু ইন্সটাফরেক্স এ আপনি ১০ ডলার ইনভেস্ট করেও ট্রেড ওপেন করতে পারেন। আর তাই আমি মনে ইন্সটাফরেক্স এ যে কেউ ইনভেস্ট সহজেই করতে পারে।
ফরেক্স এ আপনি নূন্যতম ১ ডলার দিয়ে ইনভেস্ট করতে পারবেন। তবে আপনার একটা সর্ত অনুযায়ী ট্টেড করতে হবে। তা হল আপনি ১ ডলার=০.০০১ পিপস করে ট্টেড করতে পারবেন। এতে আপনার তেমন একটা লাভ করতে পারবেন না । আপনি *যদি ২০০-৫০০ডলার এর বেশী পরিমানে ডলার নিয়ে ফরেক্স এ ট্টেড করেন তা হলে আপনার লাভের দিকটা বেশী হবে।
আপনি ফরেক্স এ নুন্যতম ১০ ডলার ও ডিপোজিট করতে পারেন । আপনি যদি ফরেক্স ট্রেডিং এ ভালো দক্ষ হয়ে উঠেন তাহলে আপনার ডিপোজিট বেশি হলে আপনার আয়ের পরিমাণও বাড়বে । জতবেসি ডিপোজিট হবে ততবেসি আয় করতে পারবেন।
আমি বলবো আপনি ফরেক্স এ নুন্যতম ১০ ডলার ও ডিপোজিট করতে পারেন । তবে আপনি ডেমো অ্যাকাউন্ট এ যে পরিমান ডলার দিয়ে অনুশীলন করেছেন সেই পরিমান ডলার ডিপোজিট করলে ভালো হয় । আপনি যদি ফরেক্স ট্রেডিং এ ভালো দক্ষ হয়ে উঠেন তাহলে আপনার ডিপোজিট বেশি হলে আপনার আয়ের পরিমাণও বাড়বে । এই জন্য আমি মনে করি ফরেক্স এ ডিপোজিট বেশি করে করলে ফরেক্স ট্রেডিং করাটা ভালো হয়।
ফরেক্স এ আপনি কত টাকা ইনভেস্ট করবেন তা আপনার উপর নির্ভর করে। ফরেক্স এ আপনি নূন্যতম ১ ডলার দিয়ে ফরেক্স এ ট্টেড করতে পারবেন। আর যে যত ইনভেন্ট করবেন তত আয় করতে পারবেন। ফরেক্স এ ১০০ ডলার ইনভেস্ট করলে মোটামাটি ভাল আয় করতে পারবেন।
যারা মার্কেট এ নতুন তাদের কে নিষেধ করব যে আগে থেকে কোন ইনভেস্ট না করতে।কারন মার্কেট কে প্রথমে খুব সহজ মনে হবে কিন্তু যখন ট্রেড আপনার বিপরীতে যাবে তখন বুঝবেন এই মার্কেট কত কঠিন।তাই আগে দক্ষ হন তারপর মার্কেট এ ইনভেস্ট করার চিন্তা ভাবনা করুন।তাও প্রথম দিকে ১০ ২০ ডলারের বেশি ইনভেস্ট করবেন।
ফোরামে আপনি প্রতিদিন পোস্ট করতে পারেন কিন্তু আপনাকে ফোরামের নিয়ম মেনে পোস্ট করতে হবে।যেমন আপনি একদিনে ২০ বা ৩০ টা পোস্ট করতে পারবেন।এর বেশি পোস্ট করলে আপনাকে বোনাস শিকারি হিসেবে গন্য করা হবে এমন কি আপনাকে ব্যান্ড করে দিতে পারে।তাই আমি মনে করি ফোরামে অপ্রয়োজনীয় থ্রেড বা পোস্ট ওপেন করা থেকে বিরত থেকে আকর্ষণীয়, জ্ঞানগর্ভ, শিক্ষণীয় কোনো কিছু থাকলে তা নিয়ে আপনার থ্রেড ওপেন করুন বা পোস্ট করুন ।